-
ফরেক্স এ সেই লোক সকল টিকে থাকতে পারবে যাদের অত্যান্ত ধৈর্য্য আছে। কারন ফরেক্স তো একদিনে শেখার জিনিস না। এটি বার বার ঠেকে ঠেকে লস করে করে অবশেষে যারা টিকে থাকতে পারবে শুধুমাত্র তারাই ফরেক্স এ টিকে থাকতে পারবে এবং লাভ করতে পারবে। ফরেক্স এ ১০০ জনের মধ্যে ৯০ জনই ফরেক্স এ টিকে থাকতে পারে না কারন ১ থেকে ২ বছর একটানা লস করে টিকে থেকে শিক্ষা গ্রহনের মত মানুষ কম আছে।
-
এ পৃথিবীতে ধৈর্য্যের বিকল্প বলতে আমি তেমন কিছু দেখি না। মানুষ ধৈর্য্য হারিয়ে ফেলে যখন তখনই ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। এতে করে পরিস্হিতি আরো ভয়াবহ হয়। আমার নিজের লাইফ থেকেই বলতে পারি আসলে ধৈর্য না ধরার কারন আমার জীবন কতটা পিছিয়ে গেছে বাস্তব জীবন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা সকলের জন্য সম্ভব নয়৷তাই এই মার্কেটে প্রতিনিয়ত নবাগত শিক্ষার্থীগণ কমবেশি ঝরে পড়ছেন তাদের অধৈর্য্য,অস্থিরতা এবং শেখার মন-মানসিকতার অভাবের কারণে৷ফরেক্স মার্কেটে পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হতে পারেন শতকরা মাত্র 10 জন আর বাকি 90 জন তাদের অযোগ্যতার কারণে মার্কেট থেকে চলে যেতে বাধ্য হন৷এই মার্কেটে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে অবশ্যই অত্যন্ত ধৈর্যশীল হতে হবে,দৃঢ়প্রত্যয়ী হতে হবে,অত্যন্ত ত্যাগী হতে হবে,দীর্ঘ কয়েক বছর সময় ব্যয় করে ট্রেডিং কলা কৌশল গুলো আয়ত্ত করতে হবে৷এই বিষয়গুলো আমাদের সকলের দ্বারা সম্ভব হয়না কারন অধিকাংশ মানুষই লোভী প্রকৃতির,অস্থির প্রকৃতির হয়ে থাকে৷