-
বর্তমানে ২০২২ সালে ফরেক্স মার্কেটে আমার সবথেকে বড় চ্যালেঞ্জ হল এখান থেকে আমি আমার নিজের একটি সফল প্লাটফর্ম তৈরি করতে চাই এবং আগামীর দিকে আমি ফরেক্স থেকে খুব ভালো কিছু অর্জন করতে চাই যাতে করে আমাকে আর পিছে ফিরে তাকাতে না হয় এবং সর্বোত্তম প্রচেষ্টায় আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই
-
এই বছর আমার চ্যালেঞ্জ হচ্ছে শুধু আমার ডিপোসিটেড ব্যালেন্স বাড়ানো কারণ আমি এখানে ব্যালেন্স বৃদ্ধি করতে চাই কারণ আমার মনে হয় আমার যদি একটি ভালো ব্যালেন্স থাকে তবে আমি ভালো ভাবে ট্রেড পরিচালনা করতে পারবো এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে একটি ভালো ব্যবসা দাড় করাতে পারবো। যদি আমি প্রতিনিয়ত পরিশ্রম করতে পারি আর সঠিক পরিশ্রমের মাধ্যমে আমার রিটার্ন যদি ভালো হয় তবেই আমার লক্ষ্যমাত্রায় আমি পৌছাতে পারবো বলে আমার বিশ্বাস। আমি একজন চাকুরীজীবি আমার 2022 সালের লক্ষ্য হলো ফরেক্স ট্রেডিং এ ক্যরিয়ার গড়া।কারণ প্রাইভেট চাকরি আর ভালো লাগে না। সকাল 09.00 থেকে রাত 08.00 পর্যন্ত ডিউটি সারাদিন কাজ আর কাজ। কোনো ছুটি পাওয়া যাই না।তাই আমি 2022 সালে মধ্যে মাসে 18000 হাজার ইনকাম করতে পারলেই জব আর করবো না, সারাদিন ফরেক্স এ ট্রেডিং করবো কারণ এটি একটি স্বাধীন ব্যবসা।সবাই আমার জন্য দোআ করবেন আমি যেন সফল হতে পারি।