-
আমার টাকার পরিমাণটা যদি একটু বেশি হত তাহলে আমি এই মার্কেট থেকে প্রতিদিন আমার টার্গেট হত রিস্কফ্রিভাবে মিনিমাম দুই থেকে তিন ডলার ইনকাম।সুতরাং অভিজ্ঞতার পাশাপাশি অর্থেরও প্রয়োজন।আপনি একদমই ঠিক বলেছেন কারন ফরেক্স ট্রেডিংয়ে আপনার আয় করার পরিমান যেমন আনলিমিটেড অর্থাৎ আপনি একটা ট্রেডের মাধ্যমে অনেক ডলার প্রফিট করার সুযোগ যেমন রয়েছে তেমনি আপনার একাউন্ট থেকে একই ভাবে বড় লসের একটা সম্ভাবনা থেকে থাকে অর্থাৎ পজেটিভ হলে যেমন লাভ আবার নেগেটিভ হলে তেমন লস।
-
প্রতিদিন আয় করার মতো এখনো এতো ভালো দক্ষ ট্রেডার হয়ে পারিনি ফরেক্স মার্কেট থেকে প্রতিনিয়ত আয় করার জন্য অবশ্যই অধিক জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এর দরকার না হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব ফরেক্স মার্কেটে আসলে প্রতিনিয়ত আয় করা যায় না ঠিক তা নয় ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত আয় করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে ভালো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং নিজের নির্দিষ্ট তৈরি করা ভালো একটি টাইম ফ্রেম এর উপরে কাজ করতে হবে যেন ফরেক্স মার্কেটে কখনো আপনি দুর্ভাগ্যবশত থেকে না যান এবং নিজের লক্ষ্যে অবশ্যই বিসর্জন দিতে হবে না হলে ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত আয় করা সম্ভব নয়
-
ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন আয় করার মতো এখনো এতো ভালো দক্ষ ট্রেডার হয়ে পারিনি ফরেক্স মার্কেট থেকে প্রতিনিয়ত আয় করার জন্য অবশ্যই অধিক জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এর দরকার না হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব ফরেক্স মার্কেটে আসলে প্রতিনিয়ত আয় করা যায় না ঠিক তা নয় ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত আয় করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে ভালো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং নিজের নির্দিষ্ট তৈরি করা ভালো একটি টাইম ফ্রেম এর উপরে কাজ করতে হবে যেন ফরেক্স মার্কেটে কখনো আপনি দুর্ভাগ্যবশত থেকে না যান এবং নিজের লক্ষ্যে অবশ্যই বিসর্জন দিতে হবে না হলে ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত আয় করা সম্ভব নয়
-
প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ডলার আয় করা অসম্ভব বিষয় তার কারণ মার্কেটের মুভমেন্ট সর্বদা সমান থাকে না এমনকি মার্কেটের নিউজ পরবর্তী সময় সমানভাবে আপডাউন করেনা যার কারণে অনেক সময় ট্রেডিং পরবর্তী সময় দীর্ঘ সময় অথবা দিন ঝুলে থাকতে হয় তাই আমি মনে করি নির্দিষ্ট কোন টার্গেট নিয়ে ফরেক্স মার্কেটে কাজ করা সম্ভব না। মার্কেট পরিস্থিতি সর্বদা অস্থিতিশিল। তাই ফরেক্স মার্কেটে প্রতিদিন নয় বরং ঝুকি মুক্ত ট্রেড করে লাভ করাটাই শ্রেয়।
-
এইখানে আপনি প্রতিদিন লাভ করতে পারবেন কিনা সেই বিষয় নিয়েও অনেক সন্দেহ থাকে কেননা আপনি কোন দিন ফরেক্স নিয়ে হয়তো হাসবেন খুশিতে আবার কোন দিন ফরেক্স নিয়ে কানবেন অর্থ হারিয়ে। অভিজ্ঞতা অনুযায়ী কিছু কিছু মানুষজন বেশিরভাগ সময় অর্থ উপার্জন করে থাকে কিন্তু সবার ক্ষেত্রে এমনটি হয় না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে একদিন অর্থ উপার্জন হলে বাকি দুই তিন দিন হয়তো বসে থাকা লাগে। আমি বলব ফরেক্সে টিকে থাকতে হলে কখনোই লোভ করা যাবে না। আপনি যদি একটু ভালোমতো মার্কেট এনালাইসিস করতে পারেন তাহলে প্রতিদিন 5 থেকে 10 ডলার উপার্জন করতে পারবেন যেটি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে মনে হয়।ফরেক্স ট্রেডিং থেকে আমরা প্রতিদিন কি পরিমাণ অর্থ উপার্জন করতে পারব সেটা একান্তই নির্ভর করে আমাদের ট্রেডিং জ্ঞান এবং মূলধন এর উপরে । আমরা যদি ফরেক্স ট্রেডিং অভিজ্ঞ হই এবং আমাদের ট্রেডিং মূলধন যদি বেশি হয় তাহলে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রতিদিন 50 ডলারের বেশী অর্থ উপার্জন করতে পারবো । আবার যদি মূলধন কম হয় তাহলে 5 ডলার উপার্জন করা মাঝে মাঝে কঠিন হয়ে যায় । তাই এটা বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম ।
-
একদম ঠিক কথাই বলেছেন এখানে ব্যালেন্সের স্বল্পতার কারনে আমরা অনেকেই কিন্তু বেশি ইনকাম করার সুযোগ পাচ্ছিনা । আমার টাকার পরিমাণটা যদি একটু বেশি হত তাহলে আমি এই মার্কেট থেকে প্রতিদিন আমার টার্গেট হত রিস্কফ্রিভাবে মিনিমাম দুই থেকে তিন ডলার ইনকাম । সুতরাং অভিজ্ঞতার পাশাপাশি অর্থেরও প্রয়োজন ।