-
যতগুলো ইন্ডিকেটর আছে তার ভেতর একমাত্র প্রায় সঠিক সিগনাল দেয় আর.এস.আই। এর অভারবট আর অভার সেল সিগনাল চমতকার কাজে দেয়। এটি দ্বারা ট্রেন্ড নির্দেশ করতে সুবিধা হয়। আর এই জন্যই আর এস আই আমার এত প্রিয় একটা ইন্ডিকেটর। এর ৫০ লাইন অনেকটা সাপোট রেসিসটেন্স এর মত কাজ করে। এর সাথে ফিবোনাচ্চি রিট্রেচমেন্ট কাজে লাগিয়ে সুন্দর ট্রেড করা যায়।
-
একজন ট্রেডার যদি তার ট্রেডিং হতে লাভ অর্জন করতে চায় তাকে অবশ্যই আর এস আই সহ সকল ধরণের নির্দেশনা সম্পর্কে জ্ঞাত হতে হবে এবং সে অনুযায়ী ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে আর,এস আই হল একটি ইন্ডিকেটর।এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে ৫০% লাভ করা যাই তাছারা ০ থেকে ১০০ পর্যন্ত স্কেল আছে।
-
রিলেটিভ স্ট্রেথ ইন্ডেক্স সংক্ষেপে আর, এস, আই হচ্ছে ফরেক্স ইন্ডিকেটর। এটি শূণ্য থেকে একশত পর্যন্ত থাকে।এটি সাধারণনত টেকনিক্যাল এনালাইসিসের ক্ষেত্রে ট্রেডাররা ব্যবহার করে থাকেন।মার্কেটের গতিবিধি বুঝার জন্য এটি শক্তিশালী ইন্ডিকেটর। ওভার বায় এবং সেল এটির মাধ্যমে বুঝা যায়।
-
ফরেক্স মার্কেট প্লেসে আমি এ ১ বছর যাবত কাজ করছি আর আমার এই ১ বছরে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে মার্কেট সম্পর্কে তার আলোকে আমি বলতে পারি যে Rsi হল এক ধরনের ইন্ডিকেটর যা ফরেক্স মার্কেটের oversold অবস্থাকে নির্দেশ করে থাকে। আর এই ইন্ডিকেটরটির ০ থেকে ১০০ প্রর্যন্ত স্কেল বা নির্দেশক রয়েছে।
-
ফরেক্স এ অনেক ধরনের ইন্টিগেটরে রয়েছে। এর প্রতিটি ইন্টিগেটরে আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। যেমন ইন্টিগেটর গুলো মার্কেটের গতি প্রকৃতি ট্রেড ব্রেক ইত্যাদি নির্দেশ করে। তেমনি আর এস আই হণ একটিভিন্ন ইন্টিগেটর এর কাজ হল মার্কেটে ওভার বট ওভার কোর্ড নির্দেশ করে
-
রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স মুলত একটা ট্রেন্ড এর শক্তি প্রকাশ করে। অর্থাৎ এই পেয়ারটির গতিপথ কোন দিকে তা নির্দেশ করে এই ইনডিকেটর। আমি এই ইনডিকেটর এ ওভার ব্রট লেভেল বা ওভার সোল্ড লেভেল খুজে পাইনি। আমি দেখেছি এই ইনডিকেটর এর মুভিং এভারেজ যখন নেগেটিভ অংশে আছে তখন মার্কেট আরও ডাউন হয়েছে।
-
ফরেক্স ট্রেডারদের জন্য এটি খুবই গুরুত্তপুরন । এটার মাধ্যমে মার্কেটের গতি বুঝতে পারি । মুল কথা হল আর এস আই মানে Relative Strength Index ।
-
ফরেক্স মার্কেট প্লেসে আমি এ ১ বছর যাবত কাজ করছি আর আমার এই ১ বছরে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে মার্কেট সম্পর্কে তার আলোকে আমি বলতে পারি যে Rsi হল এক ধরনের ইন্ডিকেটর যা ফরেক্স মার্কেটের oversold অবস্থাকে নির্দেশ করে থাকে। আর এই ইন্ডিকেটরটির ০ থেকে ১০০ প্রর্যন্ত স্কেল বা নির্দেশক রয়েছে।
-
RSI ইন্ডিকেটরটি আপনি stochastic এর মত করেই ব্যবহার করতে পারেন। আমরা টপ এবং বটম পয়েন্টগুলোকে ব্যবহার করে জানতে পারি মার্কেট কি overbought না oversold । Relative Strength Index, অথবা RSI, ইন্ডিকেটরটি stochastic এর মতই একটি ইন্ডিকেটর যা মার্কেটের overbought বা oversold অবস্থা নির্দেশ করে। RSI এ ০ থেকে ১০০ পর্যন্ত স্কেল রয়েছে। ৩০ এর নিচে রিডিং oversold নির্দেশ করে, এবং ৭০ এর ওপর রিডিং overbought নির্দেশ করে।
-
ফরেক্স মার্কেট এ আমরা অনেক টুলস ব্যাবহার করে,বা অনেক ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করে থাকি তেমিনি আর এস আই ( রিলেটিভ স্টেন্থ ইনডেক্স) একটি ইন্ডিকেটর যা ব্যাবহার করে আমরা ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে থাকি,আর এস আই ২০ এর নিচে তখন বাই,আর আর এস আই ৮০ এর উপরে তখন সেল।