ফরেক্স সিগন্যাল একটি এম সিগন্যাল যা ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা প্রদান করে। মার্কেটে ট্রেডারদের ব্যবসার অনেক সহায়তা করে থাকে। ধন্যবাদ
Printable View
ফরেক্স সিগন্যাল একটি এম সিগন্যাল যা ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা প্রদান করে। মার্কেটে ট্রেডারদের ব্যবসার অনেক সহায়তা করে থাকে। ধন্যবাদ
বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে।
ফরেক্স সিগনাল হলো এই রকম য আপনি কোন এক জ্যোতিষ এর কাছে গেলেন আপনাকে উনি বলে দিল যে এটা করেন সফলতা পাবেন আপনি তার কথায় ঈমান এনে আপনি কাজ করলেন ফরেক্স মার্কেটে এই ধরনের কিছু মানুষ আছে যারা সিগনাল প্রোভাইডার তারা সিগনাল দিবে মাস শেষে কিছু ডলার নিবে এগুলোকে বলে সিগনাল।
ফরেক সিগাল হলো টাকার বিনিময়ে অথবা ফ্রি যদি আপনি অন্য কারো ট্রেড কে ফলো করে থাকেন তাহলে তা হলো সিগনাল. আপনি আমাদের এমটি৪ টার্মিনাল থেকে সিগনাল কিনতে পারেন, সেখানে ফ্রি সিগনাল ও অহরহ রয়েছে, আপনি যেকোনো সিগনাল বেবহার করে দখতে পারেন. তাছাড়া আপনার কাছে ২০ ডলার হলেই আপনি যেকোনো একটা সিগনাল এক মাসের জন্য কিনে নিতে পারেন.
আসলে সিগন্যাল হল কোন সাকসেসফুল ট্রেডারের ট্রেড কপি সিস্টেম। এতে যেমন লাভ করা সহজ হয় ঠিক তেমনি লস করার হারও বেড়ে যায়। একজন সাকসেসফুল ট্রেডার জানেন কখন তাকে থামতে হবে। কিন্তু আমার মত অনেক ছোট ট্রেডার যারা মাত্র ট্রেডিং শিখছি তারা আসলে মার্কেট এর গেম প্লান সম্পর্কে আমাদের কোন ধারণাই নেই। এটার সব থেকে বড় দোষ হল এটা কখনও কাউকে নিজ পায়ে দাড়াতে দেয় না।
অন্য লোকের মতামত অনুযায়ী ট্রেড করাটাই হচ্ছে ফরেক্স সিগন্যাল । কউ আপনাকে বলে দিবে বাই নিতে আপনি বাই নিবেন । আবার কেউ আপনাকে বলে দিবে সেল নিতে আপনি সেল নিবেন । এভাবেই ফরেক্স সিগন্যাল বলে ।
ফরেক্স এ যারা নতুন আসেন তারা বুঝতে পারে না যে কোথায় মার্কেট এন্ট্রি নেবো আর কোথায় টেক প্রফিট দেবো। তো তাদের ত্রেড বুঝার জন্য অনেক ট্রেডার সিগ্নাল দিয়ে থাকেন। এটাই হছে ফরেক্স সিগ্নাল। আবার অনেকে টাকা দিয়ে ফরেক্স সিগ্নাল কিনে থাকেন আবার অনেকে টাকা দিয়ে সিগ্নাল বিক্রি করে থাকেন।
ফরেক্স সিগনাল বলতে আমরা সেই সংকেত কে মনেকরি যে সংকেতের দারা আমরা ফরেক্স ট্রেডিং এ বাই বা সেল করে থাকি।কিছু কিছু সময় সিগনাল সঠিক সংকেত নাও দিতে পারে,তাই ফরেক্স মার্কেট এ এনালাইসিস করে ফরেক্স ট্রেড করলে সিগনালের দরকার হয়না।
ফরেক্সে সিগন্যাল অনেক ধরনের হতে পারে সিগন্যাল মানে হল মূলত নির্দেশক কিংবা সংকেত অর্থ্যাৎ মার্কেট কোন দিকে যেতে পারে এবং কোন অবস্থায় ট্রেড দিলে লাভবান হওয়া যাবে তার একটা সংকেত হল বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা যারা নিউজ ট্রেডিং করি তাদের ক্ষেত্রে নিউজ হল একটা একটা সিগন্যালের মতই এছাড়া অনেক বড় বড় ব্রোকার নিজেদের এনালাইসিস অনুযায়ী ফরেক্সে সিগন্যাল দিয়ে থাকে তবে আমি মনে করি সিগন্যাল এর চেয়ে মেনুয়াল ট্রেডিং অনেক বেশি উপযুক্ত
অনেক ফরেক্স ট্রেডারই সিগন্যাল ব্যবহার করে ট্রেড করেন। আমি ব্যক্তিগতভাবে এই সিগন্যাল ব্যবহার কে অসমর্থন করি। এতে হয়তো একজন ট্রেডারের লাভ হয়। কিন্তু আল্টিমেটলি সে সিগ্ন্যালের প্রতি নির্ভরশীল হয়ে যায়। যেটা অবশ্যই ক্ষতিকর।