প্রিয় সাগর ভাই ফরেক্স থেকে প্রফিট যে কেউ করতে পারে। আমি প্রথমে ট্রেড করে একদিনে ৫০ ডলার আয় করি। কিন্তু কিছুদিন পরে সেই ৫০ ডলার মাত্র একটি ভুল ট্রেড করার কারনে ১০ মিনিটে শেষ হয়ে গেল। তাই কষ্ট করে আয় করে সেটা যদি চোখের সামনে ১০ মিনিটে লস হয়ে যায় তাহলে কেমন লাগে। তাই প্রফিট করার চেয়ে জরুরী প্রফিট এর ডলার ধরে রাখা। এটাই সব ট্রেডারদের সাথে হয়ে থাকে। তাই সব সময় রিস্কি ট্রেড হলে কম লটে ট্রেড করবেন। ০.০৫ এর বেশি নয়। যখন ব্যালেন্স ৫০০ ডলার হবে। তবে যদি শিউর হন এই ট্রেড এ আমি লাভ করতেই পারব শুধুমাত্র সেই সময় বড় লটে ট্রেড করে বেশি আয় করতে পারবেন। তবে রিস্কি ট্রেডগুলি কখনও বেশি লটে করবেন না।