-
ফরেক্স মার্কেটে স্টপ লস ও টেক প্রফিট দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে ও প্রতিটি ট্রেড ওপেন করার পর টেক প্রফিট স্টপ লস দেওয়া উচিত। এর ফলে আপনি বড় ধরনের লস এর থেকে রেহাই পাবেন অন্যদিকে আপনার নির্ধারিত প্রফিট নিতে পারবেন। তবে নতুন বেশিরভাগ ট্রেডার স্টপ লস ব্যবহার না করে লস এর সম্মুখীন হয়। আপনি যদি স্টপ লস ব্যবহার করেন তবে আপনি আপনার বিপরীতে নির্ধারিত লট অনুযায়ী যাওয়ার পর আপনার ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং আপনি নতুনভাবে মার্কেটে এনালাইসিস করে নতুন ভাবে সিদ্ধান্ত নিয়ে। ট্রেড শুরু করতে পারবেন আর যদি আপনি স্টপ লস ব্যবহার না করেন। সেক্ষেত্রে আপনার লস এর সংখ্যা বাড়তে থাকবে, একটি পর্যায়ে এসে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। তাই আমার মতে এ স্টপ লস ব্যবহার করা প্রতিটি ট্রেডে উচিত।
-
স্টপ লস ব্যবহারের পক্ষে এবং বিপক্ষে অনেকেই তাদের নিজস্ব যুক্তি দ্বার করিয়েছেন। কারো যুক্তি ফেলে দেয়ার মত না তবে লক্ষণীয় বিষয় হচ্ছে – যারা স্ক্যাল্পিং বা শর্ট ট্রেড করেন, তাদের একাউন্ট যদি ভারী হয় অর্থাৎ ব্যালেন্স যদি বেশি থাকে আর লট সাইজ যদি ছোট হয় আর মার্কেট যদি তাদের বিপরিতে চলেও যায়, তাদের ক্ষেত্রে স্টপ লস ব্যবহার না করলে খুব একটা সমস্যা নাও হতে পারে। কিন্তু যাদের ব্যালেন্স কম তারা যদি স্টপ লস ব্যবহার না করেন আর মার্কেট যদি তাদের বিপরিতে চলে যায়, তবে তা তাদের জন্য দুশ্চিন্তুার কারন হতে পারে পাশাপাশি তাদের একাউন্ট শূন্য হবারও সম্ভাবনা থাকে।
-
টপ লস ফরেক্স ট্রেডিংয়ের এমন একটি সিস্টেম যার মাধ্যমে কোন ট্রেডার নিজের লসকে পূর্ব থেকেই নির্ধারণ করে রাখতে পারেন যারা হয়ত একাউন্ট কোন এক সময় টিকিয়ে নাও রাখতে পারে। স্টপ লস ছাড়া এই পর্যন্ত ট্রেড করেছেন তারা ফরেক্স মার্কেট এ কোন দিন টিকে থাকে নি। আর থাকবেও না। তারা সীমিত সময়ের জন্য প্রফিট করলেও দীর্ঘ সময় টিকে থাকতে পারে না।
-
ফরেক্স ট্রেডের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই স্টপ লস । আমি ফরেক্সে নতুন, তাই আমার এ সম্পর্কে তেমন কোন ধারনা নেই । তবে এটুকু ধারনা করছি যে, স্টপ লস ব্যাবহার করা খারাপ না ।কারন আমরা সারাক্ষন কম্পিউটারের সামনে বসে থাকি না । সে ক্ষেত্রে স্টপলস ব্যাবহার করলে আমার মনে হয় অতিরিক্ত লসের হাত থেকে বাচতে পারবো ।
-
ফরেক্স মার্কেট এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হয়ছে স্টপ লস,স্টপ লস ইউজ করে ট্রেড করা আমাদের সবার উচিৎ আমি ব্যাক্তিগত ভাবে মনে করি,কারণ ফরেক্স মার্কেট এর মুভমেন্ট পরির্বতন হতে সময় লাগেনা,মার্কেট যে কনো সময় আপনার ট্রেড এর বিপরীতে চলে যেতেই পারে তাই বড় ধরনের লস এর হাত থেকে সেফ থাকতে স্টপ লস ব্যবহার করা উচিৎ।
-
আমরা যারা কম ব্যালেন্স নিয়ে ট্রেড করে থাকি স্টপ লস ব্যাবহার করা উত্তম বলে আমি মনে করি,কারন যেহেতু আমাদের ব্যালেন্সের পরিমান বেশি থাকে না তাই আমরা যদি স্টপ লস সেট না করে ট্রেড করি, তাহলে কোন সময় ব্যালেন্স শুন্য হয়ে যাওয়ার চান্স থেকে যায়,তবে অনেকেই স্টপ ব্যাবহার করতে চায় না,ফলে তাদের লসের পরিমানটা ও বেশি হয়,কেননা এমন ট্রেডার এর সংখ্যা খুবই কম যারা স্টপ লস ব্যাবহার করে না কিন্তুু কখনোই ব্যালেন্স শুন্য হয়নি,তাই নতুন ট্রেডারদের প্রতি আমার পরামর্শ হল স্টপ লস ব্যাবহার করে ট্রেড করা,যাতে করে তারা তাদের লস গুলোকে সীমাবদ্ধ রাখতে পারবে,ফলে তাদের ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং দীর্ঘদিন ফরেক্সে টিকে থাকতে পারবে।
-
2 Attachment(s)
আমার মনেকরি ফরেক্স এ স্টপ লস ব্যবহার করা উচিত , স্টপ লস ব্যবহার করলে আমাদের একাউন্ট সুরক্ষিত থাকবে । তবে স্টপ লস যদি কেউ ব্যবহার করতে না চান তাহলে অবশ্যই তার একাউন্টে ব্যলেন্স বেশী থাকতে হবে এবং একটি পেয়ারে ট্রেড করতে হবে ও একসাথে একটির বেশী ট্রেড করা যাবে না । তবেই মাকেট যত লসেই যাক না কেন কোন কোন দিন আপনার পক্ষে আসবে এবং আপনি প্রফিটে থাকবেন । তবে আমরা বেশীর ভাগ ট্রেডার এইভাবে ধৈয ধরে ট্রেড করতে রাজি নয় , তাই আমাদের স্টপ লস ব্যবহার করা উচিত । [ATTACH=CONFIG]8006[/ATTACH]
-
আমাদের সমস্যা হলো বেশীর ভাগ ক্ষেত্রে অভার ট্রেডিং করি অর্থাত দিনে ট্রেড করি ৫-১০টা যার কারনে স্টপলস ব্যবহার করার যেসব নিয়ম আছে সেগুলো না মেনেই স্টপলস ব্যবহার করি। যার কারনে দেখা যায় ৫টার মধ্যে ৪টাতে স্টপড আউট। আসলে স্টপলস সঠিকভাবে ব্যবহার করতে হলেও অন্তত ৩ মাস প্র্যাকটিস করতে হবে ডেমোতে যদি সঠিক স্টপলস ব্যবহার করা যায়। আসলে স্টপলস থাকবে বড় অর্থাত মার্কেট স্ট্রাকচার এর বাইরে। কারন মার্কেট একটি দিকে চলার জন্য বার রিট্রেস করে যার কারনে আমরা স্টপআউট হয়ে যাই। আর বেশী বড় লটে ট্রেড নেওয়ার কারনেও অনেক সময় আমাদের একাউন্ট জিরো হয়। আমার মনে হয় ট্রেড করতে হলে ঝুকি নিতে হবে আর মাঝে মাঝে লস হবে এটাই সত্য।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য একাউন্ট টা কে বাচিয়ে রাখার জন্য স্টপ লস ব্যবহার করা উচিত।আমরা সবসময় পিসির সামনে বসে থাকতে পারিনা আমাদের আরো কাজ থাকে।এজন্য আমার মতে বিশেষ করে যাদের পুজি কম তাদের স্টপলস সেট করে ট্রেডিং করা উচিত।স্টপলস ইউজ না করলে যাদের মুলধন কম মার্কেট একটু বিপরীতে মুভ করলেই ব্যালেন্স জিরো হয়ে যাবে।এজন্য ফরেক্স এ যদি আমাদের টিকে থাকতে হয় স্টপলস ইউজ করা খুব জরুরী।
-
ফরেক্স মার্কেট কখনও স্থির নয়। মার্কেট কখন লাভে থাকে আবার কখন লসে নেমে যায় তা বলা সম্ভব নয়। একটানা ২৪ ঘন্টা কম্পিউটারের সামনে বসে মার্কেটের এই মুভমেন্ট পর্যবেক্ষণ করাও সম্ভব নয়। এই সমস্যা সমাধানের জন্য টেক প্রফিট ও স্টপ লস অপশন আছে।
টেক প্রফিট অপশনে একটা প্রাইস ভ্যালু উল্লেখ করে দিতে হয়। যখন মার্কেটে মুদ্রার প্রাইস ওই ভ্যালুতে পৌছায় তখন অটোমেটিক্যালি লাভ হয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়। তবে এই কথা সত্য যে মাক্সিমাম ট্রেডারগণ টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যবহার করেন না। কিন্তু আপনার অনুপস্থিতিতে দেখা গেল মার্কেট অতিরিক্ত লসে চলে গিয়ে একাউন্ট ব্যলেন্স শূন্য হয়েও যেতে পারে। বিশেষ করে যাদের মুলধন কম তাদের এই ঝুঁকিটা বেশি থাকে। তাই আমি মনে করি সকলেরই টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যাবহার করা উচিৎ। আপনি সর্বনিম্ন কি পরিমান লসে আপনার ট্রেড ক্লোজ করতে চান তার একটা প্রাইস ভ্যালু স্টপ লস অপশনে যুক্ত করলে ওই প্রাইস ভ্যালুতে মার্কেট পৌছালে আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এতে আপনার একাউন্ট শূন্য হওয়ার মত ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।