আর প্রতিদিন ট্রেড করতে হবে এমন কথা নেই। আপনি সুযোগ বুঝে সময় দেখে ট্রেড নেন। মার্কেট এ সবসময় ট্রেড করতে হবে না। আপনি কখন ট্রেড করলেন সেটাও দেখার বিষয় না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমরা প্রফিট করব।
Printable View
আর প্রতিদিন ট্রেড করতে হবে এমন কথা নেই। আপনি সুযোগ বুঝে সময় দেখে ট্রেড নেন। মার্কেট এ সবসময় ট্রেড করতে হবে না। আপনি কখন ট্রেড করলেন সেটাও দেখার বিষয় না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমরা প্রফিট করব।
বার বার ফেইল করা সিস্টেম কে তো আপনি কখনও রিয়েল ট্রেড এ সেট করবেন না। আপনি তো সেই নিজের সিস্টেমকে ঝালাই করেই নিয়ে আসবেন ডেমো ট্রেড থেকে তাই নয় কি। না কি একটি সিস্টেম পেলেন আর সেই সিস্টেম শুরু করলেন রিয়েল ট্রেড করা। তাহলে তো লস কেউ ঠেকাতে পারবে না। আপনি তো অভিজ্ঞ অল্প কথায় বোঝা উচিত। আর লং টাইম এর কথা বলতে ডি১ কথা বলবো। এটাও তো আপনার বোঝা উচিত। আর লাভ ক্যারি করা মানে যখন লাভ থেকে লসের দিকে যাবে আপনি সেই ট্রেড কেন ধরে রাখবেন কেটে দেন। আর যদি কোন ট্রেড মনে হয়ে লসে চলে গেছে সেটা কেটে দিতে পারেন বা স্টপলস পর্যন্ত রেখে দিতে পারেন। আমার মতামত হলো স্টপলস এর আগেই লস করা ট্রেডকে কেটে দিলে কিছুটা হলেও তো সেভ হবে। আপনি অভিজ্ঞ কিন্তু আপনার মাথা অত্যান্ত গরম আগে মাথা ঠান্ডা করেন ভাল করতে পারবেন। ধন্যবাদ। বি.দ্র. এত ডিটেইলস লিখতে গেলে একটি পোষ্ট হবে অন্তত ২ পাতা। আপনারা পড়তে পারবেন? এত ধৈর্য্য কি আপনাদের আছে।
আসলে আমি ফরেক্স এর একজন লং টাইম ট্রেডার,আমি বেশি এন্ট্রি নিয় না আমি মাসিক ১০ টা এন্ট্রি নিয় একটি টার্গেট নিয়ে আমি আমার নিয়ম মেনে লং ট্রেড করি আর ভালোই সফলতা পাচ্ছি,ভালো পসিশনন এ ট্রেড নিতে পারলে কম এন্ট্রি টে বেশি পিপ্স লাভ করা সম্ভব।
আসলে দিনে কত গুলো ট্রেড করি এটা বলা মুসকিল ।কারন মার্কেট এনালাইস করে আমার অনুকুলে থাকে তাহলে আমি ট্রেড করি ।তাই নির্দিষ্ট করে বলা যাবে না ।
আমার মনে হয় নির্দিষ্ট কোন পরিমাান নেই। আমি ট্রেড অপশন পেলেই ট্রেড নিই। এবং অল্প প্রফিটে ক্লজ করে দেই। তাই আমি একটু বেশি ট্রেড নিয়ে থাকি। আমার মনে হয় যারা স্কাল্পিং করে তারা একটু বেশিই ট্রেড করে থাকে। তবে আমি আমার ট্রেড নিয়ে ভালোই আছি। আমি দিনে ৫-১০ টি ট্রেড নিই। যদি ট্রেডিং অপশন পাই।
প্রতিদিন কয়টা ট্রেড করা উচিত অথবা কয়টা ট্রেড করতে হবে সেটা নির্ধারিত হবে মার্কেটের এনালাইসিস এর উপর। তাছাড়া আপনি কতটুকু ফরেক্সে সময় দিতে পারেন তার উপরেও নির্ধারিত হতে পারে।
বৈদেশিক মুদ্রার বিজ্ঞাপনের ব্যবসায়টি আমাদের থেকে আলাদা, আমরা সাধারণত এখানে বিভিন্ন ধরণের জিব্বারিশ জিজ্ঞাসা করি। এখানে কী ধরণের জিজ্ঞাসাবাদ করা হবে তা আমরা এখনও সঠিকভাবে বুঝতে পারি নি। যেহেতু আমরা এখনও বাজারের সাথে পুরোপুরি পরিচিত নই। সত্যই, আমার এক্সচেঞ্জগুলির খুব কম% সুবিধা রয়েছে। অবিচ্ছিন্নভাবে আপনার ফরেক্স শোকেসে এক্সচেঞ্জ এবং উপকারের প্রয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাকে সন্তোষজনক তদন্ত করতে হবে। 2/1 বার প্রবেশের সুযোগ আসতে পারে। এছাড়াও, আমরা স্বল্প সময়ের ব্যবধানকে কমিয়ে দেওয়ার চেষ্টা করি, উদাহরণস্বরূপ, সংক্ষিপ্ত বিনিময় রূপরেখা, সেই সময়ে প্রতিদিন কয়েকবার বিনিময় করার সুযোগ আসতে পারে। আসলে, আপনার এক্সচেঞ্জিং পদ্ধতি অনুসারে আপনার বিনিময় করা উচিত।
সাধারণত আমি একজন লং টাইম এর ফরেক্স ট্রেডার,আমার এন্ট্রি মাসিক হয়ে থাকে,এবং খুব অল্প অন্যদের তুলনায়,আমি মাসে ৬ থেকে ৭ টি ট্রেড নিয়ে থাকি,এর ভিতর ২ টা স্টপ লস হিট করলেও আমি বাকি ট্রেড গুলা থেকে মোটা মুটি মাস শেষ এ ভালো প্রফিট অর্জন করতে পারি,বেশি এন্ট্রি নিলে বেশি রিস্ক হয়ে যাই তাই অল্প অল্প এন্ট্রি বেস্ট ফর ফরেক্স বিজিনেস আমার মতে।
ট্রেড করার পূর্বে প্রত্যেকের পরিকল্পনা থাকা দরকার। কেননা পরিকল্পনা ছাড়া কোন কিছুতে আয় করা বা সফল হওয়া সম্ভব না। ফরেক্স মার্কেট আপনি প্রতিদিন কিভাবে ট্রেড নিবেন তার পরিকল্পনাও থাকতে হবে। কয়টা কারেনসিতে ট্রেড নিবেন এর পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা বিহীন ট্রেড করে সফল হওয়া যাবে না।
ভাই আমি আমার সিস্টেম অনুযায়ী মার্কেট আমার পজিশনে এলেই আমি সঙ্গে সঙ্গেই ট্রেড নিয়ে থাকি। কেননা ট্রেডিং এর পজিশন পাওয়ার পর সেটিকে কখনই কারও মিস করা উচিত হবে না। তাই আমি সপ্তাহে কখনও কখনও দেখা গিয়েছে যে ১০ টারও উপরে ট্রেড করে থাকি। কারন আমি মনে করি আপনি যত বেশি ট্রেড করবেন, ততই আপনার দক্ষতা ও অভিজ্ঞতাও দিন দিন বাঁড়তে থাকবে।