-
য়াম্রা যেকোনো ট্রেড ওপেন করলেই দেখতে পারব সেটা লস থেকে শুরু হয়। আসলে কয়েক পিপস কেটে নেয়া হয় বলে এই লস টা থাকে। এই কয়েক পিপস কেটে নেয়াটাই হলো স্প্রেড। স্প্রেড হলো কমিশন। এই কমিশন টা ট্রেড ওপেন করার সময় ব্রোকার কেটে নেয়। ফরেক্স ব্রোকারের এটাই হলো লাভ। এই কমিশন কেই স্প্রেড বলে। স্প্রেড বিভিন্ন রকম হয় ব্রোকার ভেদে।
-
স্প্রেড হল আপনি যখনই ট্রেড ওপেন করবান তখনি দেখবেন কয়েক পিপস লসে ওপেন হয় এটাই হল স্প্রেড। যখন ট্রেড করবেন তখনই দেখবেন ওখানে স্প্রেড দেয়া আছে। আসলে আপনি যে কারেন্সি তে আপনি ট্রেড করেন তার মার্কেট ভালু র উপর নির্ভর করে এই স্প্রেড কাতা হয়। তবে যে ব্রোকার অল্প স্প্রেড এ ট্রেড ওপেন করতে দেয় সেটা ই ইউস করুন।
-
ফরেক্সের কাজে অনেক সময় লাভ হয় আবার লসও হয়। ফরেক্সের এই লাভ লস কেই স্প্রেড করে। স্প্রেড বিভিন্ন ধরেনের হয়ে থাকে। স্প্রেড ফরেক্সের কশমশনের উপর নির্ভর করে।
-
`এককথায় বলতে গেলে স্প্রেড কে বলতে পারি ইটা হলো ব্রোকার এর লাভ, আসলে আপনাকে ব্রোকার এত সুবিধা দিছেন, ব্রোকার তা তো আর ফ্রি দিবেন না, তাই ব্রোকার রা প্রতিটা পেয়ার এ ট্রেড এর উপরে আলাদা আলাদা স্প্রেড ধরেন, যেই পেয়ার গুলো নিয়ে বেশি ট্রেড করা হয়, তাতে স্প্রেড এর পরিয়ান কম থাকে, যেমন গোল্ড এ স্প্রেড অনেক বেশি, স্প্রেড হলো বাই এবং সেল এর দামের পার্থক্য.
-
আমরা নিউ অর্ডার প্লেস করলে ব্রোকার আমাদের থেকে একটা কমিশন কেটে নেয় সেটা ফরেক্স মার্কেটে স্প্রেড নামে পরিচিত। এটা একেক পেয়ারের জন্য কমিশন পিপস্ কমবেশি হয়
-
বিড এবং আস্ক মূল্যের মধ্যে যে পার্থক্য থাকে তাকে স্প্রেড বলে. যে পরিমান পিপ পার্থক্য থাকে সেটাই স্প্রেড।
একটি ট্রেড ওপেন করলেই দেখা যায় যে ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই স্প্রেডটুকু কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
সহজ ভাবে বলতে গেলে, Bid Price ও Ask Price এর মধ্যে পার্থক্যই হচ্ছে স্প্রেড। যদি আপনি ১.৩৩৪৪৯ এ EURUSD পেয়ারে বাই ট্রেড করেন, তা কিন্তু ১.৩৩৪৫৭ এ ওপেন হবে অর্থাৎ ০.৮ পরিমাণ স্প্রেড কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়া হবে।
-
স্প্রেড হল এক প্রকার কমিশন/ট্যাক্স অন্যদিকে এটিকে আবার ব্রোকার কমিশনও বলা হয়ে থাকে। ফরেক্স মার্কেটে বিভিন্ন প্রকার ব্রোকার হউজ রয়েছে যারা ট্রেডারদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে ট্রেড করার জন্য সুযোগ করে দেয় বিনিময়ে তারা প্রতিটি ট্রেডের জন্য কিছু কমিশন কেটে নেয়।আমরা যখন কোনো ট্রেড ওপেন করি তখন শুরুতেই কিছু মাইনাস আকারে লস দেখতে পাই আর এটিই হল মূলত স্প্রেড বা ব্রোকার কমিশন।
-
স্প্রেড হলো আপনি যেই ব্রোকার হাউজের কাছে আপনার অ্যাকাউন্টটি খুলেছেন সেখান থেকে আপনার প্রতিটি ট্রেডে পেয়ারএর পার্থক্যের উপর ভিত্তি করে কিছু পিপস কেটে নিবে এটাকেই স্প্রেড বলে। আসলে কারেন্সি পেয়ারের উপর স্প্রেড ডিপেন্ড করে তবে ভালো ট্রেড করতে পালে এটা কোন বিষয়ই না।
-
আস্ক লাইন আর বিড লাইনের পার্থক্যইই হল কোন পেয়ারের স্প্রেড যেই একাউন্টে ট্রেড করছেন তার ব্রোকারের। এই স্প্রেডইই হল ব্রোকারের আয়। আপনি লাভ লস যাইই করুন না কেন স্প্রেড আপনাকে দিতেই হবে। অনেক ব্রোকার শতকরা হারে কমিশন নেয়। তাদের ক্ষেত্রে এই কমিশনই হল ইনকাম। ব্রোকার ভেদে এই স্প্রেডের কম বেশি হয়। ট্রেডিং এর ক্ষেত্রে স্প্রেড আর সার্ভারের মধ্যে সার্ভার নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ।
-
ব্রোকার আমাাদেরকে তো একদম বিনামূল্য সেবা দিচ্ছেনা । তাদেরও একটা ব্যবসায়িক উদ্দেশ্য আছে । তাদের আয়ের প্রধান উৎস হল কমিশন বা চার্জ ফি । খেয়াল করলে দেখতে পাবেন যে যখন একটা ট্রেড ওপেন করবেন তখন কিছুটা লসের মাধ্যমে ট্রেডটি ওপেন হয়েছে । আর এটাই হল তাদের কমিশন কিংবা প্রাপ্যও বলা যায় । একেক ব্রোকার একেক ধরনের স্প্রেড কেটে নেয় । কেউ বেশি কেউ বা কম । এভাবে যতবার যতটা ট্রেড ওপেন করবেন ঠিক ততবারই নিদ্দিষ্ট পরিমাণ স্প্রেড কেটে নেওয়া হবে ব্রোকার কতৃক ।