-
পৃথীবিতে যত প্রকার ব্যবসা আছে প্রত্যেক্টি ব্যবসাতে লাভ এবং লস আছে। আর ফরেক্স যেহেতু এক প্রকার ব্যবসা তাই এখানেও লাভ এবং লস আছে। আমরা যারা ফরেক্সে কাজ করি এটা আমাদের মাথায় রাখা উচিত। আমরা যদি কখনও লসে পড়ি তাহলে বিচলিত হওয়া উচিত নয়। সব সময় মাথা ঠান্ডা রেখে সুসময়ের জন্য অপেক্ষা করা উচিত। একটা জিনিস সব সময় মাথায় রাখা দরকার যে মাঝে মাঝে লস সবারি হতে পারে। আর লস হয় তাহলে আমাদের উচিত লসের কারন গুলো খুজে বের করে সংশোধন করা।
-
আমরা অনেকে লস কে পুষে রাখি এটা ঠিক না। আমাদের লস হলে লসের কারন খুজতে হবে। হিসাব অনুজায়ী ডিপোজিট এর ৩০% লস হয়ে গেলে এই ট্রেড ক্লোজ করে আবার নতুন ট্রেড করতে হবে। প্রয়োজনে সঠিক এনালাইসিস কাজে লাগিয়ে রিকভারি করতে হবে। এতে সময় লাগলে লাগুক।
-
আমি মনে করি যেদিন ট্রেড এ লস হবে ঐদিন আর ট্রেড না করা ভালো।আর যদি ট্রেড করতে চান তাহলে অনেক চিন্তা ভাবনা করে তাই ট্রেড করবেন।আর বেশি বেশি করে ডেমো একাউন্ট করে প্রাকটিস করবেন।ডেমো একাউন্টে ট্রেড করতে করতে আপনি একটা ভালো ট্রেডার হতে পারবেন।
-
আমি মনে করি যেদিন ট্রেড এ লস হবে ঐদিন আর ট্রেড না করা ভালো।আর যদি ট্রেড করতে চান তাহলে অনেক চিন্তা ভাবনা করে তাই ট্রেড করবেন।আর বেশি বেশি করে ডেমো একাউন্ট করে প্রাকটিস করবেন।ডেমো একাউন্টে ট্রেড করতে করতে আপনি একটা ভালো ট্রেডার হতে পারবেন।
-
আমরা সকলেই জানি যে কোন ব্যবসাতেই লাভ লস থাকবেই। আর এটাই স্বাভাবিক একটা বিষয়। আর ফরেক্সে লস হলে হতাশ না হয়ে কেন লস হলো সেটা খুঁজে বের করে শুধরে নিতে হবে। আর ফরেক্সে ট্রেড করার আগে অবশ্যই ভালো করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে। এবং দক্ষ ও অবিজ্ঞহয়ে ট্রেড করতে হবে। তাছাড়া আরওঅনেক গুলো বিষয় আছে যা মেনে ট্রেড করলে আমার মনে হয় লসের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। তবে লস হলে হতাশ না হয়ে লসটাকে মেনে নিয়ে নতুন করে ট্রেড করতে হবে। যেন পরবর্তীতে লস না হয় সেদিকে খেয়াল রেখে।
-
ফরেক্স ব্যবসায় লস মাথায় রেখে কাজ করতে হবে।তবে সুধু লস করলে তো ফরেক্সে টিকে থাকা অসম্ভব।তাই লস হলে কিছু কৌশল অবলম্বন করতে পারলে ক্ষতির পরিমাণ কম হবে আর একাউন্ট নষ্ট হবার ভয় ও থাকবে না।যখন শুধু লসে থাকবে তখন ট্রেড না করাই ভালো।আর যদি ট্রেড করতে হয় তবে অবশ্যই ছোট লটে ট্রেড করতে হবে।যাতে ক্ষতির পরিমাণ কম থাকে।
-
ফরেক্সে ব্যবসা করতে হলে লাভ লস কে মেনে নিয়েই ব্যবসা করতে হবে।তবে সেই লস এর পরিমাণ টা যদি দিন ,দিন বাড়তে থাকে তাহলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে থাকে,কিন্তু আমার পরামর্শ হলো লস করে হতাশ হওয়া যাবে না।বরং লস এর থেকে শিক্ষা নিতে হবে এবং যে সকল কারনে লস হয়েছে সে সকল ব্যাপারে সচেতন হয়ে নিজেকে শুধরে নিয়ে ছোট ছোট লটে ট্রেড করার মাধ্যমে মার্কেটে টিকে থাকতে হবে ।পাশাপাশি ডেমো একাউন্টে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনি যদি লস করার ফলে ইমোশনাল হয়ে পড়েন। তাহলে দেখা যাবে যে দ্রুত লস রিকভার করার জন্য আপনি অনেক বেশি ট্রেড ওপেন করছেন, আর যেটা আপনার অ্যাকাউন্টের জন্য আরও বেশি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।তাই ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে,এবং যদি দেখেন যে মার্কেটে আপনার বিপরীতে যাচ্ছে তাহলে সামান্য লস দিয়ে ট্রেড ক্লোজ করে পুনরায় আবার এনালাইসিস করে ট্রেড ওপেন করতে পারেন। আশা করি এভাবে আপনি আপনার লস এর পরিমাণ কে কমিয়ে ধীরে, ধীরে প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এ লাভ-লস হবে এটাই নিয়ম।আবার লাভের চেয়ে লস বেশি হতে পারে। তবে লস হলে কখনো ভেঙ্গে পড়া যাবেনা।লসের প্রকৃত কারণ খুজে বের করতে হবে। প্রাথমিক অবস্থায় ফরেক্স ট্রেডিং একটা চ্যালেন্জ।আপনি লাভ না হোক কিংবা সীমিত হোক এভাবে যদি ফরেক্স এ টিকে থাকতে পারেন ভাববেন এটাই আপনার সফলতা।ফরেক্স এ লাভ করতে হলে অনেক বেশি অভিজ্ঞ, পরিশ্রমী,এবং ধৈর্যশীল হতে হবে।আর লাভ করতে চাইলে নিয়মিত,ডেমোতে ট্রেডিং করতে হবে।ডেমোতে যত তাড়াতাড়ি সফল হতে পারবেন মনে রাখবেন রিয়্যাল ট্রেডও তত তাড়াতাড়ি ভালো করতে পারবেন।এজন্য ফরেক্স এ লস হলে মন খারাপ না করে ভাগ্য হিসাবে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি যখন লস করি তখন আমি আমার ট্রেড করা বন্ধ করে দেই এমনকি আমি চার্ট দেখাও বন্ধ করে দেই। কারণ লস করার পর আমি সাধারণত আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। আর অনিয়ন্ত্রিত মন নিয়ে যখন নতুন করে ট্রেড করতে যাই ঠিক তখনই অনেক ভুল করে থাকি যার ফলে আরও লস আসে। তাই আমি লস এর পর কোন প্রকার ট্রেড অপেন করি না। আমার মনে হয় যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না তাদের উচিৎ লস এর পর কিছু সময়ের জন্য ট্রেড করা বন্ধ করে দেওয়া।
-
ফরেক্স ট্রেড এ লস হলে আমি মনে করি ওই দিন ট্রেড না করাটা ভালো. আর যদি ট্রেড করতেই চান তাহলে একটু অপেক্ষা করে দেখা মার্কেট এর অবস্থা। তার পর সুযোক বুজে নূতন ট্রেড করা উচিত। আর ডেমো ট্রেড এর তো কোনো বিকল্প নাই ট্রেড ভালো করে শিখার জন্য ডেমোর কোন বিকল্প নাই।