-
অনেক ট্রেডারদের দেখেছি যারা
মনে করেন গ্রুপওয়াইজ করে কাজ করেন, অর্থাৎ*
ট্রেড করেন। তাই আমাদেরও এরকম করে একসঙ্গে
কাজ করতে পারলে সবদিক থেকে আসলেই অনেক
সুবিধা হত বলা যায়। এতে সবচেয়ে বড় যে সুবিধাটা
সেটা হল সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা ভাল
মুনাফা অর্জন করা সম্ভব।
-
একটি গ্রুপ করে সেখানে নিয়মিত আমরা সবাই তাদের ট্রেডিং এমন অভিজ্ঞতা প্রতিনিয়ত শেয়ার করি তাহলে অনেকে এ থেকে উপকৃত হবে। এ জন্য আপনার উদ্যোগটি অনেক ভাল একটি উদ্যোগ কিন্তু ইতিপূর্বে অনেকে এমন একটি পোষ্ট চালু করেছে কিন্তু কিছুদিন পর সে সম্পর্কে আর কোন পোষ্ট করা হয় না ফলে আর কোন আলোচনা ও বিচেচনাও করা হয় না। তাই আমরা যদি সবাই একটি থ্রেট বেছে নিয়ে সেখানে নিয়মিত আলোচনা করি তাহলে সবাই অনেক উপকৃত হবে।তাই আমাদেরও এরকম করে একসঙ্গে কাজ করতে পারলে সবদিক থেকে আসলেই অনেক সুবিধা হত বলা যায়। এতে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হল সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা ভাল মুনাফা অর্জন করা সম্ভব।
-
এ বিষয়ে আমি আপনার সাথে একমত অবশ্যই একজনের অভিজ্ঞতা আরেকজনের সাথে শেয়ার করলে এবং একজনের নতুনত্ব আরেক জনের সাথে শেয়ার করলে অবশ্যই একে অপরের দ্বারা আমরা সুন্দরভাবে ফরেস্ট মার্কেটে নিজেদের অবস্থানকে আরো দৃঢ় করতে সক্ষম হব তবে এই গ্রুপ পরিচালনা করাটাও বেশ কষ্টসাধ্য ব্যাপার তাই আমি মনে করি একজন বেস্ট লিডার যদি এ বিষয়ে বাস্তবায়ন করে তা কার্যকর করতে পারে তবে অবশ্যই ভালো কিছু আশা করা সম্ভব হবে
-
বেশ ভাল কথাই বলেছেন এবং বেশ ভাল লাগল আপনার কথা। এরকম চিন্তাভাবনা নিয়ে বিদেশে এমনও অনেক ট্রেডারদের দেখেছি যারা মনে করেন গ্রুপওয়াইজ করে কাজ করেন, অর্থাৎ* ট্রেড করেন। তাই আমাদেরও এরকম করে একসঙ্গে কাজ করতে পারলে সবদিক থেকে আসলেই অনেক সুবিধা হত বলা যায়। এতে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হল সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা ভাল মুনাফা অর্জন করা সম্ভব।