ভাই শুধু ফরেক্স না, আপনি যে কোন ব্যবসা করে ধনী হতে পারবেন। তবে এখানে আপনি অন্যান্য ব্যবসার তুলনায় অনেক বেশি সুযোগ-সুবিধা পাবেন। তাই চেষ্টা করে যান রিজিকের মালিক (মহান আল্লাহ)। তবে আমার অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি একবার যদি এই মার্কেটের সাইকোলোজি বুঝে যান তখন উপার্জন যেটা করবেন সেটা সারাজীবন খায় শেষ করতে পারবেন না।