-
ফরেক্স মার্কেটে আমরা দু ধরনের ট্রেড করে থাকি। একটি হল স্ক্যাল্পিং বা শর্ট টাইম ট্রেড অপরটি হল লং টাইম ট্রেড। স্ক্যাল্পিং ট্রেড বা শর্ট টাইম ট্রেড হলো এক থেকে দশ মিনিটের নিচে যে ট্রেড করা হয় সেটাই শর্ট টাইম স্ক্যাল্পিং ট্রেড বলে। যারা স্ক্যাল্পিং ট্রেড পছন্দ করেন তাদের জন্য m1, m5 ও m15 টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। শর্ট টাইম ট্রেড করতে রিস্ক বেশি। এখানে অভিজ্ঞ ট্রেডার সাথে ট্রেড করলে নজর সম্ভাবনা বেশি থাকে।
-
স্ক্যালিং হলো অল্প সময়ের ট্রেডে কিছুটা প্রফিট করে নেয়া। স্ক্যাল করা হয় মূলত সাইড ওয়ে ট্রেন্ডে। এর টার্গেট থাকে ১০-২০ পিপের মধ্যে। স্ক্যাল্প সবাই করতে পারে না। স্ক্যাল্প করতে হয় যখন কেও এক্সম অভিজ্ঞ হয়ে যায় তখন। কিন্তু আমাদের অনেক ট্রেডারদের দেখা যায় যে তারা শুরুতেই স্ক্যাল করতে চায় আর পরে লস করে ফেলে। এটা আমাদের একটা ভুল ধারনা। স্ক্যাল্প করতে গেলে আপনাকে অবশ্যই একজন দক্ষ ট্রেডার হতে হবে, কমপক্ষে দেড় দুই বছর মার্কেটের সাথে লেগে থাকতে হবে তবেই আপনি স্ক্যাল্প করে কিছুটা প্রফিট বের করতে পারবেন। যদি আপনি শুরুতে স্ক্যাল্প করতে চান তাহলে যেমন আশানুরুপ প্রফিট পাবেন না তেমনি লস হয়ে যাবার সম্ভবনা থেকে যাবে। তাই নিজেকে আগে দক্ষ করে তুলুন পরে স্ক্যাল্প করুন
-
স্ক্যালপিং হচ্ছে ছোট ছোট ট্রেড করাকে বোঝায়। অল্প সময়ের ব্যবধানে যে ট্রেড করা হয় সেগুলোকে স্ক্যালপিং বলে। তবে স্ক্যালপিং করা খুব রিস্কি। সাধারণত ভাল মানের ট্রেডার না হলে স্ক্যালপিং করা ঠিক নয়।
-
খুব দ্রুততার সাথে কম স্টপ লস এবং কম টেক প্রফিট
দিয়ে যে ট্রেড করা হয় তাই স্কাল্পিং । নতুন যারা
ট্রেডার তাদের জন্য স্কাল্পিং অনেক টা সুফল বয়ে
আনে । এর কারন হলো নতুন ট্রেডাররা নিজের মনের
উপর নিয়ন্ত্রন রাখতে পারে না । এর ফলে তার
লাভের তুলনায় লস বেশি করে এবং একারনেই
নতুনরা মার্কেটে টিকতে পারে না । যারা নতুন
ট্রেডার তারা স্কাল্পিং নিয়ে চেষ্টা করে
দেখতে পারেন । কিন্তু যদি প্রফেশনাল ট্রেডার
হতে চান , তাহলে স্কাল্পিং একদমই উচিৎ* না ।
-
স্ক্যালপিং দ্বারা আপনি কি বুঝেন?
স্ক্যালপিং ট্রেড এর মানে হল স্বল্প সময়ের বাণিজ্য। যখন আমরা একটি স্বল্প সময়ের জন্য একটি বাণিজ্য খুলি তখন এটি স্ক্যালপিং ট্রেড নামে পরিচিত। যখন আমরা একটি দীর্ঘ সময়ের জন্য একটি বাণিজ্য খুলি তারপর তাকে বুঝা বাণিজ্য বলা হয় স্ক্যালপিং আমার একটি সেরা ট্রেডিং পদ্ধতি।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
স্টপ লস এবং কম টেক প্রফিট দিয়ে যে ট্রেড করা হয় তাই স্কাল্পিং । নতুন যারা ট্রেডার তাদের জন্য স্কাল্পিং অনেক টা সুফল বয়ে আনে । এর কারন হলো নতুন ট্রেডাররা নিজের মনের উপর নিয়ন্ত্রন রাখতে পারে না । এর ফলে তার লাভের তুলনায় লস বেশি করে এবং একারনেই নতুনরা মার্কেটে টিকতে পারে না । যারা নতুন ট্রেডার তারা স্কাল্পিং নিয়ে চেষ্টা করে দেখতে পারেন । অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে হয় থাকে কেননা এই পদ্ধতিতে যেমন অল্প সময়ের মধ্যে ভাল প্রফিট করা যায় তেমনি অনেক বড় লস হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া স্ক্যাল্পিং করার জন্য একজন ট্রেডার কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হওয়ার প্রয়োজন হয়।
-
নতুন যারা ট্রেডার তাদের জন্য স্কাল্পিং অনেক টা সুফল বয়ে আনে । এর কারন হলো নতুন ট্রেডাররা নিজের মনের উপর নিয়ন্ত্রন রাখতে পারে না । এর ফলে তার লাভের তুলনায় লস বেশি করে এবং একারনেই নতুনরা মার্কেটে টিকতে পারে না । যারা নতুন ট্রেডার তারা স্কাল্পিং নিয়ে চেষ্টা করে দেখতে পারেন ।অনেক ট্রেডার স্কাল্পিং করে থাকেন রিস্ক নিয়ে অর্থাৎ অল্প সময়ে বেশি লাভের আশায় বড় লটের ট্রেড ওপেন করে থাকেন । একটি বিষয় উল্লেখযোগ্য যে আপনি স্কাল্পিং করে বেশি বা কম যাই লাভ করুন না কেন আপনাকে স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করতে হবে ।
-
মূলত স্ক্যাল্পিং হচ্ছে একটি কৌশল অবলম্বন করে একজন ট্রেডার ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। স্ক্যাল্পিং সাধারণত সীমিত সময়ের জন্য গ্রহণ করা হয় এবং এটি বারবার একদিনে গ্রহণ করা সম্ভব। বারবার সময় বুঝে গ্রহণ করতে পারলে ভাল প্রফিট করা সম্ভব মূলত এই কারণেই ট্রেডাররা স্ক্যাল্পিং করে থাকে। তবে সবার ক্ষেত্রে স্ক্যাল্পিং সহজ হয়ে ওঠে না কেননা স্ক্যাল্পিং করার জন্য প্রয়োজন যথেষ্ট পরিমান দক্ষতা ও অভিজ্ঞতা। আপনার যদি সঠিক অভিজ্ঞতা ও দক্ষতা না থাকে তাহলে আপনি স্ক্যাল্পিং করে প্রফিট করতে পারবেন না লাভের তুলনায় ক্ষতি আপনার বেশি হবে।
-
স্ক্যালপিং বা শর্ট ট্রেডে প্রচুর পফিট করা যায় এজন্য স্ক্যালপিং ট্রেড খুব রিস্কি৷একটু ভূল এন্ট্রী করলেই প্রচুর লস হয়ে যায়৷দক্ষ ট্রেডারগণ স্ক্যালপিং ট্রেড করে প্রচুর প্রফিট করে থাকেন৷ স্কাল্পিং মেথড মূলত নতুন ট্রেডারদের কাছে খুবই জনপ্রিয় । কারণ তাঁরা অল্প কিছুক্ষণ ট্রেডিং করে কিছু প্রফিট করতে চায় । যেমন ঃ ১ ডলারের ট্রেড ওপেন করে ১০ পিপস লাভ হয় অর্থাৎ ১০ ডলার লাভ হয় তখন কেটে দেয় । এটাই মূলত স্কাল্পিং । কিন্তু মূলত স্কাল্পিং খুবই রিস্কি একটা ট্রেডিং কৌশল ।
-
স্ক্যাল্পিং হল ফরেক্স মার্কেটের শর্ট টাইমে প্রফিট অর্জন করা অর্থাৎ এক মিনিট 5 মিনিট 30 মিনিট 1 ঘন্টা এই টাইমফ্রেম এর মাধ্যমে এনালাইসিস করে যদি আপনি স্বল্প সময়ের মধ্যে রেপ করে প্রফিট অর্জন করতে চান তাহলে আপনাকে এই টাইমফ্রেম গুলো দেখে ডিলেট করতে হবে একেই বলে স্ক্যাল্পিং সাধারণত এবং অভিজ্ঞ ট্রেডারগন স্ক্যাল্পিং করে থাকেন