জিবিপি পেয়ারটি সবার কাছে জনপ্রিয় হওয়ার কারনে সবাই এটি ব্যবহার করে বা ট্রেড করে থাকে বলে এই পেয়ারের ওঠানামা অনেক বেশি হয়ে থাকে। ফলে ট্রেড করে এই পেয়ারে অন্য পেয়ার থেকে বেশি প্রফিট করা যাই। তাই আমি শুধুমাত্র এই পেয়ারের বাইরে ট্রেড করি না। তবে ইদানিং বিভিন্ন নিউজ এ বেস্কিম চুক্তি নিয়ে অনেক আলোচনা শুনে আসছি কিন্তু এখনও পর্যন্ত কোন ফলাফল বা এর প্রভাব মার্কেটে পড়তে দেখিনী তাই এখনও পর্যন্ত এই পেয়ারে ট্রেড করে বেশ প্রফিট অর্জন করতে পারছি।