-
বাজার চলাচল মৌলিকভাবে তবে এটি প্রযুক্তিগত পথে যাবে। অতএব, যারা বিশেষজ্ঞ এবং সফল ব্যবসায়ী, তবে মূল বিষয়গুলি পাশাপাশি প্রযুক্তিগত সমস্যাগুলিও অনুসরণ করেন। বাজারে যখন একটি প্রবণতা শুরু হয়, এটি অবিরত থাকে। প্রবণতা দুর্বল হয়ে গেলে, এবার বিপরীত পদক্ষেপ শুরু হয়েছিল। একজন সফল ব্যবসায়ী হতে,
-
ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের ট্রেন্ড দেখতে পাই আপট্রেন্ড, ডাউনট্রেন্ড ও সাইডওয়ে ট্রেন্ড। সাইডওয়ে ট্রেন্ড বলতে বুঝায় মুলত রেন্জিং মার্কেটকে। মুলত একটি নির্দিষ্ট রেন্জের মধ্যে মার্কেট মুভ করতে থাকে। এ সময়ে মুলত স্ক্যালপাররা ট্রেড করে থাকে, তাই এই সময়ে লং ট্রেড থেকে বিরত থাকাই ভালো হয়ে থাকে রেন্জ ব্রেক হলেই তখন ট্রেড করা যেতে পারে।
-
মার্কেট তার আপ এবং ডাউন কোনদিকে সেরকম মুভ করছে না তবে মাঝের একটা পথ অবলম্বন করে সুন্দরভাবে সমান্তরালভাবে এগিয়ে চলছে বা যাচ্ছে তথন বুঝে নিবেন ওটাই হলো সাইডওয়ে ট্রেন্ড। সাইডওয়ে ট্রেন্ডের মধ্যে আপনাকে সাধারণত আপনাকে সাপোর্ট- রেসিস্ট্যান্স দেখে ট্রেড করতে হবে।যেখানে মার্কেট মুভমেন্ট একটি নির্দিষ্ট রেন্জের মধ্যে ঘুরপাক খেতে থাকে মুলত এই সময়টাই হলো সাইডওয়ে ট্রেন্ড।
-
অভিজ্ঞ ট্রেডারদের ভাষায় সাইডওয়ে কোন ট্রেন্ড না। প্রাইস কোন একটা ট্রেন্ড নেবার প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি কনফিউজ ভাবে একটা ট্রেড নিয়ে আটকে পড়েন ব্রেকআউট যদি আপনার বিপক্ষে যায় এবং আপনি যদি আমার মত স্টপলস ছাড়া ট্রেডার হোন তবে আপনার সাধের একাউন্ট খানা ঠিকবে বলে মনে হয় না। এই ধরনের প্রক্রিয়ায় মার্কেট অনেক সময় মাসের পর মাসও চলতে পারে এই অবস্থাকে মার্কেট কনসলিডেট ও বলা হয়। এই সময়ে নতুন ট্রেডারদের একদম ট্রেড করা উচিত নয় কারন মার্কেট কখন কোন দিকে যাবে সেটার ডিরেকশন পাওয়া খুব কষ্টকর।
-
আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করি তখন আমরা টেকনিক্যাল এনালাইসিসের প্রয়োজনে আমাদের নিজেদের ট্রেডিং চার্টগুলোতে ট্রেন্ড দেখি৷যেমন আপট্রেন্ড,ডাউনট্র ন্ড এবং সাইডওয়ে ট্রেন্ড৷সাইডওয়ে ট্রেন্ডকে আমরা অন্য ভাষায় র*্যাংকিং বলে থাকি৷সাইডওয়ে ট্রেন্ড বা মার্কেট রেন্জিং চলাকালীন সময়ে সাধারণত কোনো পেয়ারের প্রাইস খুব ধীরগতিতে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে অল্প কিছু পিপস অনুসারে ক্রমাগত বেশকিছু সময় ওঠানামা করতে থাকে৷এই সময়ে ট্রেডারগণ খুব কম ট্রেড করে থাকেন এবং তারা পরবর্তী কোনো ট্রেডিং সিগন্যাল পাওয়ার অপেক্ষায় থাকেন৷ফলে ঐ সময় মার্কেটে লেনদেন খুবই ধীরগতি সম্পন্ন হয়ে থাকে৷এই অবস্থাকেই আমরা র*্যাংকিং মার্কেট বলে থাকি৷ বিশেষ করে যখন একটি ট্রেন্ড শুরু হয় তখন টেকনিক্যাল এ্যানালিসস টি খুব ভালভাবে আপনাকে জানিয়ে দিবে যে এখন ট্রেন্ড পরিবর্তন হচ্ছে। তাই টেকনিক্যাল এ্যানালিসিস এ ক্ষেত্রে অনেক জরুরী। পাশাপাশি ফান্ডামেন্টাল এ্যানালিসিস ও অনেক জরুরী একটি ট্রেন্ড শুরু হওয়ার জন্য।
-
সাধারনত সাইডওয়েজ ট্রেন্ড হলো ট্রেন্ডের তিনটি মধ্যে একটি। আমরা জানি সাধারণত তিন ধরনের ট্রেন্ডে মার্কেট মুভমেন্ট করে থাকে। বাকি দুটো ট্রেন্ড হলো আপার ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড। যখন প্রাইস আপার ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে মুভমেন্ট করার পর একটি নিদিষ্ট সীমারেখার মধ্যে দিয়ে দীর্ঘ সময় সাইডে মুভমেন্ট করে থাকে সেই মুভমেন্টকে সাইডওয়েজ ট্রেন্ড বলা হয়। দীর্ঘ সময় পাশাপাশি যে মুভমেন্ট চালিত হয় তাকেই সাইডওয়েজ ট্রেন্ড বলা হয়। এক্ষেত্রে ছোট পরিসরে ডাবল টপ ও ডাবল বটম তৈরি করে থাকে। সাইডওয়েজ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা স্ক্যাল্পিং করে ট্রেড করে থাকি।
-
প্রত্যেক পেয়ারে ট্রেন্ড এর শুরুতে যদি ট্রেড করা যাই তাহলে বেশ ভাল আকারের প্রফিট করা যাই। তাই আমাদের প্রতি পেয়ারে খেয়াল রেখে ট্রেন্ড শুরু হওয়া মাত্র ট্রেড বসাতে হবে। এজন্য অবশ্যই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এ্যানালিসিস এর প্রতি খেয়াল রাখতে হবে। বিশেষ করে যখন একটি ট্রেন্ড শুরু হয় তখন টেকনিক্যাল এ্যানালিসস টি খুব ভালভাবে আপনাকে জানিয়ে দিবে যে এখন ট্রেন্ড পরিবর্তন হচ্ছে।একটা নির্দিষ্ট রেঞ্জে দিনের পর দিন মুভ করে। নির্দিষ্ট একটা সাপোর্ট রেজিস্ট্যান্ডের বাইরে যেতে পারে না। এই ধরনের মার্কেটে ব্রেকআউট হলে বেশ ভালো প্রফিট করা সম্ভব হয়। তবে অনেক ট্রেডার সাইডওয়ে মার্কেটেই ভালো প্রফিট করতে পারে। সাইডওয়ে মার্কেটে ট্রেড করার অনেক সিস্টেম আছে অনলাইনে। তবে লং ট্রেডাররা এই সাইডওয়ে মার্কের এভয়েড করতেই পছন্দ করে।তাই টেকনিক্যাল এ্যানালিসিস এ ক্ষেত্রে অনেক জরুরী। পাশাপাশি ফান্ডামেন্টাল এ্যানালিসিস ও অনেক জরুরী একটি ট্রেন্ড শুরু হওয়ার জন্য।
-
প্রাইসের মধ্যে আপ ডাউন করতেই থাকে তাকে আমরা সাধারণত সাইডওয়ে ট্রেন্ড বলে থাকি। কিন্তু আসলেই তা কি একটা ট্রেন্ড? অভিজ্ঞ ট্রেডারদের ভাষায় সাইডওয়ে কোন ট্রেন্ড না। প্রাইস কোন একটা ট্রেন্ড নেবার প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি কনফিউজ ভাবে একটা ট্রেড নিয়ে আটকে পড়েন ব্রেকআউট যদি আপনার বিপক্ষে যায়। যেকোন দুটি সাপোর্ট এন রেজিট্যান্স এর মধ্যে মার্কেট আপ-ডাউন করতে থাকে। এই ধরনের প্রক্রিয়ায় মার্কেট অনেক সময় মাসের পর মাসও চলতে পারে এই অবস্থাকে মার্কেট কনসলিডেট ও বলা হয়। এই সময়ে নতুন ট্রেডারদের একদম ট্রেড করা উচিত নয় কারন মার্কেট কখন কোন দিকে যাবে সেটার ডিরেকশন পাওয়া খুব কষ্টকর।
-
ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের ট্রেন্ড সম্পর্কে জানি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে ট্রেন্ড । মুলত আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড তৈরির আগে মার্কেটে একটি সাইডওয়ে ট্রেন্ড তৈরি হয়। যেখানে মার্কেট মুভমেন্ট একটি নির্দিষ্ট রেন্জের মধ্যে ঘুরপাক খেতে থাকে মুলত এই সময়টাই হলো সাইডওয়ে ট্রেন্ড। অনেক ট্রেডার আছে যারা সাইডওয়ে ট্রেন্ডেও ভালো প্রফিট করে থাকে, কেউ কেউ ভালো স্ক্যাল্পিং করে সাইডওয়ে ট্রেন্ডে।