-
আমি যখন শেয়ার ব্যবসা করতাম তখন আমার এক বন্ধু আমাকে ফরেক্স মার্কেটের বিষয়ে আমাকে অবগত করে যে তুই যেহেতু শিয়ার ব্যবসা করিস তাহলে তুই এই ফরেক্স ব্যবসাটাও করতে পারিস। সেই থেকে আমি আস্তে আস্তে ফরেক্স মার্কেটের দিয়ে প্রবনতা দেখাই আর অবশেষে ফরেক্স মার্কেটের সদস্য হই।
-
আমার মতে বা আমি যতটুকু জানি ফরক্স মার্কেট ম্যানিপুলেট হয় খুবই কম । কারন ফরেক্স মার্কেট বিশাল একটি ব্যপার । এত বিশাল মার্কেট কোন একক ব্যাক্তি বা ব্যাংকের পক্ষে ম্যানিপুলেট করা সম্ভব নয় বলে আমি মনে করি । তবে কিছু কিছু ক্ষেত্রে বড় বড় ব্যাংক গুলো ফরেক্স মার্কেট কে ম্যানুপুলেট করতে পারে । তবে এর পরিমান খুব বেশি নয় ।
-
ফরেক্স মার্কেটে প্রবণতার তৈরির পিছন কাজ করতেছে লোভ । যে বেশী লোভী হয় সে জীবনে উন্নতি করতে পারে না । সুতরাং অামাদের সকলের উচিত হবে এই লোভ থেকে নিজেকে নিরাপদ রাখা । যে এই লোভ থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবে সে জীবনে সফলকাম হতে পারবে ।
-
ফরেক্স মার্কেটের প্রবণতা বলতে বিষয়টা আসলে আমি বুঝিনি । কোন ভাল অভিজ্ঞ ট্রেডার যদি বিষয়টা বুজিয়ে দিতেনে তবে অনেক ভালো হত । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদের অবশ্যই সব বিষয় সম্পর্কে অনেক বেশি জ্ঞন রাখতে হবে । ফরেক্স মার্কেটে দামের বিষয়গুলো উঠানামা করে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদের সে জন্য সব দেশের অর্থনৈতিক খবরাখবর রাখা অনেক বেশি প্রয়োজনীয় ।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন একজন সদস্য । তাই ফরেক্স মার্কেট সম্পর্কে আমার এখনও অনেক বিষয় অজানা রয়েছো॥ মার্কেটে মুদ্রা কেনা বেচার প্রবনতা কখন বেশি হয় বা কি কারনে প্রবনতা তৈরী হয় এই বিষয়ে আমি এখনও অজ্ঞ । অভিজ্ঞরা এই বিষয়ে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করলে আমর*া নতুনরা আরও উপকৃত হব । ধন্যবাদ ।।
-
ফরেক্স মার্কেট তৈরির পিছিনে অনেক কারন থাকিতে পারে,বিশ্বের বড় বড় ব্যাংক গুলির মধ্যে সম্পর্ক ভাল রাখার জন্য ফরেক্স মার্কেটের যাত্রা হয়,ফরেক্স মার্কেটের মাধ্যমে আমরা ব্যাবসা করতে পারি,ফরেক্স মার্কেটের ট্রেডিং করার জন্য ফরেক্স ট্রেডিং প্লাটফরম আছে যার মাধমে সারা বিশ্বের ট্রেডিং কার্যক্রম পরিচালিত হয়।
-
ফরেক্স বাজার উঠানামা করে কারেন্সির অর্থননিতিক পরিবর্তন এর উপর।। আমরা ফরেক্সে একটি নির্দিষ্ট পরিমাণ উঠানামার উপর ভিত্তি করে ট্রেড করে থাকি।। আমি মনেকরি , আমরা যারা ফরেক্স ট্রেডার আছি তারা যদি ফরেক্স নিয়ে একটু স্টাডি করি তাহলে আমরা ফত্রক্সে একটি ভাল সফলতা পেতে পারি।।
-
ফরেক্স মার্কেট আপনাকে অবশ্যই মানি ম্যানেজম্যান্ট ফলো করে ট্রেড করতে হবে। নয়তো আপনাকে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হবে।যদি ট্রেড আপনার বিপক্ষে যায় তখন আপনার একউন্ট শূন্য হতে বেশি সময় লাগবে না।আর ফরেক্স মার্কেটে প্রবণতা তৈরির পেছনে মূলত ঐ দেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থা দায়ী তাই বুঝে ট্রেড করার জন্য বিভিন্ন ফরেক্স নিউজ সাইটগুলোতে নিয়মিত চোখ রাখতে হবে।
-
এ ট্রেডটি আপনা বিপক্ষে যাবে তখন আপনার এ্যাকউন্ট শূন্য হতে বেশি সময় লগবে না । বিভিন্ন দেশের মার্কেটের অবস্থাসহ আরো অনেক কিছু । অবশ্যই মানি ম্যানেজম্যান্ট ফলো করে ট্রেড করতে হবে । এ ট্রেডটি আপনা বিপক্ষে যাবে তখন আপনার একউন্ট শূন্য হতে বেশি সময় লগবে না ।
-
ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল নিউজ এর প্রভাব সবচেয়ে গুরুত্ত। এখানে বড় নিউজ গুলো যখন প্রকাশিত হয় তখন আপনি দেখে থাকবেন যে কি ধরনের মুভ করে। খুবই সিরিয়াস মার্কেট মুভ করে থাকে। সবাই ফরেক্স থেকে প্রফইট করতে চায় নিউজ টাইম এ।