স্ক্যাল্পিং বলতে বোঝায় ছোট ছোট টাইমফ্রেম যেমন ৫,১০,১৫,৩০ মিনিটের ট্রেডিং চার্ট গুলোতে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ট্রেড করা৷যাকে আমরা অন্য ভাষায় শর্টট্রেড বলি৷স্ক্যাল্পিং বা শর্টট্রেড যদিও বেশ লাভজনক কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷বিশেষ করে নবাগত শিক্ষার্থীদের জন্য ছোট ছোট টাইমফ্রেমে এইভাবে স্ক্যাল্পিং করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷কারণ যেহেতু তারা নতুন অনভিজ্ঞ ও অদক্ষ শিক্ষার্থী ট্রেডার,তারা জানে না মার্কেট কখন কিভাবে কি ধরনের মুভমেন্ট করতে পারে ? স্ক্যাল্পিং করে বেশী লাভের লোভে পড়ে নবাগত শিক্ষার্থী ট্রেডারগণ তাদের একাউন্টের ব্যালেন্স গুলো প্রায়ই একদম শুন্য করে ফেলে৷স্ক্যাল্পিং শুধুমাত্র দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগনই করে থাকেন৷কারণ অভিজ্ঞ ট্রেডারগণ জানেন স্ক্যাল্পিং করে কিভাবে প্রফিট করতে হয়৷তাই স্ক্যাল্পিং এর ব্যাপারে নতুন ট্রেডারগন সাবধান থাকবেন৷