-
ফরেক্স মার্কেট হলো আন্তর্জাতিক কারেন্সি ব্যবসা এখানে অভিজ্ঞতা দক্ষতা এর বিপরীতে সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয় প্রতিনিয়ত ফরেক্স মার্কেট থেকে অসংখ্য ট্রেডার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এর জন্য অবশ্যই তারা নিজেদেরকে যথেষ্ট পরিমাণ দীর্ঘসময় দিয়ে প্রস্তুত করেছে আসলে একজন ট্রেডার কখনো অল্প সময়ের ভিতর দক্ষতা অর্জন করতে পারে না এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয় ফরেক্স মার্কেটে যদি নিজের টার্গেট পূরণ করতে হয় তাহলে অবশ্যই আগে ফরেক্স মার্কেটে খুব ভালো জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে হবে তবেই এখানে নিজের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে
-
ফরেক্স মার্কেটে কখনো প্রতি মাসে টার্গেট নিয়ে ট্রেড না করাই উচিত।কারন আমি যদি টার্গেট ঠিক করে ট্রেড করি।যদি টার্গেট ফিলাপ না হয়।তখন আমি ওভার ট্রেড করার চেষ্টা করবো টার্গেট ফিলাপ করার জন্য।তবে ফরেক্স মার্কেটে অবশ্যই টার্গেট নিয়ে ট্রেড করতে হবে।তবে টার্গেট টি হবে আমি বেশি ভাগ ট্রেড উইন করবো।বা প্রতি মাসে এক পিপস হলেও লাভ করবো।
-
আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি আমাদের সব ট্রেডাদেরই কম বা বেশি ট্রেডিং টার্গেট থাকে এবং ভালই লাঘে যদি টার্গেট ফিলআপ হয় তবে আমি সচরাচর নিউজ ট্রেড ওপেন করতে সাহস পায়না কারন এই ধারনের ট্রেড গুলোতে বেশি লস হয়ে থাকে তাই আমি সব সময়ই স্বাভাবিক মার্কেটে ট্রেড ওপেন করি এবং স্বাভাবিক প্রফিট করি, আমি সচরাচর মনে পড়ে না কখনও আমার টার্গেট ফিল আপ হয়েছিল বলে। তবে আসলে টার্গেট কি জিনিস তাই কখনও সেট করে ট্রেড করি নি। সব সময় মাথায় একটা জিনিসই ছিল যে - ট্রেড করতে হবে এবং সেই সাথে সাথে প্রফিটও করতেই হবে। এক মাসে ১০০ ডলার দিয়ে ৪০০ ডলার প্রফিট করলেও থামার কোন ইচ্ছাই ছিল না যতক্ষণ না একাউন্ট এর লালবাত্তি জ্বলে।