ফরেক্সের ফোরাম থেকে অনেক কিছু শিখা যায় । কিন্তু ফোরামে অনেকেই পোষ্ট দিয়ে থাকেন যা থেকে কিছুিই বুঝা যায় না । তারা কখনও পোষ্ট গুলোর গুনাগত মান দেখেনা । তারা শুধু বোনাস পাওয়ার জন্য ফোরামে পোষ্ট দেয় । আমি মনে করি পোষ্টের সংখ্যা কমিয়ে দিয়ে এর গুনাগত মান বাড়ানো উচিত ।