-
আসলে ফরেক্স ট্রেডিং করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই তবে কিছু কিছু সময়ের উপর নির্ভর করে আপনি এই মার্কেটে ট্রেড করতে পারেন। আর উক্ত ট্রেডিং গুলো আপনি বাংলাদেশ সময় অনুযায়ী করতে পারেন দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত একটা সময়। আবার সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত নিউজগুলো ফলো আপ করে আপনি ফরেক্স মার্কেট হতে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে পারবেন। তবে এজন্য আপনাকে বেশি বেশি মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনি যত বেশি ফরেক্স সম্পর্কে দক্ষ হয়ে উঠতে পারবেন তত বেশি এই মার্কেট হতে আয় করতে সক্ষম হবেন। কেননা আমার জানা মতে অভিজ্ঞতা ছাড়া এই মার্কেটে অন্য কিছুর মূল্যায়ন হয় না।
-
ভাই ফরেক্স মার্কেট শুরু হয় ভোর ৪ টা থেকে অর্থাৎ* এটাকে আপনি সপ্তাহে ৫ টা দিন চব্বিশ ঘন্টাই খোলা পাবেন। এখন ঘটনা হলো আপনি কোন কারেন্সিতে ট্রেড করেন বা করছেন সে অনুযায়ী আপনাকে সেগুলোর টাইমফ্রেম মিলিয়ে নিতে হবে। তবে বাংলাদেশের ট্রেডাররা সাধারণত যেসব কারেন্সিতে ট্রেড করেন সেটার ধারাবাহিকতা বজায় রেখে তারা মূলত দুপুরের পর এবং সন্ধ্যার পর ট্রেড করে থাকেন, কারন এ সময়গুলোতে মার্কেটের মুভমেন্ট একটু বেশি লক্ষ করা যায়।
-
1 Attachment(s)
[attach=config]9185[/attach]
ট্রেডার ভাইদের*অবগতির জন্য জানানো যাচ্ছে যে,*গ্রীষ্মকালীন সময়ে*(মার্চ-*নভেম্বর) ট্রেডিং**টার্মিনাল ে সময় utc+2 সেট করা থাকে আর**শীতকালীন*(নভেম্ র এর প্রথম রবিবার থেকে মার্চ)*ইউরোপে এবং মার্কিন*যুক্তরাষ্ ্রে*ডে-লাইট সেভিংয়ের জন্য**এক ঘণ্টা* এগিয়ে* utc+ + 3 করা হয়। তাই*আগামী ৩ই নভেম্বর ২০১৯ থেকে ট্রেডিং টার্মিনালে সময়*পরিবর্তিত হবে। এক্ষেত্রে*কিছু ইন্সট্রুমেন্টের ট্রেডিংয়ের সময়* হতে পারে। মনে*রাখবেন*টার্মিন াল সময়ের সাথে ৪ ঘন্টা যুক্ত করলে বাংলাদেশের সময় পাওয়া যায়। যেমন টার্মিনাল সময় যদি ২টা হয় তাহলে বাংলাদেশ সময় ৬টা।**ধন্যবাদ
-
ফরেক্স করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। যে কোন সময় আপনি ইচ্ছা মত ট্রেড করতে পারবেন। তবে যখন মার্কেট মুভমেন্ট বেশি থাকে এবং আপনি ট্রেন্ড বুঝে ট্রেড করাটা উত্তম সময়। আমার মতে বাংলাদেশ সময় দুপর ২টার পর থেকে রাত্র ৮টার মধ্যে ট্রেড করাটা ভাল। কারন এই সময় মার্কেট মুভমেন্ট বেশি হয়।
-
বাংলাদেশ সময়ে ফরেক্স মার্কেট খোলা থাকে সপ্তাহের সোমবার ভোর ৩ টা হতে শুক্রবার ভোর ৩টা পর্যন্ত৷একটানা ৫ দিন ৫ রাত৷শনি-রবি দুই দিন এই আন্তর্জাতিক মূদ্রা বাজার বন্ধ থাকে৷ ফরেক্স মার্কেটে ২৩ ঘন্টাকে মোট ৪ টি সেশনে ভাগ করা যায়। এই সেশনগুলো চলাকালীন সেশনাল কারেন্সি পেয়ারগুলোতে ভলাটিলিটি বা মুভমেন্ট বেশি থাকে। ঐ সময়ে মার্কেটে ট্রেড করার ভালো সময়। যেমন সিডনি সেশনে aud যুক্ত পেয়ারগুলোর মুভমেন্ট ভালো পাওয়া যায়। একইভাবে টোকিও, লন্ডন এবং নিউইয়র্ক সেশনে yen, gbp, usd কারেন্সি যুক্ত পেয়ারে ট্রেড করে ভালো প্রফিট করা যায়। ভভালো ট্রেডিং এর জন্য সেশন ধরে ট্রেড করা দরকার।
-
অন্যান্য সকল দেশের মতো বাংলাদেশেও ফরেক্স মার্কেট সপ্তাহে দুই দিন বন্ধ থাকে এবং বাকী পাঁচদিন 24 ঘন্টা খোলা থাকে।অর্থাৎ শুক্রবার ভোর তিনটার দিকে মার্কেট ক্লোজ হয় এবং পরবর্তী সপ্তাহের রোববার ভোর তিনটার দিকে মার্কেট ওপেন হয়। এবং সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাঁচ দিন মার্কেট খোলা থাকে। আর বাংলাদেশ থেকে ফরেক্স ট্রেডিং করার উপযুক্ত সময় বলতে আমার কাছে সন্ধ্যা ছয়টা থেকে রাত 11 টা পর্যন্ত সময়কে উপযুক্ত বলে মনে হয়। কেননা এই সময়ের মধ্যে মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে থাকে, তাই আমরা যদি সঠিকভাবে মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারি তাহলে এই সময়ের মধ্যে ট্রেডিং করে খুব ভাল প্রফিট করতে পারব।
-
ডেমো অ্যাকাউন্টে অনুশীলনের জন্য নির্দিষ্ট সময় নেই কারণ ডেমো অ্যাকাউন্টে আমরা ফরেক্স সম্পর্কে বই / সাইটগুলি থেকে যা শিখি তা অনুশীলন করতে পারি এবং সরাসরি বাজারের অভিজ্ঞতা পেতে পারি। সুতরাং যখন আমরা অনুভব করি যে আমরা বাজারের কাজ জানি এবং আমাদের ব্যবসায়ের সাথে আত্মবিশ্বাসী তখন আমরা ডেমো ছেড়ে দিতে পারি এবং আসল লাভের জন্য আসল অ্যাকাউন্ট খুলতে পারি।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তাই আমার এ বিষয়ে ধারণা খুব কম । তবে আমি এতদিনে যেটা বুঝতে পারলাম যে,,, ফরেক্স মার্কেট বাংলাদেশ সময়ের সোমবার ভোর ৩ টা থেকে শুক্রবার ভোর ৩ টা পর্যন্ত ,,, মানে সপ্তাহে ৫ দিন ও ৫ রাত । আর এই ৫ দিন ও ৫ রাতের মধ্যে সবথেকে উত্তম সময় হলো সকাল বেলা আর সন্ধ্যা বেলা । এই সময়ে মার্কেটের অবস্থা খুব ভালো থাকে । এ সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করলে প্রফিট অর্জন করা যায় ।
এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,, ধন্যবাদ ।
-
ফরেক্সে যারা নতুন তারা অনেকে জানেনা ফরেক্স মার্কেট কখন শুরু হয় আর কখন শেষ হয় এবং ফরেক্স মার্কেট কোন দিন বন্ধ থাকে। আজকে ফরেক্স সময় নিয়ে আলোচনা করব। ফরেক্স মার্কেট মুলত সপ্তাহে ৫ দিন খোলা থাকে এবং এই ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। ফরেক্স মার্কেট সোমবার রাত ১২ টা থেকে (GMT+৩ ইন্সটাফরেক্স প্ল্যাটফর্ম অনুযায়ী) অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৫:00 থেকে মার্কেট শুরু হয় এবং শুক্রবার ২৩:৫৯ (GMT+৩) অর্থাৎ বাংলাদেশ সময় ৮:৫৯am থেকে মার্কেট বন্ধ হয়। শনিবার ও রবিবার মার্কেট বন্ধ থাকে।
তবে কিছু কিছু ফিউচার স্টক, এই সময়ও খোলা থাকে।অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। অর্থাৎ ধরতে গেলে ফরেক্স মার্কেট ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। আপনি চাইলে সপ্তাহের ৭ দিন ট্রেড করতে পারবেন। হ্যাঁ আরেকটি বিষয় এই টাইমটি ইন্সটাফরেক্সের ব্রোকার। আপনারা যদি অন্যান্য ব্রোকারের প্ল্যাটফর্মে ট্রেড করেন সেক্ষেত্রে এই সময়ের পরিবর্তন হতে পারে।
-
ফরেক্স করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। যে কোন সময় আপনি ইচ্ছা মত ট্রেড করতে পারবেন। তবে যখন মার্কেট মুভমেন্ট বেশি থাকে এবং আপনি ট্রেন্ড বুঝে ট্রেড করাটা উত্তম সময়। আমার মতে বাংলাদেশ সময় দুপর ২টার পর থেকে রাত্র ৮টার মধ্যে ট্রেড করাটা ভাল। কারন এই সময় মার্কেট মুভমেন্ট বেশি হয়।