আপনার ট্রেডের বিশাল সফলতা মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। এক কথায় বলা যায় আপনার ফরেক্স ট্রেডের মুল ব্যাল্যান্সকে ঠিক কিভাবে কোন প্রক্রিয়ায় এবং কতটুকু হাতে রেখে ট্রেডের জন্য নিরাপদ ভাবে ব্যাবহার করতে পারবেন, ট্রেড নেভেটিভ হলে স্বইচ্ছায় কত লস করবেন এবং প্রফিট করলে কত প্রফিট করবেন তা ই হল মানি ম্যানেজমেন্ট বা মানি ব্যাবহার করণ পদ্ধতি। একজন ট্রেডারের সফল এবং ঝুঁকিহীন ট্রেডের জন্য মানি ম্যানেজমেন্ট অসম্ভব গুরুত্তপূর্ণ একটি বিষয়। আমাদের অনেকের ফরেক্স নিয়ে একটি স্বপ্ন থাকে যে আমি সারাজীবনে ফরেক্স থেকে ১ লক্ষ ডলার ইনকাম করব। যা আপনার পক্ষে এই জনমেও সম্ভব নয় আবার এটাও সত্যি যে কেউ কেউ এই জনমেই মিলিয়ন ডলার ফরেক্স থেকে নিয়ে নিচ্ছেন বেশ কয়েকবার; কিভাবে? এক লক্ষ ডলার কি একটু বেশি বলে ফেললাম ! না বস , আপনি জানেনতো এটা ফরেক্স ট্রেডারদের জন্য অচিন্তনীয় কিছু নয়। আর আপনার ১ লক্ষ ডলার ইনকাম এর ব্যাবস্থাপনা আপনি মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে করে নিতে পারেন অর্থাৎ মানি ম্যানেজমেন্ট জানলে আপনি ঠিক করে নিতে পারবেন আপনার ড্রিম মানি এচিভ এর জন্য আপনার মূলধন কত হতে হবে এবং আপনি তা কিভাবে ব্যাবহার করে কতদিনে আপনার স্বপ্ন সফল করতে পারবেন।
আপনার যদি ১০০ ডলার মূলধন থাকে তাহলে আপনি প্রতি মাসে আপনার মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই 5 থেকে 10% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত।