যারা প্রাইচ একশনে ট্রেড করে তারা সকালেই ট্রেড করে। কিন্তু যারা স্কালপার তারা সকালে ট্রেড করাটা বোকামী। কেননা এশিয়ান সেশন এ মার্কেট কিছটা মুভ হয়ে থাকে। আর এ সময় মার্কেট কোথা যাবে সেটা আমরা অনুমান করতে পারি না।
Printable View
যারা প্রাইচ একশনে ট্রেড করে তারা সকালেই ট্রেড করে। কিন্তু যারা স্কালপার তারা সকালে ট্রেড করাটা বোকামী। কেননা এশিয়ান সেশন এ মার্কেট কিছটা মুভ হয়ে থাকে। আর এ সময় মার্কেট কোথা যাবে সেটা আমরা অনুমান করতে পারি না।
আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন মার্কেট এবং এটি সপ্তাহে পাঁচ দিন চব্বিশ ঘণ্টাই খোলা থাকে সেহেতু আপনি চাইলে এই সময়ের মধ্যে যে কোন সময় ট্রেড করতে পারেন। তবে হ্যাঁ এখানে আমাদের দেশের সময় অনুযায়ী সকালে মার্কেট তেমন একটা পরিবর্তন হয় না মানে মার্কেটে তেমন কোন নিউজ প্রকাশিত হয় না তাই আমার কাছে মনে হয় নিউজ আওয়ার গুলোতে নিউজ অনুযায়ী ট্রেড করা উচিত। আর আমাদের দেশের সময় অনুযায়ী নিউজ গুলো প্রকাশিত হয় বিশেষ করে বিকেল থেকে রাত দশটা পর্যন্ত। আপনি এই সময়ে ট্রেড করতে পারেন। ধন্যবাদ
আমার মতে আপনি নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিন। কারন নিউজ প্রকাশ হবার পরে কেন্ডেলের আচার পরিবর্তন হয়। তাই ডেইলি কেন্ডেল ফেলো করুন আর পেন্ডিং ট্রেড খুলে রাখুন। টিপি আর স্টোপ লস ইউজ করুন। ১০ পিপ্স টিপি আর ৫০ পিপ্স স্টোপ লস নিন।
সকালবেলা মার্কেট খুব একটা বুজা যায়।মার্কেট বুজা যায় দুওউর ১২ টার পরে তাই সকালে ট্রেড না দেওয়াই উত্তম
বাংলাদেশর জন্য দুপুর ১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেটে বেশি মুভমেন্ট হয় আর এই সময়ের মধ্যে সন্ধে ৬ টা পরে বেশি মুভমেন্ট করে মার্কেটে। তবে শুক্রবার সন্ধে ৬ টার দিকে eurusd যে কোন এক দিকেই মিনিম্যাম ৫০ পিপস উঠানামা করে।
ফরেক্স ট্রেডিং ব্যবসা আপনি যে কোন সময় করতে পারেন।ফরেক্স ব্যবসা ২৪ ঘন্টা করা যায়।তবে আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য ফরেক্স ব্যবসা সকালের চেয়ে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ভালো সময়।
ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় মার্কেট বিশ্লেষণ করে । সময় দেখে নয় । আপনি যখন মার্কেট বিশ্লেষণ করে দেখবেন মার্কেটের অবস্থা ভালো তখনই আপনি ট্রেড করতে পারেন । তাই সকাল বিকেলের চিন্তা করার কিছু নাই । তবে আমি মনে করি খুব ভোঁর বেলায় যদি ট্রেড করতে চান সেক্ষেত্রে gbp/jpy অথবা aud/usd পেয়ারে ট্রেড করতে পারেন । কারণ এই সময়টাতে এই কারেঞ্চিগুলোর নিউজ আওর থাকে , সেজন্য মুভমেন্ট বেশি করে ।
ফরেক্স মার্কেটে সব সময় ট্রেড করা ভালো,, তবে সন্ধ্যা ৬ টার পরে ফরেক্স মার্কেটে মুভমেন্ট বেশি থাকে তাই সেই সময় ট্রেড করে ভালো প্রফিট অর্জন করা যায়,,,, ধন্যবাদ ।
বাংলাদেশ সময় সকাল বেলা ট্রেড করাটা ঠিক নয়। আপনাকে সকাল সকাল এ্যানালাইসিস সম্পূর্ণ করে ঠিক করতে হবে আপনি কখন ট্রেড ওপেন করবেন। আর আপনি যদি এ্যানালাইসিস করতে না পারেন তাহলে আপনার পক্ষে তা সম্ভব হবে না। তাই আগে এ্যানালাইসিস করা শিখুন এবং অভিজ্ঞতা অর্জন করুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কিভাবে এবং কখন ট্রেড নিবেন।
বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত প্রায় সব পেয়ারের নিউজ প্রকাশিত হয়। তবে সকাল বেলা কোন পেয়ারে ট্রেডে এন্ট্রি না নিয়ে আপনি দুপুর ও সন্ধ্যা দিক দিয়ে নিউজগুলো ফলো আপ করতে পারেন এবং সে অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন।