-
ভাই এখানে আপনি একসাথে একাধিক ট্রেডিং একাউন্ট চালতে পারবেন। তবে একসাথে একি জায়গায় ট্রেড নেওয়াটা একটু কষ্টকর কিন্তু করা যে যাবে না তা কিন্তু নয়, এজন্য আপনি টাইমফ্রেমের ব্যবহারটাকে আলাদা ভাবে রাখতে পারেন আর যদি মনে করেন যে একই সময়ে একই পজিশনে এবং একই টাইমফ্রেমে আপনি ট্রেডিং করতে চান তাহলে আপনাকে এখানে পেনডিং ওর্ডার দিয়ে রাখতে হবে।
-
আমরা ইচ্ছা করলে দুইটি একাউন্ট দুটি আলাদা কম্পিউটারে নিয়ে একসাথে করতে পারেন। আবার একটি কম্পিউটারে যদি করতে চান তাও সম্ভব সেটা হলো এমটি৪ প্ল্যাটফরমে দু্টি একাউন্ট লগইন করা থাকতে হবে, তখন স্যুইচ করে একটার পর একটা ট্রেড নিতে পারেন