-
স্টেপ লস মূলত অনাকাঙ্ক্ষিত লসের হত থেকে আপনার একাউন্ট রক্ষা করে। স্টেপ লস একাউন্ট জিরো এর হাত থেকে রক্ষা করে। আপনি যদি স্টপ লস দিয়ে থাকেন তবে মার্কেটের বড় মুভমেন্টে মার্কেট আপনার প্রতিকুলে গেলেও তাতে করে নির্দিষ্ট স্টপ লসেই ট্রেড ক্লোজ হবে।এতে করে আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে।
-
স্টপ লস বড় ধরনের লস হতে একাউন্টকে রক্ষা করে মার্কেট যখন প্রতিকূলে অতিরিক্ত মুভমেন্ট করে তখন স্টপ লস একাউন্টকে এই ঝড়ের হাত থেকে বাঁচতে সাহায্য করে। একটি নির্দিষ্ট লসে ট্রেড ক্লোজ করাই এর কাজ। একাউন্টকে সুরক্ষা প্রদান করে থাকে স্টপ লস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ট্রেডার এর জন্য বিশেষ করে নতুনদের জন্য।
-
ফরেক্স মার্কেট এ আমার অনেক বার ব্যালেন্স শূন্য হয়েছে,তার কারণ হয়ছে আমি স্টপ লস ব্যবহার না করার করার কারণে,স্টপ লস ব্যবহার প্রতেক ট্রেডারদের এন্ট্রি সাথে ইউজ করা উচিত,কারণ ফরেক্স মার্কেট এর মুভমেন্ট যে কোন সময় চেঞ্জ হতে পারে তাই ব্যালেন্স সেফ রাখার জন্য স্টপ লস ব্যভার করা উচিৎ।
-
ফরেক্স মার্কেটে যারা ট্রেডে কাজ করে অনেক সময় লাভ অনেক সময় লস হয় উভয় আপনাকে ট্রেড করতে হবে। যখন ট্রেড করবেন তখন আপনার মূলধন যদি স্বল্প পরিমাণ থাকে বা আপনার ট্রেডে কোনো রকম অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আপনি স্টেপ লস ব্যবহার করতে পারেন। এতে করে নির্দিষ্ট পরিমাণ লস এর পরে আপনার ট্রেড গুলো অটোমেটিক কেটে যাবে আর যদি লাভ হয় তাহলে সেটা আনলিমিটেড লাভ হবে ।
-
ফরেক্স একটি অনলাইন নির্ভর ব্যবসা।আর এই ব্যবসা অনেকটা রিস্কি বিজনেস ও বলা চলে।ভূল ঔষুধ প্রয়োগে যেমন রোগীর প্রাণ হানি হয় ঠিক তেমনি সামান্য ভূলে ফরেক্স বিজনেসে অনেক বড় লস হয়।আর লসের হাত থেকে রক্ষা করতে পারে স্টপ লস।
ফরেক্স এ ট্রেড করার ক্ষেত্রে স্টপ লস ব্যবহারের যেমন সুবিধা রয়েছে পাশাপাশি সঠিক ট্রেডিং জ্ঞান না থাকলে আমি মনে করি স্টপ লস ব্যবহার করা মানে ধীরে ধীরে মূলধনকে কুক্ষিগত করা অর্থাৎ একটু একটু করে হারিয়ে ফেলা।ফরেক্স এ ট্রেড করার পর মার্কেট সবসময় ট্রেড সহায়ক হবে এমনটা সব সময় নাও হতে পারে কখনো কখনো প্রতিকূল পরিস্থিতিতে মার্কেটের বিপরীতে অবস্থান অনেক ট্রেডার কে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে অর্থাৎ উক্ত ট্রেডার গনকে একটু একটু করে লস এর দিকে অগ্রসর হতে হয় প্রতিকূল পরিস্থিতিতে এইভাবে যদি মার্কেট অনেক বেশি বদলে যায় তবে সে ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হতে পারে আর উক্ত বিপদের হাত থেকে ট্রেডিং একাউন্ট কে বাঁচানোর ক্ষেত্রে স্টপ লস এর ভূমিকা ব্যাপক। তবে আবার অনেক সময় দেখা যায়সব ঠিক মার্কেট এনালাইসিস জ্ঞান না থাকার কারণেঅনেক ট্রেডার সঠিকভাবে স্টপ লস নির্ধারন করতে পারে না যে কারণে তার নির্ধারণকৃত প্রতিকূল মার্কেট প্রাইস মার্কেট অগ্রসর হওয়া মাত্রই ট্যাগসমূহ ক্লোজ হয়ে যায় এবং লস সমূহ একাউন্ট ব্যালেন্স থেকে বিয়োগ হয়ে যায় এভাবে ধীরে ধীরে স্টপ লস ট্রেডিং ব্যালেন্স কে একটু একটু করে কমিয়ে ফেলে।নিঃসন্দেহে স্টপ লস অবশ্যই ট্রেড সহায়ক একটি অপশন তবে তখনই সেটি ট্রেড সহায়ক হবে যখন একজন ট্রেডারের সঠিক ট্রেডিং জ্ঞান বিদ্যমান থাকবে ট্রেড সমূহ সঠিক ট্রেডিং জ্ঞান ও কৌশল এর আওতায় করা হবে।স্টপ লস ব্যবহার করে খুব কম লস হয়।এতে লসের হার কম হবে তাই এটা সবার ব্যবহার করা উচিত
-
স্টপ লস টুলটি ফরেক্স ট্রেডিং এর এক অবিচ্ছেদ্য বিষয় । আমরা অনেকেই বলি যে আমাদের লোভ থেকে দূরে থাকতে হবে যা অনেকেই আবার নিজের মনকে কন্ট্রোল করতে না পেরে লোভের সাগরে হারিয়ে যাই । ফলে ক্যাপিটাল জিরো হয়ে যায় আর ফরেক্স ব্যবসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি কিন্তু স্টপ লস টুলটি ব্যবহারের মাধ্যমে এই সব কিছু থেকেই আমরা নিজেদের এড়াতে পারি । তাছাড়া মার্কেটের দিকে বার বার খেয়াল রাখতে হয় না ফলে আমরা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরি না আর আমাদের ক্যাপিটালও সুরক্ষিত থাকে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রফিট দুটোই ব্যবহার করা বাঞ্ছনীয়। স্টপ লস ব্যবহার না করলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য স্টপ লস ব্যবহার করা খুবই জরুরি। স্টপ লস ব্যবহার করা মানে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার পার্সেন্টেজ কমিয়ে দেয়। অর্থাৎ আপনি অনেকটা রিস্কি ফ্রী ফিল করবেন।
-
ভাই কারন একটাই সেটা হলো আপনি যাতে পরবর্তিতে আরও ট্রেড নেওয়ার সুযোগ পান। এখন একটা মাত্র এন্ট্রি নিয়েই যদি আপনি আর পরে ট্রেড করতে না পারেন, আপনার ব্যালেন্স যদি একেবারে জিরো হয়ে যায়, তাহলেতো ভাই পরে আর ঐ একাউন্ট দিয়ে ট্রেড করার সুযোগ পাবেন না। আর একারনেই মূলত স্টপ লস ব্যবহার করতে হয়।
-
আমার সাত বছরের এক্সপেরিয়েন্স থেকে প্রমান পেলাম সাময়িক লোকসান হলেও স্টোপ লস ব্যবহার করতে হবে। কারন এই সপ্ল লস এক সময়ে বিরাট লোকসানে পরিনত হবে। তাই আজ থেকে সপ্ল লাভ লসে খুশি থাকুন। ডেইলির ট্রেড ডেইলি ক্লোজ করুন। প্রতিটি ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করুন। মানিমেনেজমান্ট করে ট্রেড করুন।
-
স্টপ লস ব্যবহার করার একটাই কারন সেটা হচ্ছে আপনার একাউন্টি যাতে সুস্থ থাকে, নিরাপদ থাকে। কারন একটা ট্রেডে মার্কেট আর কতটুকু পরিমাণ মুভ করতে পারে সেটা কিন্তু আমরা কেহই বলতে পারিনা। সুতরাং আপনি যাতে পরবর্তিতে আরও অনেকগুলো ট্রেড করতে পারেন কিংবা ব্যালেন্সটাকে ধরে রাখতে পারেন, অথবা ব্যালেন্স যাতে একেবারে জিরো না হয়