আপনার ধৈর্য এবং মনের বল দেখে ভাল লাগল। আমি আসলে এতটা শক্তিশালি নই মানসিক দিক দিয়ে। আমার এখনও মাঝে মাঝে হতাশ লাগে। যদিও এটা আমার প্রাইমারী পেশা না। আমি মূলত এই টাকে পেশা হিসেবে ভবিষ্যতে নিতে চাচ্ছি তাই নিজেরে ঝালাই করে নিচ্ছি আর কি।
Printable View
যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে লেগে থাকতে হবে যতই ঝর আসুক না কেন, আর আপনি যদি কিছু দিনের জন্য ফরেক্স আসেন সেই ক্ষেত্রে লেগে না থাকলে হবে কিন্তু মনে রাখবেন যখন আপনার উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা তখন যে পরিস্থিতি আপনার সামনে আসুক না কেন আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে এবং সেই পরিস্থিতির সাথে যুদ্ধ করতে হবে। আপনি যদি যুদ্ধ না করতে পারেন তাহলে আপনাকে হেরে যেতে হবে এবং আপনি ফরেক্স থেকে ছিটকে যাবেন।
আসলে আমরা ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছি 2,,1 বার ব্যর্থ হওয়ার পরেই ফরেক্স মার্কেট থেকে চলে যাই কারন আমরা চিন্তা করি যে না এটা আমাদের দ্বারা সম্ভব না। আসলে কোনো কাজই প্রথমাবস্থায় সফলতা অর্জন করা সম্ভব না তাই আমি মনে করি 2,,1 বার ব্যর্থ হওয়ার পরেই যদি আপনি চিন্তা করেন আপনার দ্বারা সম্ভব না তাহলে আসলেই ভুল করলেন। কারণ কোন কাজে সফলতা অর্জনের আগে দু-একবার ব্যর্থতার শিকার হতে হয় এবং এটাতেই আপনার অভিজ্ঞতা তৈরি হয়। এটার মাধ্যমে যদি আপনি ঘুরে দাঁড়াতে পারেন তাহলে আপনি একসময় সফলতা অর্জন করতে পারবেন এবং যারা এই ফরেক্স মার্কেটে ব্যর্থ হওয়ার পরে বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তারাই ফরেক্স মার্কেটে আজ সফল। এবং তারাই সফলতা অর্জন করতে পেরেছে। তাই আমি মনে করি প্রত্যেকটা ট্রেডারের উচিত 2,,1 বার ব্যর্থ হওয়ার পরে ফিরে যাওয়ার চাইতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করাটা অনেক ভালো সফলতা অর্জন করতে সক্ষম হতে পারব ইনশাআল্লাহ।
ফরেক্স মার্কেট হল গ্যাসের ভান্ডার আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজারে এখানে দক্ষতা অভিজ্ঞতা বিকল্প কিছু নেই তাই কখনো লস হলে ভেঙ্গে পড়লে চলবে না বরং এর জন্য যতটুকু প্রয়োজন যে দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকার যুদ্ধ করতে হবে
ফরেক্স মার্কেট থেকে কিছু অর্জন করতে হলে এবং সফলতা পেতে হলে আপনাকে আঠাঁর মত লেগে থাকতে হবে। কাজেই যতই লস হক না কেন সেটাকে মেনে নিয়েই আপনাকে আপনার লক্ষে টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হল আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে সব বাঁধা অতিক্রম করে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত সফলতা না পাবেন।আমি গত ৪ বছরে কমপক্ষে ৪০০ বার এবং সব মিলিয়ে প্রায় ৮ হাজার usd ব্যালেন্সই শুন্য করেছি৷তাহলে এতো লসের পরেও আমি কেন পালিয়ে গেলাম না ? ৪০০ বার ব্যালেন্স শুন্য করার পরও এই মার্কেটে ট্রেড করা আমার সারা জীবনের পেশা হিসাবে বেছে নিয়েছি এবং নিয়মিত কাজও করছি৷লাভ ও লস দুটোই করছি এবং করবোই...কেন করছি ? কারন এটাই আমার পেশা৷ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে চাইলে লস দিয়ে দিয়েই দাঁড়াতে হবে৷এটাই নিয়ম৷
ফরেক্স একটি ইন্টার ন্যাশনাল অনলাইন ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস এ আপনি এক দিন এ বা খুব অল্প সময়ে সফল হতে পারবেন না,এই বিজিনেস এ আপনাকে সফল হতে গেলে অব্যশই এই বিজিনেস নিয়ে লেগে থাকতে হবে দিনের পর দিন,আপনি যত এই বিজিনেস এ সময় দিয়ে ট্রেডিং ভালো ভাবে শিখতে পারবেন এতে আপনার অনেক লাভ হবে,আপনি এই বিজিনেস থেকে অনেক কিছু করতে পারবেন,তাই আমাদের উচিত সবার ফরেক্স বিজিনেস এ সফল হবার জন্য এই বিজিনেস এর পিছনে লেগে থাকা।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ কেও যদি লেগে থাকে তাহলে সে ফরেক্স মার্কেট এ সফল হতে পারবে আর ফরেক্স মার্কেট এ ট্রেড শুরুর থেকে যদি মানিমাঙ্গেমেন্ট করে ট্রেড করে তাহলে তার অ্যাকাউন্ট জিরো হবে না। সে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবে আর ফরেক্স মার্কেট এ টিকে থাকলে লাভ এমনিতেই করতে পারবে ফরেক্স মার্কেট এ থেকে।ফরেক্স মার্কেটে আপনাকে সফলতা পাওয়ার জন্য সব সময় এই মার্কেটের সাথে সাথে ভাসতে হবে, লেগে থাকতে হবে আঁঠার মত করে। মার্কেটের সিকুয়েন্স বুঝতে হবে, মার্কেট কখন ভোলেটাইল পজিশনে যাচ্ছে সেটাও আপনাকে এখানে অভজারবেশন করতে হবে, পরিপূর্ণ দক্ষতা অর্জন করে অভিজ্ঞতার মাধ্যমে সঠিক উপায়ে আপনার জ্ঞানকে ট্রেডের মাধ্যমে পূর্ণাঙ্গ রুপ দিতে হবে। তাহলেই আপনি সাফল্য পাবেন।
ভাই ফরেক্স মার্কেট অনেক মজার একটি জায়গা, এখানে কাজ করতে হলে আপনাকে
১। ধৈয্য ধারন করতে হবে,
২। আপনাকে লোভ পরিহার করতে হবে,
৩। আপনাকে মানি মেনেজমেন্ট জানতে হবে,
৪। চোখ-নাক-কান সজাগ রাখতে হবে,
৫। সকল কারেন্সির দিকে সমান দৃষ্টি রাখতে হবে,
৬। আপনার চিন্তা শক্তিকে এগিয়ে রাখতে হবে।
আপনি যদি একজন সত্যিকারের ট্রেডের হতেচান আপনাকে এ কাজগুলো মাথায় রেখে কাজে নামতে হবে। অন্যথায় আসবেন আর যাবেন, কিছুই হবে নাা। শুধু শুধু ফরেক্স এর বদনাম করবে।
বাংলায় একটা কথা আছে রাগ করলেন তো হেরে গেলেন আসলে ফরেক্স এর ব্যাপারে আমি এটা খুব ভালোভাবে অনুভব করতে পেরেছি আসলে যখনই আমি রাগ করে ট্রেড করি তখনই আমার ট্রেড লস হয়। আসলে এই রাগটাকে যদি কন্ট্রোল করা সম্ভব হয় তাহলে লসটাও কন্ট্রোল করা সম্ভব হতো। কিন্তু এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না যার কারণে অনেক বড় ধরনের লস করে ফেলি।আসলে ফরেক্স মার্কেটে আমার অ্যাকাউন্ট জিরো করার রেকর্ড বিশাল আসলে আমি অনেকবার অনেক বড় ধরনের অ্যাকাউন্ট জিরো করে ফেলেছি এটা আমার জন্য খুবই লজ্জার।এই লস এর মাধ্যমে আমার অনেক কিছু শিক্ষা অর্জন করার কথা কিন্তু আমি তার পরেও বারবার একই ভুল করে ফেলেছি এবং এই একটা ভুলের কারণে আমি আমার অ্যাকাউন্ট বারবার জিরো করছি। অথচ আমি এটা থেকে শিক্ষা নিতে পারছি না তাই বলে আমি থেমে নেই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি হেরে যাওয়ার মতো নয় আমি এটার শেষ দেখেই ছাড়বো ইনশাল্লাহ। এবং আমি যেদিন এই রাগ কন্ট্রোল করতে পারব হয়তো বা সেদিনই ভালো কিছু করতে পারব তাই আমি এখান থেকে আরও অনেক কিছু শিক্ষা অর্জন করতে চাই এখান থেকে শেখার অনেক কিছু আছে। এখানে অভিজ্ঞতা অর্জন করতে পারলে অনেক ভালো কিছু অর্জন করা সম্ভব বলে আমি মনে করি তাই এটাকে আমি ছেড়ে দিচ্ছি না এটাকে আমি অনেক ভালোভাবে এবং শক্ত করে ধরে রাখতে চাই এবং এখান থেকে আমি সফলতা অর্জন করতে চাই।
ফরেক্স মার্কেটে প্রায় 100 ভাগের 95 ভাগ ট্রেডার ঝরে যায়। কারণ ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য যে প্রচেষ্টা ও ধৈর্য প্রয়োজন তা সবার মধ্যে থাকে না। ফলে অল্প সময়ে অধৈর্য হয়ে ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়ে যায়। তাই অবশ্যই একজন ট্রেডারকে ধৈর্যশীল হতে হবে। এতে করে ফরেক্স মার্কেটে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব।