-
ফরেক্স মার্কেট এর সব থেকে গুরুত্ব পূর্ণ টুলস হয়ছে স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ,আপনি ফরেক্স মার্কেট এ এন্ট্রি নিয়ে সব সময় মার্কেট এ বসে থাকতে পারবেন না,তাই আপনাকে ট্রেডিং করতে হলে নির্দিষ্ট স্থানে স্টপ লস সেট করে রাখতে হবে,কারন মার্কেট মুভমেন্ট কখন হবে আপনি সেই টা নিজেও যানতে পারবেন না,তাই আপনাকে সব সময় আপনার এন্ট্রি তে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করে ট্রেডিং করতে হবে,এটি আপনার ট্রেডিং কে সেফ রাখবে।
-
আসলেই সাফল্যের প্রথম এবং প্রধান শর্ত হল সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারা। আপনি যদি বেটিক সময়ে জগন্য কাজটা করে বসেন এই দায় কে নিবে। আপনি নিজের জন্য ঠিক সেই সময় টা নির্ধারণ করুন কোন সময়ে কোন কাজটা করবেন। যদি ঠিক সময়ে ঠিক কাজটা করতে না পারেন তবে মার্কেট থেকে আজ অথবা কাল আপনি ছিটকে পড়বেনই।সঠিক সময়ে কাঙ্ক্ষিত প্রফিট নেওয়ার উদ্দেশ্যেই সাধারণত এই টেকপ্রফিট সিস্টেমটি সৃষ্টি হয়েছে৷আমরা আমাদের ট্রেডিৎ চার্টগুলোতে অবশ্যই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল গুলো সঠিকভাবে চিনার-জানার-বোঝার চেষ্টা করবো৷তাহলে টেকপ্রফিট যথাযথ স্থানে সেট করে দিতে পারবো৷ তখন এই টেকপ্রফিট অনুসারেই আমাদের ওপেনিং ট্রেডটি কাঙ্ক্ষিত প্রফিট নিয়ে স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে৷সঠিক সময়ে প্রফিট টেক করার জন্য আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না অথবা পিসির সামনে দীর্ঘ সময় বসে থাকতে হবে না৷ তাই ট্রেডিং চার্টের যথাযথ স্থানে টেক প্রফিট সেট করার অভ্যাস তৈরি করুন৷আর এর আগে অবশ্যই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলগুলো বুঝার চেষ্টা করুন৷কারন ঐ সময়টাতে মার্কেটে বায়ার এবং সেলারের মধ্যে প্রচুর ফাইট হয়ে থাকে তখন মার্কেট ইনডিসিশনে চলে আরকি অথবা নিউজের একটা ইফেক্টও বলতে পারেন। তাই হতাশ হবেন না, আপনি আপনার সিস্টেম অনুযায়ী এগিয়ে যান।