-
আমি আমার এক ফরেস্ক স্টুডেন্টের বলে ছিলাম যে মার্কেটের ভাব বুঝে দিনে দুটো একটা ট্রেড করো কিন্তু সে কি করলো ইনভেস্ট করলো প্রতিনিয়ত সে লাভ করছে প্রচুর আমি বলেছিলাম তুমি দিনে কয়টা ট্রেড করো সে আমাকে বলে আমি দিনে পাঁচ থেকে ছয়টা ট্রেড করি আসলে আমরা যদি ফরেস্কে চেষ্টা করি মার্কেট বুঝে ট্রেড করি তাহলে দিনে একটা দুইটা ট্রেড এনাফ
-
মার্কেট যেহেতু আমাদের চাওয়া পাওয়া অনুযায়ী চলে না তাই এখানে আপনার ঠিক করা উচিত হবে না যে আপনি দিনে কতটি ট্রেড করবেন । ট্রেড ওপেন করার জন্য কোন ডেইলি টার্গেট নেয়া ঠিক নয় । আপনার এনালাইসিস অনুযায়ী মার্কেটে প্রবেশ করার জন্য আপনি যদি উপযুক্ত মনে করেন তাহলেই আপনি ট্রেড ওপেন করবেন । সে ক্ষেত্রে যদি আজ মার্কেট আপানার প্রতিকুলে থাকে তাহলে আপনি কোন ট্রেডই ওপেন করবেন না । আপনাকে সঠিক সময়ে মার্কেটে এন্ট্রি করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে । আর তা যদি না করে মনগড়া ট্রেড ওপেন করেন তাহলে লাভের চেয়ে লস আরও বেশী হবে ।
-
এক দিনে কয়টি ট্রেড করা যাবে তা নির্ভর করবে আপনার ব্যালেন্সের ওপর। যদি মার্কেট অনুকুলে থাকে আর ইনভেস্ট বা বোনাস ব্যালেন্স বেশি থাকে তবে অনেকগুলো করা যাবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে ট্রেড মার্জিন সর্বনিম্ন ৫ থাকতে হবে। তবেই ০.০১ সেন ট্রেড করা যাবে। তবে একজন দক্ষ ট্রেডার কখনোই একাধিক ট্রেড করে না। মার্কেট এনালাইসিস করে ১- ৩ টি ট্রেড করে থাকে।
-
আমি মনে করি আপনি ট্রেডিং সিস্টেম অনুযায়ী মানি ম্যানেজমেন্ট হিসাব করে আপনার ব্যালেন্স অনুযায়ী যতগুলো ট্রেড আপনি বিবেচনা করে পাবেন সেইলট অনুযায়ী ট্রেড করা উচিত। আপনি যদি মানি ম্যানেজমেন্ট আওতার বাইরে গিয়ে ট্রেড করেন তবে অবশ্যই এটা ট্রেড ঝুঁকিপূর্ণ হবে। আর এই কারনেই মানি ম্যানেজমেন্ট রুলস অনুসরণ করা খুবই জরুরী।
-
আপনি একদিনে কয়টি ট্রেড করবেন সেটা নির্ভর করে মূলত আপনার নিজস্ব ট্রেডিং সিস্টেম ও আপনার অভিজ্ঞতা ও দক্ষতার উপর, অর্থাৎ আপনি যদি ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকেন, এবং শর্ট টাইম ফ্রেমে ট্রেডিং বা স্কাল্পিং করে থাকেন, তাহলে আপনি একদিনে বেশ কয়েকটা ট্রেড করতে পারবেন, কারণ এই সিস্টেমে ট্রেড ক্লোজ করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না।অন্যদিকে আপনি যদি লং টাইম ফ্রেমে ট্রেডিং করে অভ্যস্ত থাকেন বা লং টাইম ফ্রেমে ট্রেডিং করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি একদিনে একটার বেশী রেড করতে পারবেন না। কখনো কখনো একটা ট্রেড ওপেন করার পরে সেটাকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় ক্লোজ করার জন্য এক সপ্তাহ সময়ের প্রয়োজন হয়ে থাকে। সে হিসাব করলে আপনি এক মাসের সর্বোচ্চ 4 থেকে 5 টা ট্রেড করতে পারবেন।তবে আমার কাছে শর্ট টাইম ট্রেডিং এর থেকে লং টাইম ফ্রেমে ট্রেডিং করাটাই বেশি লাভজনক ও সুবিধা সম্পন্ন বলে মনে হয়। কারো নাই এই পদ্ধতিতে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট করা যায় এবং এতে লস হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই বলব প্রতিদিন একাধিক ট্রেড না করে বরং বুঝেশুনে একটি ট্রেড ওপেন করে নিজের লক্ষ্যমাত্রায় ক্লোজ করার চেষ্টা করুন, কি করে খুব ভাল প্রফিট করতে পারবেন।
-
এক দিনে কয়টা ট্রেড করবেন এই টা আমি সঠিক বলতে পারবোনা,কারন আমি একজন লং টাইম ট্রেডার আমি খুব কম এন্ট্রি নিয়ে থাকি,অনেক দিন সপ্তাহ হয় এন্ট্রি পাই না,কিন্তু আপনাকে এই টুকু বলতে পাতি প্রতেক দিন এন্ট্রি না নিয়ে সঠিক এন্ট্রি দেরিতে পেলেও নিন তাতে আপনি লাভবান হবেন।
-
আসলে আপনি একদিনে কয়টা ট্রেড করবেন এটা নির্ভর করবে পুরোপুরি আপনার নিজের উপর। এখানে মুখ্য হলো আপনার নিজের ট্রেডিং স্টাটিজের উপর নির্ভর করবে আপনার ট্রেডিং করার দক্ষতার উপর। আপনি যদি ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অবিজ্ঞ হয়ে থাকেন এবং মার্কেট যদি আপনার নিজের অনুকূলে থাকে তাহলে আপনি আপনার নিজের ইচ্ছে মতো ট্রেড করতে পারেন। আর এখানে অনেকে আছেন যারা স্কালপিং করেন তারা দিনে অনেক গুলো ট্রেড করতে পারেন এবং যারা লং টাইম ট্রেড করেন তারা চাইলেও দিনে অনেক গুলো ট্রেড করতে পারেন না। ধন্যবাদ
-
দিনে কয়টা ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার মূলধনের উপর আপনার মুলধন যদি পর্যাপ্ত থাকে আপনি বেশি করতে পারবেন আর যদি মূলধন কম থাকে সে ক্ষেত্রে কম করাই ভালো। তবে আর যাই করেন একটা জিনিস সব সময় মাথায় রাখবেন যে আপনার মূলধন অনুযায়ী হিসাব করে করবেন যাতে করে মুলধন শূন্য হয়ে না যায় গেলে আপনার অ্যাকাউন্টটি অকার্যকর হয়ে যাবে।
-
আমার মতে আপনি আনলিমিটেড ট্রেড নিতে পারেন দিনে কিন্তু সেটা নিবর করবে আপনার ফ্রি মারজিন এর উপর।তবে সল্প ট্রেড করে প্রফিট বের করাই হচ্ছে দক্ষ ট্রেডার এর কাজ।অনেক সময় মার্কেট মুভমেন্ট এর উপর বিবেচনা করে ট্রেড কম বেশি করা হয়ে থাকে।
-
আমি আমার এক ফরেস্ক স্টুডেন্টের বলে ছিলাম যে মার্কেটের ভাব বুঝে দিনে দুটো একটা ট্রেড করো কিন্তু সে কি করলো ইনভেস্ট করলো প্রতিনিয়ত সে লাভ করছে প্রচুর আমি বলেছিলাম তুমি দিনে কয়টা ট্রেড করো সে আমাকে বলে আমি দিনে পাঁচ থেকে ছয়টা ট্রেড করি আসলে আমরা যদি ফরেস্কে চেষ্টা করি মার্কেট বুঝে ট্রেড করি তাহলে দিনে একটা দুইটা ট্রেড এনাফ