প্রফিট উইথড্র করার জন্য সবার আগের ক্লাইন্ট ক্যাবিনেট থেকে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে লগইন করুন। তারপর আপনি যে ডেশবোর্ড আছে সেখানে আপনার Available For Withdraw কত আছে তা দেখে দিন। অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এই মুহূর্তে কত ডলার উইথড্র করতে পারবেন সেটা দেখে নিবেন। এর বেশি উইথড্র দিতে পারবেন না। তারপর উইথড্র অপশন এ গিয়ে স্ক্রিল সিলেক্ট করে কত ডলার উইথড্র করবেন সেই আমউন্ট দিয়ে নেক্সট করুন। আরেকটি বিষয় ফোরাম বোনাস উইথড্র করার জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি অবশ্যই দ্বিতীয় লেভেল পর্যন্ত ভেরিফিকেশন সম্পন্ন হতে হবে। এছাড়া আপনার স্ক্রিল অ্যাকাউন্টটিও আপনার নামে হতে হবে। তাহলে আপনি উইথড্র করতে পারবেন। আপনি যদি রুল মেনে উইথড্র দিয়ে থাকেন তাহলে আপনি উইথড্রটি ১ থেকে ২ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে।