আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি ইন্দিকেতর নিরভর ত্রেদ করা বেশি সুবিধাজনক না । কারন সেতা যত ভালই ইন্দিকাতর হক না কেন আপনাকে পুরাপুরি ভাবে সাফল্য এনে দিতে পারবে না বরং অনেক বেসি লস হতে পারে । তার চেয়ে নিউজ এর মাদ্ধমে ত্রেদ করা ভাল
Printable View
আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি ইন্দিকেতর নিরভর ত্রেদ করা বেশি সুবিধাজনক না । কারন সেতা যত ভালই ইন্দিকাতর হক না কেন আপনাকে পুরাপুরি ভাবে সাফল্য এনে দিতে পারবে না বরং অনেক বেসি লস হতে পারে । তার চেয়ে নিউজ এর মাদ্ধমে ত্রেদ করা ভাল
ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তাই শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও খুব একটা ভাল না ।আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তাই শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও খুব একটা ভাল না ।আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী সেই জন্য শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি।আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
একেবারে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে কখনই ট্রেড এন্ট্রি নিতে পারিনা তাহলে ট্রেড লস হবে অনেক বেশি পরিমানে আমরা ট্রেড এর জন্য মেতা ট্রেদার এর যে সকল ডিফল্ট ইন্ডিকেটর আসে তা বেবহার করতে পারি কেননা ত্রিরিও পক্ষের যে কোনো ইন্ডিকেটর ই আমের জন্য খারাপ ফল বয়ে আনতে হবে আর দক্ষ ট্রেদার রা ইন্ডিকেটর বেবহার কম করে
ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তাই শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি হবে ।আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করা দরকার।
আমার কাছে মনে হয় একেবারে ইন্ডিকেটর এর উপর নির্ভর হয়ে কখনই ট্রেড করতে পারব না । তাহলে ট্রেড লস হবে অনেক বেশি পরিমাণে । এ কারণে আমি বলে ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না । নিজের দক্ষতা দিয়ে কাজ করা ভাল ।
কিছু কিছু ক্ষেত্রে ভাল। তবে সব ক্ষেত্রে ভাবলে ভুল হবে। অনেক ইনডিকের থাকে ইম্পরট্যান্ট সাইন দেওয়া, ও গুলা গুরুত্বপূর্ণ!!
হ্য্ ইডিকেটর নির্ভর হওয়া ভাল। কারন এটা একটা দরকারি টুল। ব্যাবশাও ফরেক্স বিজনেসে একটি লাইফ টাইম বিজনেস। আমার কখনোই মনে হয় না যে এই বিজনেসে কখন থেমে যাবে। একটু লাভজনক বিজনেসে কখনোই থেমে যায় না। আর যতদিন সারা বিশ্বে মুদ্রা লেনদেন থাকবে ততদিন ফরেক্স বিজনেস চলতে থাকবে। যদি আপনি মনে করেন ফরেক্স লাইফ টাইম ব্যবসা তাহলে আপনি ঠিক পত ই বেছে নিয়েছেন।
ইন্ডিকেটর এর উপরে নির্ভ্র করা যাবেনা।ইন্দডকেটর মাঝে মাঝে কাজ নাও করতে পারে।ইন্ডিকেটর শুধু আপনাকে সাহায্য করবে।নিযের সিধ্যান্তকে প্রাধান্য দিন।