-
আসলে আমি একটা জিনিস মনে করি সেটা হলো আমি যদি কোন বিষয়ে পারদর্শী বা দক্ষ হয়ে থাকি তাহলে সেটা অবশ্যই আমার জন্য সহজ হবে সেটা যাইহোক না কেন। আর না পারলে কঠিন এটাই স্বাভাবিক ব্যাপার। ঠিক তেমনই ফরেক্স ট্রেডিং অনেক সময় অনেক দক্ষ ও অভিজ্ঞ লোকের জন্যও কঠিন হয়ে পরে যখন কিনা মার্কেটে বড় ধরনের পরিবর্তন হয়। তবে স্বাভাবিক ভাবে মার্কেটে দক্ষতার সাথে কাজ করতে পারলে সহজ ট্রেডিং সিস্টেমেই আপনি ট্রেড করতে পারবেন জটিল তখনই হবে যদি আপনি না বুঝে ট্রেড ওপেন করেন। ধন্যবাদ
-
আসলে ফরেক্স মার্কেট এর ট্রেডিং সিস্টেম যার যার দৃষ্টি ভঙ্গিতে যে সিস্টেম সহজ সে সেটা ব্যবহার করেন। তবে আমার কাছে যে সিসটেম কঠিন মনে হবে আপনার কাছে সেটা সহজও হতে পারে। তাইতো ফরেক্স টেডিং এর এত সিসটেম কারণ এই সিসেটেম গুলো আসলে বের হয়েছে মানুষের ব্রেইন থেকেই। আমরা যত সিসটেম ব্যবহার করি না কেন সব আসলে অন্যের থেকে একটু একটু করে নেয়া। তাই আমি বলবো আপনার কাছে যে সিসটেম বুঝতে সুবিধা সেই সিসটেম কে ভালভাবে ফলো করুন।