-
যারা ফরেক্স ত্রেদিং এ নতুন তাদের জন্য যেগুলা জানা খুবি জরুরি সেগুলা হল ফরেক্স ত্রেদিং এ ধয়রয খুবি বর এক্তা জিনিস । বেশিরভাগ ত্রেদার যার জন্য লস করে সেগুলয়ার মদ্ধেয় এতা এক্তা মুল কারন । ফরেক্স ত্রেদিং সমন্ধে ভাল মত জানার আগেই ত্রেদিং সুরু করাতাও এক্তা বকামি । বেসিরভাগ নতুন ত্রেদার এর জন্য অনেক লস করে আমিও এর সিকার হয়েছিলাম
-
নতুনদের জন্য
১. ডেমো ট্রেড মাস্ট ।
২. মানি ম্যানেজমেন্ট সঠিক করতে হবে ।
৩. অধিক লোভ হতে বিরত থাকতে হবে ।
৪. ফরেক্স সম্পর্কে জানতে হবে ।
৫.অল্প দিয়ে ট্রেড শুরু করা ।
-
আমি ফরেক্স এ নতুন তাও আমি এখানে এসেছি ফরেক্স সম্পর্কে জানতে ও শিখতে
-
যারা নতুন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন এই ফরেক্স এ আসার জন্য। তারা যেন পূরানদের কাছ থেকে সাহায্য নেয় এবং ভালভাবে ফরেক্স ফোরাম করে এটাই আমার তাদের জন্য প্রর্থনা।১০০ ডলার নতুনদের জন্য কম নয়। আমি ফরেক্সে নতুন বাস্তবে ১০০ ডলার দিয়ে ব্যবসা করে কি পরিমান লাভ হয় জানি না, অভিজ্ঞ ব্যক্তিরা বলতে পারবেন। ব্যবসা করতে পারলে ১০ ডলার দিয়েও টিকে থাকা যায় আবার ব্যবসা না করতে পারলে ১০০০ ডলার দিয়েও টিকে থাকা সম্ভব হয় না।
-
ফরেক্স মার্কেট এ যারা নতুন ত্রেদার তাদের জন্য টিপস হলো যে বেশি বেশি করে ডেমো একাউন্ট এ ট্রেড করেন তবে ডেমো একাউন্ট কে ডেমো না ভেবে নিজের ডিপোজিট দেওয়া টাকা ভেবে ট্রেড করতে চেষ্টা করুন কেননা অনেক ত্রেদার এ আসেন যারা কিনা ডেমো একাউন্ট এ অফুরন্ত ডলার পেয়ে অলস ভাবে ট্রেড করে কোনো রকম এনালাইসিস।
-
আমি নিজেও বর্তমানে একজন নতুন ডেমো ট্রেডার। লোভ অবশ্যই ক্ষতিকর। ফরেক্স বিজনেসে লোভ কোনভাবেই সফলতা বয়ে আনে না। অন্যাদিকে ডেমো অনুশীলন না করে রিয়েল ট্রেড করলে ধ্বংস অনিবার্য। তাই অবশ্যই প্রথমে ডেমোতে অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করে রিয়েল ট্রেড করা উচিত।
-
আপনার মূল্যবান টিপসের জন্য আপনাকে ধন্যবান। আমি মনে করে একজন নতুন ট্রেডারের অবশ্যই উপরোক্ত কথাগুলো মেনে চলা উচিত। আমি নিজেও বর্তমানে একজন নতুন ডেমো ট্রেডার। লোভ অবশ্যই ক্ষতিকর। ফরেক্স বিজনেসে লোভ কোনভাবেই সফলতা বয়ে আনে না। অন্যাদিকে ডেমো অনুশীলন না করে রিয়েল ট্রেড করলে ধ্বংস অনিবার্য। তাই অবশ্যই প্রথমে ডেমোতে অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করে রিয়েল ট্রেড করা উচিত।
-
যারা ফরেক্স ব্যবসায়ে একদম নতুন তাদেরকে আমি বলবো বেশি করে ডেমোট্রেড করুন আর ছোট ছোট লটে ট্রেড করুন এবং ধর্ষ্য হারাবেন না। ধন্যবাদ।
-
আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর কিছু টিপস দেওয়ার জন্য । তবে আমি আর বলতে চায় বড় বড় লড এ ট্রেড না নিয়ে ছোট ছো্ট লড এ ট্রেড নিতে হবে । তাহলে নতুন রা লস বা একাউন্ট জির হওয়ার সম্ভব ন্ নেই । আর ফরেক্স মার্কেটে একটু বেশী সময দিতে হবে ।
-
আমি মনে করি আপনি যদি ফরেক্স এ সফল হতে চান তাহলে আপনাকে এই সব নিয়ম মেনে চলতে হবে ।
www.bdpips.com/school এই লিংক থেকে আপনি পড়ে ফরেক্স সম্পৃকে অনেক জ্ঞান অর্জন করতে পারেন।