-
আমাদের অতিরিক্ত লোভের কারনেই তো আমরা বার বার লস করে থাকি এমনকি একাউন্ট শুন্য পর্যন্ত করে ফেলি কিন্তু কোন নিয়ম মানতে রাজি নয়। আমি নিজেও সব জানা সত্বেও প্রতিদিন ১০০ ডলারের টার্গেন নিয়ে ট্রেড করি কিন্তু ব্যালেন্ড কত ৫০০ ডলার। তাই বার বার লস করি আবার লাভ ও করি কিন্তু সব লাভের টাকা একদিনে চলে যাই নিয়ম না মানার কারনে তাই প্রতিনিয়ত এবং প্রতিটি ট্রেডে যদি নিয়ম মানা যাই তাহলে খুব সহজে প্রফিট করা সম্ভব।
-
প্রত্যেকটি ব্যবসাতে যেমন লস হয় তেমনি ফরেক্সেও লস হতে পারে এটাই স্বাভাবিক । তাই লস মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে । তারপর অতিরিক্ত লোভ না করে একাউন্ট ব্যালেন্স অনুযায়ী প্রত্যেকটি ট্রেডের লট সাইজ নির্বাচন করতে হবে । স্টপ লস ব্যবহার বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে করি । অনেকেই বলতে পারেন স্টপ লস ব্যবহার না করেই ট্রেড করা যায় । হ্যাঁ যদি অভিজ্ঞতা থাকে তাহলে করতে পারে । আর স্কাল্পিং বা নিউজ আওয়ারের সময় ট্রেড না করাই ভাল ।
-
ফরেক্স মার্কেট এ লস নিয়ন্ত্রণ এর দুইটি মাত্র উপায় আছে,তাহলো ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ছোট ছোট লট এ এন্ট্রি নেওয়া এবং এন্ট্রি এর সাথে সাথে স্টপলস মাস্ট ইউজ করা,আপনি যদি এই দুইটি রুল অনুসীরণ করেন তাহলে আপনি এই বিজিনেস হতে আপনার লস সহযে নিয়ন্ত্রণ করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট একজন ট্রেডার একটিমাত্র কারণে লস করে থাকে না, বরংঅনেকগুলো কারণে লস হতে পারে, আর এই লস এর পরিমানকে কমিয়ে আনতে হলে: ১/সর্বপ্রথম আপনাকে ফরেক্স সম্পর্কে যথেষ্ট জ্ঞানী অভিজ্ঞ হতে হবে,২/দীর্ঘদিন সময় নিয়ে ডেমো ট্রেডিং এর অভিজ্ঞতা থাকতে হবে কেননা ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি কি কারনে ফরেক্স এ লস হয়ে থাকে সেই সকল কারণগুলো সম্পর্কে নিজেকে সচেতন করে তুলতে পারবেন,৩/কোন ট্রেড ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট করে নিতে হবে, ৪/অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, ৫/ছোট ছোট লটে ট্রেড করতে হবে,৬/স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে ট্রেডিং করতে হবে,৭/লোভ ও ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং করতে হবে, ৮/ধৈর্য সহকারে সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করতে হবে এবং উপযুক্ত সময় আসা মাত্র সঠিকভাবে কাজে লাগাতে হবে।
উপরোক্ত বিষয়গুলো যদি কোন ট্রেডার নিজের মাথায় রেখে ট্রেডিং করতে পারে তাহলে আশা করি ফরেক্সে তার রসের পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হবে।
-
ফরেক্স মার্কেট থেকে লসের পরিমাণ কমিয়ে আনতে করনিয় কাজ হল ঃঃ
১. এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে।
২. বেশি লাভের আশা না করে কম লটে ট্রেড করতে হবে।
৩. অবশ্যই ষ্টপ লস ব্যবহার করতে হবে,যেন একাউন্ট শূন্য না হয়ে যায়।
৪. ট্রেডিং এর জন্য সকল বিষয় ধারণা অর্জন করতে হবে।
৫. লোভ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।
-
ফরেক্স মার্কেটে লস নিয়ন্ত্রণ করার জন্য সর্বপ্রথম যা প্রয়োজন তা হচ্ছে ধৈর্য।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ধৈর্যের কোন বিকল্প নেই।নতুন ট্রেডাররা সাধারণত লস হলে সেই লসকে পুষিয়ে নেওয়ার জন্য অধিক ঝুঁকি নিয়ে ট্রেড করে কিন্তু এতে হিতে বিপরীত হয়।লস নিয়ন্ত্রণ রাখতে হলে নিজের ক্যাপিটাল এর উপর গুরুত্ব রেখে মানি ম্যানেজমেন্ট করতে হবে। সর্বোচ্চ আপনি ২ শতাংশ রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন। মার্কেট সম্পর্কে নিশ্চিত না হয়ে ট্রেড না করাই উত্তম। ডেইলি চার্ট পর্যবেক্ষণ করে দেখতে পারেন। অধিক লটে ট্রেড না করাই উত্তম। রাতে ঘুমানোর আগে স্টপ লস নির্ধারণ করে নেওয়া উত্তম। ডেমো ট্রেডিং এ বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। লস এর হার কমাতে আপকামিং নিউজ গুলো পর্যবেক্ষণ করে নিতে পারেন। এছাড়াও ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ না হয়ে রিয়েল ট্রেড না করাই বেটার। আগে ফরেক্স কি তা সম্পর্কে জানুন এবং তারপরেই ট্রেড করুন তাহলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে।
-
প্রথমে ট্রেডিং ভাল করে আয়ত্ত করে দক্ষ হতে হবে তবেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে লস নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে লস নিয়ন্ত্রণে আনার কিছু টেকনিক আছে এগুলো মানতে হবে আপনাকে। সব সময় চেষ্টা করতে হবে কম ঝুঁকি নিয়ে ট্রেড করার। এই ক্ষেত্রে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে আপনাকে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী মূলধনের সর্বোচ্চ ১০ পার্সেন্ট থেকে ১৫ পার্সেন্ট ঝুঁকি নিয়ে আপনি ট্রেড করতে পারেন। তবে এর বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করাটা রিস্কি। তাই সব সময় চেষ্টা করতে হবে ছোট ছোট লট নিয়ে ট্রেড করার। লোভে বশীভূত হয়ে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করা যাবে না। ট্রেড করার সময় প্রাথমিক অবস্থায় কিছু সময় ট্রেড লসে থাকতে পারে তবে এটার জন্য ভেঙে পড়লে চলবে না। কখনো লস পজিশন থেকে ট্রেড ধরবেন না। মার্কেট যদি আরো বিপরীতে চলে যায় তাহলে আপনার ব্যালেন্স শুন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। ট্রেড করার সময় কখনও হতাশাগ্রস্থ বা এক্সাইটেড হওয়া যাবে না। এই নিয়মগুলো মেনে চললে আপনি লস কে নিয়ন্ত্রণ করতে পারবেন।
-
ফরেক্স একটি ব্যবসায় আর ব্যবসায় লাভ লস দুটোই থাকে। সবাই ব্যবসায় করে লাভের আশায় কিন্তু অনিবার্য কারণবশত হয়তো লস হয়ে থাকে। আমাদের লক্ষ রাখা উচিত যেন লস না হয় আর লসকে এড়ানোর যতগুলো পদ্ধতি রয়েছে সেগুলো কে অবলম্বন করা।ফরেক্স মার্কেটে লস না করতে চাইলে বা লস কে এড়াতে চাইলে আপনাকে ফরেক্স এর রুলস গুলো নিয়মিত মেনটেন করে ট্রেড করতে হবে। এনালাইসিস সঠিকভাবে করতে হবে মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করতে হবে মার্কেট এর অবস্থান গুলো বুঝে ট্রেডে এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করে সঠিক লটে ট্রেড করতে হবে তাহলে আশা করি আপনি লসকে এড়াতে পারবেন।
-
যেহেতু এটি একটা ব্যবসা সেহেতু ফরেক্স ব্যবসা করলে লাভ লস দুটোই থাকবে। তবে আপনি যদি একটু ধৈর্য্যসহকারে এই ব্যবসাকে নিজের মধ্যে আয়ত্ব করতে পারেন তাহলে হয়তো কিছুটা হলেও আপনি লস কমিয়ে নিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। আর এজন্য আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য্য সহকারে ফরেক্স সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর পাশাপাশি আপনাকে অবশ্যই নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে। তাহলে অবশ্যই ভবিষ্যতে ধীরে ধীরে লস অনেকাংশ কমিয়ে আনতে সক্ষম হতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এ নো লস কোন স্ট্রাটেজি আছে বলে আজও শুনি নি। তবে এখানে কিছু ট্রেডিং সিস্টেম আছে যে গুলোকে অনেকে নো লস সিস্টেম বলে থাকে। এই সিস্টেম এর প্রথম এবং প্রধান শর্ত হল - কম ট্রেডে বেশি প্রফিট করা। এখানে আপনি যদি আপনার লস ফিল্টার করতে চান তবে ট্রেড এর সংখ্যা কমিয়ে আনতেই হবে।