হ্যাঁ ফরেক্স মার্কেটে টিকে থেকে ধারাবাহিকভাবে প্রফিট করার জন্য সবার প্রথম দরকার সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করে কোন অবস্থায় অভারট্রেডিং না করা। আমরা যদি সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করি তাহলে কখনই ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের ব্যালেন্স জিরো করার মূলে রয়েছে মানি ম্যানেজমেন্ট ফলো না করা এবং ওভার ট্রেডিং করা। প্রতি মাসে আপনার মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই 5 থেকে 10% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত।