ফরেক্স ট্রেডিং শেখার জন্য সময়ের প্রয়োজন। বেসিক জিনিসতা হয়তো আপনি সহজেই কিছুদিনের মধ্যে শিখে যাবেন। কিন্তু মাকের্টে টিকে থাকতে হলে আপনার মধ্যে কিছু টেডিং সেন্টিমেন্ট গড়ে তুলতে হবে।যা কিনা সময়সাপেক্ষে । লস হলে কিভাবে রিকভার করবেন , কিভাবে সময়গুলো মোকাবেলা করবেন এরকম অনেক সিন্ধান্তই কেউ কাউকে শিখিয়ে দিতে পারেনা । হাজারো গুরুর দীক্ষা নিন, মনের গুরুই বড় গুরু।স্টুডেন্টদে জন্য জিনিসটা তুলনামুলক ভাবে সহজ।ভার্সিটিতে পড়াশোনার সময় তাদের হাতে পারিপাশ্বিক কাজ করার জন্য অনেক সময় থাকে। ফ্যামিলিকে চালানোর দায়িত্বটাও সবার ওপরে থাকে না । তাই আপনি যদি ফরেক্স নিয়ে গবেষনায় কয়েক বছরও ব্যয় করেন, এবং পরে যদি আপনার মনে হয় ইহা আমার কম্ম নয় ,খুব যে ক্ষতি হবে তা কিন্তু নয়।কিন্তু হ্যাঁ, এই অবস্থায় বেশির ভাগ স্টুডেন্টদের কাছে টাকা থাকে না। তাই বড় ধরনের ডিপোজিট করে যে নিজেকে যাচাই করে নিবে তাও সবসময় সম্ভব হয়না ।এই পর্যায়ের ট্রেডারদের জন্য সাজেশন অল্প ডিপোজিট করে,কিন্তু সঠিক মানি ম্যানেজমেন্ট করে এগিয়ে যাওয়া ।লোখাপড়া শেষ হবার পর যদি ভাল প্রফিট করতে পারেন ,এমনিতেই হাতে কিছু টাকা চলে আসবে।তখন পরের ধাপটি অনুসরন করুন।