ভাই সব বিজনেস এই ঝুঁকি থাকে , ঝুঁকি ছাড়া কখনও কোন বিজনেস হয় না । যেহুতু ফরেক্স ট্রেডিং একটা বিজনেস , সেক্ষেত্রে ফরেক্স এও ঝুঁকি থাকবে এটাই স্বাভাবিক । তবে আপনার টার্গেট হল সর্বনিম্ন রিস্ক নিয়ে ট্রেড করে আপনার কাঙ্ক্ষিত ফলাফল তুলে নেয়া । আমি মনে করি আপনি প্রতি ট্রেডে সর্বচ্চ ১০% রিস্ক নেয়া ঠিক হবে । যেমন ধরুন আপনার ট্রেডিং অ্যাকাউন্ট এ ১০০ ডলার আছে , সেক্ষেত্রে আপনি সর্বচ্চ ১০ সেন্ট এর ট্রেড করতে পারেন ।