-
ট্রেডার সাধারণত শর্টটার্ম,লংটার্ম আর মিডটার্ম এই তিন ধাপে ট্রেডিং করে থাকে না।এখানে কোন কোন ট্রেডার তাদের স্ট্রাটেজি অনুযায়ী শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা উচিত বলে আবার কিছু কিছু ট্রেডার লং টাইমফ্রেমে ট্রেড করে।লং টাইম ফ্রেমে মার্কেট ওঠানামা বা মুদ্রার মান পরিবর্তন খুব ভালভাবে এনালাইসিস করতে পারে।সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারলে অনেক ভাল প্রফিট সম্ভব।তবে প্রতিটা ট্রেডারের নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি নিয়ে ভেবে তারা কি ধরণের টাইমফ্রেম করে ট্রেড করতে চাই জানতে হবে।তারা কিভাবে তাদের টাইমফ্রেম নির্বাচন করবে তাদের ট্রেডিং স্ট্রাটেজী থেকে তারা ঠিক করবে কেমন করবে লংটার্ম ট্রেডিং না শর্ট টার্ম ট্রেডিং।
-
ফরেক্সে টাইম ফ্রেম মুলত ট্রেডের ব্যাক্তিগত সিদ্ধান্ত । টাইম ফ্রেম মুলত তিন ধরনের হয়ে থাকে । যেমন: সর্ট টাইম ফ্রেম,মিডল টাইম ফ্রেম, লংটাইম ফ্রেম । যেটাতে ট্রেড করা আপনার সুবিধা মনে হয় সে ফ্রেমে আপনি ট্রেড করতে পারেন । তাতে কোন সমস্যা নেই ।
-
আমার জানা মতে তিন ধরনের টাইম ফ্রেম রয়েছে যেখানে ট্রেড করা হয়। লং টাইম ফ্রেম, মিড টাইম ফ্রেম এবং শর্ট টাইম ফ্রেম এই তিনটি টাইম ফ্রেমে ট্রেড করা যায়। যার যে টাইম ফ্রেম ভাল লাগে সে সেই টাইম ফ্রেমে ট্রেডিং করতে পারেন অনেকে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে পছন্দ করে।অবশ্য ব্যালেন্স বেশি হলে যেকোন টাইম ফ্রেমে ট্রেড করা যায়। তবে টাইম ফ্রেম ঘন ঘন চেঞ্জ করলে ভুল ট্রেড হওয়ার সম্ভাবনা থাকে।