-
ফরেক্স ট্রেডিং এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। এখানে আপনি সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা ট্রেড করতে পারেন।এখানে অনেকেই আছেন যারা কাজের ফাঁকে ফাঁকে এখানে সময় দেয়। তবে এখানে একটি সুবিধা আছে যেটা হলো একটা ট্রেড ওপেন করে Take Profit দিয়া ট্রেড করি যখন লাভ হয় তখন অটোমেটিক ট্রেড Close হয়ে যাই। যা অন্য কোন কাজে করা যায়না।
-
আপনাকে ফরেক্স ট্রেডিং শিখতে হলে অবশ্যই সময় বের করে আনতে হবে। আসল কথা হলো আপনি যদি ফরেক্সে সফলতা পেতে চান তা হলে অন্তত সাপ্তাহে ৩ দিন সময় বের করুন। আর এই বাবে ৬ মাস থেকে ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দিন। আর আপনি যখন দক্ষ ট্রেডার হয়ে উঠবেন তখন এতো সময় ব্যায় করতে হবে না শুধু মাত্র নিউজ প্রকাশ হবার পরে ট্রেড করে সল্প লাভে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে।
-
আসলে কেউই ২৪ ঘন্টা একটানা কজে ব্যস্ত থাকে না। ২৪ ঘন্টার মধ্যে অবসর সময় অবশ্যই আসে। এই অবসর সময়ে আপনি ফরেক্সে ট্রেড করতে পারেন। আপনি যদি একান্তই ব্যাস্ত থাকেন তাহলে আপনাকে দীর্ঘ মেয়াদী ট্রেডিং প্লান করতে হবে৷ এই ক্ষেত্রে চার্টের মধ্যে আপনি h4 অথবা d1 টাইম ফ্রেম নিয়ে কাজ করতে পারেন। আপনার সময় মতো ট্রেড ওপেন করে মার্কেটের মুভমেন্ট পর্যবেক্ষন করে ট্রেড করুন এবং টেক প্রফিট অপশনে একটা এমাউন্ট উল্লেখ করে দিন। বাজার ওই পজিশনে গেলে আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তবে আপনাকে উপযুক্ত ট্রেনিং নিয়ে তারপর ট্রেড করতে হবে।
-
অনেক উপায় আছে
ভাই আপনি ট্রেডিং এর জন্য সময় বের করতে পারছেন না, এটা আসলে জটিল কোন সমস্যা নয়। আপনি চাইলে সেভাবেই সাজিয়ে-গুছিয়ে সবকিছু ম্যানেজ্যম্যান্ট করে এখানে ট্রেড করতে পারবেন। এটাই এই ব্যবসার একটা ভাল বৈশিষ্ট্য, সুতরাং আপনি লং টাইমফ্রেম নিয়ে কাজ করেন।
-
আপনি যদি ফরেক্স সম্পর্কে মোটামুটি ভাল ভাবে জানেন তাহলে খুব বেশি সময় না দিলেও চলবে। আপনি যে টুকু সময় দিতে পারবেন সেই টুকু সময় শেয়ার মার্কেট ভাল করে দেখে নেবেন। তখন সুযোগ বুঝে দুই একটা ট্রেড ধরবেন এবং যদি বোঝেন যে আপনি সময় দিতে পারবেন না তখন টেক প্রফিট সেট করে রাখবেন। যদি মার্কেট সেই লেভেল এ পৌঁছায় তাহলে ট্রেড গুলো আপনাআপনি বন্ধ হয়ে যাবে। এবং আপনি আপনার প্রাপ্য প্রফিট পেয়ে যাবেন।
-
আপনি সময় পান না এটা মানা যায় না,কারন প্রত্যেকটা মানুষ অবশ্যই কিছুটা ব্যাক্তিগত সময় কাটায় তাই অবসর সময় টা কাজে লাগানো যায় এটা সত্য যে সব মানুষ ফরেক্সে একরকম সময় দিতে পারে না। তাই আপনি স্বল্প সময়ে ট্রেড গুলো করতে পারেন এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন ট্রেড ওপেন করে টেক প্রফিট লাগিয়ে রাখতে পারেন লং ট্রেডের উদ্দেশ্যে তবে এক্ষেত্রে আপনার অবশ্য ব্যালেন্স যথেষ্ট থাকতে হবে।
-
যদি ফরেক্সকে পার্ট টাইম হিসেবে নেন, তাইলে আপনি কাজের পাশাপাশি ফরেক্স ট্রেড এ করতে পারেন। মার্কেট সপ্তাহে.৫ দিন খোলা থাকে। যদি লং টাইম ফ্রেমে ট্রেড করেন, তাইলে আপনার থেকে সব সময় মার্কেট দেখতে হচ্ছে না। তাই লং টাইম ফ্রেমে ট্রেড করুন। তবে ট্রেড এ এন্ট্রি নিলে স্টপ লস অ্যান্ড টেক প্রফিট সেট করে দিবেন। যেইটা আগে হিট হবে, অটোমেটিক ক্লোজ হইয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্যে অনেক সময় আর প্রয়োজন হই না.
তবে ফরেক্স এ ট্রেড করার জন্যে যেটা খুব বেশি প্রয়োজন
সেতা হল ইচ্ছা শক্তি।
দিনের নিদিষ্ট একটা সময় ফিক্সট করে নেন
হক না সেতা অল্প সময় কিন্তু প্রতিদিন করার জন্যে চেস্টা করুন
আর আর আপনি ফরেক্স এর টাইম ফ্রেম দেখে কাজ করুন তাহলে আপনার কাজ অনাক সহজ হয়ে যাবে
আপনার আস পাশে জারা ফরেক্স করে তাদের থেকে হেল্প নেন
ফরেক্স এ দীর্ঘ মেয়াদি প্ল্যান নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনাকে সব সময় ফরেক্স নিয়ে বসে থাকতে হবে না
আপনি চাইলে ফরেক্স এ অনেক মাধ্যমে আছে যেখানে অল্প সময় ব্যয় করেউ ফরেক্স মার্কেটে এ ট্রেড করতে পারবেন
-
ফরেক্স মার্কেটে যে আপনাকে ফুলটাইম দিতে হবে এটা কোন নির্দিষ্টতা নেই। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে যে কোন সময় আপনি এই মার্কেটে দিলেই চলবে। আপনি যদি বেশি সময় না পান তাহলে আপনি দীর্ঘমেয়াদী ট্রেড করতে পারেন। আমার মনে হয় না যে আপনি ২৪ ঘণ্টার মধ্যে সেটার জন্য কোন সময় বের করতে পারবেন না। আমিও তেমন একটা সময় পাই না এই ব্যবসা করার জন্য কারণ আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর আপনি তো জানেনই সেখানে জব করে সময় বের করা কতটা কঠিন। তারপরও আমি যতটুকু সময় পাই সেখান হতে কিছু সময় আমি এই মার্কেটে ব্যয় করি এনালাইসিস করার জন্য। যখন আমি কোন পেয়ার পাই ট্রেড করার জন্য তখন আমি সেখানে দীর্ঘমেয়াদী এন্ট্রি হই তারপর আর মার্কেট না দেখলেও চলে আমার।
-
ফরেক্স মার্কেট যেহেতু 24 ঘন্টাই খোলা থাকে এবং একজন ট্রেডার চাইলে তার পছন্দমত যেকোন সময় এই মার্কেটে ট্রেডিং করতে পারে।তাই আপনাকে বলব আপনি যখনই সময় পাবেন তখনই এই মার্কেটে ট্রেড ওপেন করতে পারবেন এবং ট্রেড ওপেন করার সময় অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট এর ব্যবহার করবেন।তাহলে সব সময় আপনাকে মার্কেটের দিকে নজর রাখার প্রয়োজন হবে না আপনি মার্কেটে একটিভ না থাকলেও মার্কেট আপনার নির্ধারিত পজিশনে পৌঁছানো মাত্রই অটোমেটিকভাবে আপনার ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। তাছাড়া আপনি ডে অন চাট ব্যবহার করে ট্রেডিং করতে পারেন। কেননা ডে অন চ্যাট ব্যবহার করার মাধ্যমে আপনি শুধুমাত্র একবার মার্কেটে প্রবেশ করেও ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারবেন। তাই আমার কাছে মনে হয় আপনার জন্য ডে অন চার্ট ব্যবহার করে ট্রেডিং করাই লাভজনক হবে।