ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য কারন আমি আগে বিষয়টা জানতাম না যদি কখনো টার্মিনাল না থাকে তবে এটা আমার কাজে লাগবে। ক্লায়েন্ট ক্যাবিনেট নতুন এই ফীচারের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিচ্ছে।এটি আসলেই একটি ভালো জিনিস যারা ফরেক্সকে পেশা হিসেবে বেছে নিয়েছে......।
Printable View
ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য কারন আমি আগে বিষয়টা জানতাম না যদি কখনো টার্মিনাল না থাকে তবে এটা আমার কাজে লাগবে। ক্লায়েন্ট ক্যাবিনেট নতুন এই ফীচারের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিচ্ছে।এটি আসলেই একটি ভালো জিনিস যারা ফরেক্সকে পেশা হিসেবে বেছে নিয়েছে......।
অনেক আগের পোস্ট। এতোদিন পর বিষয়টা জানলাম। ধন্যবাদ আপনাকে। আপনারা এন্ড্রয়েডের প্লাটফর্ম টা উইন্ডোজ এর ট্রেডার প্লাটফর্ম এর মত করতে পারেন। এতে আমরা অনেক সুবিধা পেতাম। আর আপনাদের ডাইরেক্ট এপ্লিকেশনগুলো কানেক্ট হতে অনেক স্ট্রং ইন্টারনেট কানেকশন লাগে। আমাদের দেশের ইন্টারনেট সেবাটাই একটু ধীর গতির। এপ্লিকেশনগুলো পাতলা হলে ভাল হত।
ইন্সটাফরেক্সের এ উদ্যোগটি খুব ভাল কাজে আসবে।বিশেষ করে আমাদের মত ট্রেডার যারা আছে তাদের জন্য আশা সরুপ।আমরা এর মাধ্যমে কিছু হলেও উপকৃত হবো।একটি ভাল মানের ট্রেডিং প্রক্রিয়ার জন্য ক্লায়েন্ট ক্যাবিনেট এর অবশ্যিক গুরুত্ব রয়েছে।আমরা যদি এ সকল বিষয়ে সাহায্য পাই,তাহলে আমাদের ট্রেডিং প্রক্রিয়াও অনেক সহজ হবে।
বাই এই ব্যপারতটা জানানোর জন্য প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি ইন্সাটা ফরেক্সে একটি একাউন্ট খোলেছি এবং এটাতে ফরেক্স ট্রেড করে যাচ্ছি। ইন্সটা ফরেক্সের মত এমনব্রোকার এমন একটি শুবিধা দেয়েছে বলে আমি ইন্সটা ফরেক্স ব্রোকারকেউ অনেক ধন্যবাদ জানাই।
ইনস্টা ফরেক্স আমাদের জন্য অনেক নতুন নতুন বিভিন্ন সুবিধা নিয়ে আসছে । এখন ইনস্টাফরেক্স এর নতুন ট্রেডিং এর সফটওয়্যার রয়েছে যেটাকে বলে ইনসটাফরেক্স মোবাইল ট্রেডার । এই সফটওয়্রার এ ট্রেডিং িএর এমন কিছু সুবিধা রয়েছে যা অন্য কোন সফটওয়্যার এ নেই । তাই ইনস্টাফরেক্স কে অনেক অনেক ধন্যবাদ এ রকম সফটওয়্যার তৈরি করার জন্য আমার কে দেয়ার জন্য ।
ইন্সটা ফরেক্স সবসময় ক্লায়েনদের সুবিদার জন্য কাজ করে। আর এই সুবিদা দিয়ে আমাদের ট্রেড করার অনেক কাজ করবে। ফরেক্স মার্কেটে দিন দিন আমাদের কে ট্রেডিং সুবিদা দিয়ে উপকৃত করছে তার জন্য ইন্সটা ফরেক্স কে অনেক ধন্যবাদ।
আমি যতটুকু জানি ইন্সটাফরেক্স তার গ্রাহকদের ক্লায়েন্ট ক্যাবিনেট নতুন এই ফীচারের মাধ্যমে এই সুবিধা দিচ্ছে। ভাই আপনাকে ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য কারন আমি আগে বিষয়টা জানতাম না যদি কখনো টার্মিনাল না থাকে তবে এটআমার কাজে লাগবে।
ইন্সতাফরেক্স এর এই সুবিধাটা খুব ভাল ।
আপননি অনেক ভালো একটা বিষষয়ে আলোচনা করছেন।ইন্সটাফরেক্সে ট্রেড করতে করতে দিনদদুনই অভিভূত হয়ে যাচ্ছি।বর্তমানে ক্লাইন্টদের কেবিনেট থেকে ট্রেড ওপেন করা যাচ্ছে এবং ট্রেড ক্লোজ করা যাচ্ছে আবার পেন্ডিং অর্ডারও প্লেস করা যাচ্ছে। এসব করা যাওয়ার কারনে যে ট্রেডিং প্লাপফর্ম থাকা বাধ্যতামূলক তা নয়।অর্থাত বর্তমানে ট্রেডিং প্লাটফর্ম ছাড়াও ট্রেড করা যাচ্ছে।
আমি মনেকরি ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য ট্রেডিং প্লাটফরম ব্যাবহারকরা অনেক ভাল যার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটের এনালাইসিস করতে পারি দেদেতে পারি মার্কেটের মুভমেন্ট, তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং করার আগে মুভমেন্ট দেখে ট্রেডিং করতে পারি যাতে আমাদের ভাল প্রফিট হয়,আপনি যে ট্রেডিং এর কথা বললেন তা হল অয়েব ট্রেডিং।