-
ভাই আপনি এখানে যে কোন একটা ট্রেডিং সিস্টেম নিয়ে ট্রেড করতে পারেন, তবে আপনাকে এই মার্কেট সম্পর্কে শুধু একটু ধারণা নিয়ে স্বাভাবিকভাবে কাজ করার মন-মানসিকতা গড়ে তোলার অভ্যাস করতে হবে, লস সমূহ মেনে নিয়ে সেটার যথাযথ কারনগুলো খুঁজে পেতে হবে। তাহলেই একটা সময় গিয়ে দেখবেন আপনার নিজস্ব একটা সিস্টেম বা স্ট্রাটিজি আপনি নিজেই তৈরি করে ফেলেছেন।
-
ইন্সটাফরেক্স সে অনেক ধরনের লোক কাজ করে তবে এখানে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা প্রত্যেকেই তার নিজের মতে বা যে কোন একটি সিস্টেম অবলম্বন করে কাজ করে। যেহেতু ট্রেডিং করাটা একটি ব্যবসায় ইনভেস্ট করা বা ব্যবসায় সম্মিলিত কাজ সে ক্ষেত্রে অবশ্যই ট্রেডিং করতে হলে আপনাকে স্থির ভাবে চিন্তা ভাবনা সবকিছু বুঝে শুনে পরিবেশ-পরিস্থিতির উপরে ডিপেন্ড করে তারপরে আপনাদের ট্রেড করতে হবে। আপনি যখন সবকিছু বুঝতে পারবেন কোনটা কোন ভাবে করা উচিত তখন আপনার ব্যালেন্স অনুযায়ী অথবা মুনাফা অর্জন করার চাহিদা অনুযায়ী আপনি ট্রেড করতে পারেন। তবে আমার মতে ট্রেড করার নির্দিষ্ট কোনো সিস্টেম নেই, প্রতিনিয়ত মার্কেট যেহেতু আপডাউন করে থাকে এবং আমরা তার উপর ডিপেন্ড করে কাজ করে সেতু কোন সিস্টেমের প্রশ্নই আসে না। তবে হ্যাঁ আপনি যখন সকল বিষয়টি বুঝতে পারবেন তখন আপনি নিজেই ট্রেড করার সময় বুঝবেন আপনার কোনটা করা উচিৎ হয়তোবা অনেকেই এটাকে সিস্টেম বলে ধরে থাকে।
-
আসলে আমি এই ব্যবসা বর্তমানে পার্ট টাইম হিসেবে ব্যবহার করতাছি তাই যখন আমি অতিরিক্ত সময় পাই ঠিক তখনই আমি এই ব্যবসায় ট্রেড করি। যার প্রেক্ষিতে আমি সবসময় দীর্ঘমেযাদী ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকি। ফলে যে সমস্ত স্ট্রেটেজি দীর্ঘমেয়াদী ট্রেড করতে সাহায্য করে থাকে আমি ঐসকল স্ট্রেটেজি ব্যবহার করে থাকি। তাই আমি মনে করি যারা আমার মত এই ব্যবসায় কম সময় দিতে পারে তারা আমার মতই যেন দীর্ঘমেয়াদী ট্রেড করে থাকে। কারণ দীর্ঘমেয়াদী ট্রেড অনেক লাভজনক এবং সেখানে মানষিক কোন প্রেসার থাকে না।
-
হাই বন্ধুরা এখন আপনি প্রযুক্তিগত বিশ্লেষণের প্রাথমিক বিষয়গুলি শিখেছেন। আসুন এখন এই সমস্ত তথ্য একত্রিত করুন এবং একটি সহজ ট্রেডিং সিস্টেম তৈরি করুন এটি আপনাকে নিজের বৈদেশিক মুদ্রার ট্রেডিং সিস্টেম বিকাশ করার সময় আপনার কী সন্ধান করা উচিত সে সম্পর্কে ধারণা দেওয়া উচিত। এই সিস্টেমটি গড় ক্রসওভার সিস্টেমে চলছে, যা দীর্ঘ বা সংক্ষিপ্ত যেতে হবে তা নির্ধারণ করতে চলন্ত গড় ব্যবহার করে। কোনও ব্যবসায় প্রবেশের পূর্বে নিশ্চিতকরণের জন্য অতিরিক্ত প্রযুক্তিগত সূচকগুলিও ব্যবহৃত হয়। নির্দিষ্ট "স্ফটিক পরিষ্কার" এন্ট্রি এবং প্রস্থান স্তরগুলি স্থাপন করতে আপনি এই বিভিন্ন প্রযুক্তিগত সূচকগুলি ব্যবহার করতে শিখবেন। ট্রেডিং সিস্টেমটি 3 টি সহজ ধাপে তৈরি করা যেতে পারে: আপনার টাইম ফ্রেমটি সংজ্ঞায়িত করুন আপনার এন্ট্রি ট্রিগার (গুলি) নির্ধারণ করুন আপনার প্রস্থান ট্রিগার (গুলি) নির্ধারণ করুন
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের একটা ভালো স্ট্রেটিজি প্রয়োজন। কেননা কোন সিস্টেম ছাড়া আমরা নিয়মিত প্রফিট করতে পারব না। প্রফিট করার জন্য যে কোন একটি সিস্টেম মেনে ট্রেড করতে হবে। আর সিস্টেম ছাড়া ফরেক্স থেকে আয় করা সম্ভব না।
-
আসলে ট্রেডিং সিস্টেম নির্বাচন করার ক্ষেত্রে দেখতে হবে কোন সিস্টেম থেকে আপনি ভাল উপার্যন করতে পারেন। দীর্ঘদিন ডেমোতে আপনি একটি একটি সিস্টেম ট্রাই করে নিজেকে সংযুক্ত করে নিতে হবে। আর সব সময় একটি সিস্টেম দিয়ে আপনি লাভবান হতে পারবেন না কখনও কখনও দেখবেন মার্কেট বুঝতে পারছেন না তখন ট্রেড থেকে বিরত থাকবেন এবং শুধু দেখতে থাকবেন কি হয়। আসলে ফরেক্স ট্রেড এর জন্য পারফেক্ট কোন স্ট্রেটেজি বা সিস্টেম নেই। আপনাকে যা করতে হবে সেটা হলো মানিম্যানেজমেন্ট করে লাভ বের করে নিতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের একটা ভালো স্ট্রেটিজি প্রয়োজন। কেননা কোন সিস্টেম ছাড়া আমরা নিয়মিত প্রফিট করতে পারব না। প্রফিট করার জন্য যে কোন একটি সিস্টেম মেনে ট্রেড করতে হবে। আর সিস্টেম ছাড়া ফরেক্স থেকে আয় করা সম্ভব না।
-
ফরেক্স মার্কেটে কোন ট্রেডিং সিস্টেমে ট্রেড করলে ভালো হবে সেটা নির্ভর করে একান্তই ট্রেডারের দক্ষতার উপর । একাক জনের ট্রেডিং সিস্টেম একাক রকমের হয়ে থাকে । তাই যে যেমন ভাবে ট্রেড করতে পছন্দ করে সেভাবেই ট্রেড ওপেন করা উচিত,,, তাহলে নেই সিস্টেমর উপর তার অনেক ভরসা সৃষ্টি হবে এবং পরবর্তীতে ভালো প্রফিট অর্জন করতে পারবে,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স মার্কেটে অনেকে অনেক ট্রেডিং কৌশল ব্যাবহার করে ট্রেড করে । আমি সাধারণত লং টার্ম ট্রেডিং কৌশল ব্যাবহার করি । তবে আমি মনে করি নতুন অবস্থায় আপনি শর্ট টার্ম ট্রেডিং কৌশল ব্যাবহার করতে পারেন । যখন ট্রেডিং করতে করতে আপনার ট্রেডিং অভিজ্ঞতা ভালো হয়ে যাবে তখন আপনি লং টার্ম ট্রেডিং করতে পারেন । লং টার্ম ট্রেডিং করতে মূলধনটা বেশি হলে অনেক সুবিধা হয় ।
-
ট্রেডিং সিস্টেমই ত এখনও দাড় করাতে পারলাম না আবার লাভ করা! অনেক দিন ধরে এর পেছনে সময় দিয়ে যাচ্ছি একটা স্ট্রাটেজি তৈরী করার জন্য। কিন্তু যেই স্ট্রাটেজিতে ই ট্রেড করতে শুরু করি প্রথমে খুব ভাল কাজ করলেও এক পর্যায়ে তা ফেইল মারে। এখন পর্যন্ত অনেকগুলো দেখলাম। কোনটাতে সাসটেইনএবল প্রফিট করতে পারি নি।