লস করলে যদিও খারাপ লাগে। কিন্তু প্রথম প্রথম ট্রেড করতে গিয়ে লস হলে মন খারাপ করা উচিত নয়। লস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ফরেক্স মার্কেটে লস করার অনেক কারণ আছে। যদি আপনি লস করেন তাহলে সেই কারণগুলি জানতে পারবেন। এভাবে আপনি পরবর্তীতে সর্তকতা অবলম্বন করার সুযোগ পাবেন এবং বড় ধরনের লস হতে নিজেকে সেফ রাখতে পারবেন। তাই কখনো লস হলে ভেঙে পড়া উচিত নয়। তাছাড়া লস এটা ব্যবসারই অংশ। তাই এটাকে মেনে নিতে হবে।