-
ফরেক্স মার্কেটে একাউন্ট করার আগে ব্রোকার নির্বাচন করি। সেই নির্বাচনের সময় আমরা ওয়েবসাইট দেখি কোনটা স্ট্রেন্ডার্ড একাউন্ট আর কোনটা মাক্রো একাউন্ট। একাউন্ট খোলার সময় মাইক্রো একাউন্টে নির্বাচন করে দিরে হয়ে যাবে। অনলাইনে দেখা নাযায় তাহলে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন।
-
আমি যতটুকু জানি প্রত্যেক ব্রোকার মাইক্রো লট না মিনি লট সব ব্রোকার এর সাইটে লেখা আছে আর একাউন্ট করার সময় সেঠা উল্ল্যেখ করে দিতে হয় হয় তাই এই মাইক্রো না মিনি কোন সমস্যা হয় না ।
-
ফরেক্স মার্কেটের মিনি লট ফরেক্স ব্রোকার,মাইক্রো লট ব্রোকার আর স্টেন্ডার্ড লট ব্রোকার বুঝা যায় একাউন্টের প্রকার ভেদ দেখে আমরা ব্রোকার বুঝতে পারি,আর ভাল হবে ফরেক্স ব্রোকারে লাইভ চ্যাট করলে,তাই আমরা ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করতে পারি,ভাল ট্রেডিং করতে পারি ভাল প্রফিট হয়।
-
আপনার ব্রোকার মিনি,মাইক্রো, নাকি ষ্ট্যাণ্ডার্ড লট তা বুঝতে হলে ব্রোকার লাইভ সাপোর্ট এ প্রশ্ন করুন অথবা তাদের সাথে ১ লট এর একটি ট্রেড ওপেন করুন। যদি দেখেন প্রতি পিপস পরিবরতনে ১০ ডলার লাভ/লস হচ্ছে তাহলে ষ্ট্যাণ্ডার্ড, যদি ১ ডলার লাভ/লস হয় মিনি, যদি ১০ সেন্ট করে লাভ/লস হয় তাহলে মাইক্রো।
-
ফরেক্স মার্কেটে অনেক রকম ব্রোকার রয়েছে তার মধ্যে আমাদের কে সে ব্রোকার গুলো থেকে বাচাই করতে হবে কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ব্রোকার নির্বাচন করতে হয় তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে বুঝতে হবে ব্রোকারটি মাক্রো না মিনি ব্রোকার। সেটা আমাদের কে অনলাইনে চার্স দিয়ে দেখতে হবে।
-
ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে বুঝে ফরেক্সে এসে ফরেক্সে কাহজ করতে হয় । ফরেক্সে কাজ করে টাকা তুলতে হলে একটা ব্রোকারের দরকার হয় । ব্রোকার ছাড়া ফরেক্সে কাজ করে টাকা তোলা যায় না । ব্রোকারে সাহায্যে কাজ করে টাকা তুলতে হয় । এজন্য ফরেক্সের টাকা ভাল করে হাতে পেতে ভাল ব্রোকার নির্বাচন করতে হয় । যাতে টাকা নিয়ে কোন ঝামেলা না হয় । ব্রোকার ভাল হলে টাকা পেতে কোন অসুবিধা হয় না ।
-
আমার জানামতে প্রত্যেক ব্রোকার মাইক্রো লট না মিনি লট সব ব্রোকার এর সাইটে লেখা আছে আর একাউন্ট করার সময় সেঠা উল্ল্যেখ করে দিতে হয় হয় তাই এই মাইক্রো না মিনি কোন সমস্যা হয় না ।
-
আমরা এটা বুঝতে আমরা কি ধরনের ট্রেড করতে চাই তা থেকে । আমরা যজদ স্ক্যাল্পিং পছন্দ করে থাকি তাহলে আমাদের দরকার m1, m5 অথবা m15 এ ট্রেড করা । আমরা যদি সাধারন কিংবা একটু লং টার্ম ট্রেড করি , তবে আপনার m30, h1 অথবা h4 এ ট্রেড করা আমদের উচিত । আমরা যদি সুইং বা পজিশন ট্রেড করতে চাই তাহলে আমদের সপ্তাহ বা মাসের টাইমফ্রেমগুলোকে অ্যানালাইসিস করে ট্রেড করা ঠিক ।
-
এখন তো ব্রোকার ভেদে একই ব্রোকারে মিনি মাইক্রো ষ্ট্যানডার্ড তিন রকমেরই সুযোগ থাকে। প্রতি পিপসে যদি 0.10 ডলার করে পরিবর্তন হয় তাহলে মাইক্রো লট। প্রতি পিপসে যদি 1.00 ডলার করে পরিবর্তন হয় তাহলে মিনি লট। আর প্রতি পিপসে যদি 10.00 ডলার করে পরিবর্তন হয় তাহলে ষ্ট্যানডার্ড লট। এক ব্রোকারেই সব রকম আকাউন্ট করার সুযোগ আছে।
-
অনেক ব্রোকারের একাউন্ট টাইপে উল্লেখ করা থাকে মাইক্রো,মিনি বা স্ট্যানডার্ড একাউন্টে ট্রেড করবেন কী না ? এই ৩ ধরনের একাউন্টেই আপনি ট্রেড করতে পারবেন৷আবার কিছু ব্রোকারে এক টাইপের একাউন্টই থাকে-মাইক্রো বা মিনি বা স্ট্যানডার্ড৷1.00 সাইজের লটে ট্রেড ওপেন করলে যদি প্রতি পিপে 10$ ইকুইটি উঠানাম করে তাহলে সেটি হবে স্ট্যানডার্ড একাউন্ট,যদি প্রতি পিপে 1$ ইকুইটি উঠানাম করে তাহলে সেটি হবে মিনি আর যদি প্রতি পিপে 0.10$ ইকুইটি উঠানাম করে তাহলে সেটি হবে মাইক্রো একাউন্ট৷