অভিজ্ঞতা ছারা রিয়েল ট্রেড করাটা একটু রিস্কি বলেই আমার মনে হয়। অন্ততপক্ষে কিছুটা হলেও ট্রেডিল সম্পর্কে দক্ষ হয়ে তারপরই রিয়েল ট্রেড করা উচিত। কারন কোনে বিষয়ে সঠিকভাবে যদি দক্ষ না হয়েই সেই কাজটা করতে জান তাহলে পদে পদে লসে পড়তে হতে পারে। আর যদি কিছুটা অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করা যায় সেক্ষেত্রে লসের পরিমান কমে আসবে এবং লাভের পরিমানটাই আপনি দেখতে পারবেন।