আমি সাপ্তাহিক টার্গেট নিয়ে ট্রেড করি না আমার মাসি ভিত্তিক টার্গেট থাকে ১৫০০ পিপসের কাছাকাছি কারন আমি ছোট ছোট লটে ট্রেড করি কিন্তু আমার রিস্ক রেশিও থাকে ১ঃ৩ যাতে করে আমি মনে করি এটা খুব কষ্টকর নয় অর্জন করা। তবে সবসময় যে টার্গেট পুরন হবে এমনটা আমি কখনোই ভাবি না। মাসশেষে যদি দেখি আমি এভারেজে প্রফিটে আছি তাতেও আমি সন্তুষ্টই থাকি।