কয়টি পেয়ার এ ট্রেড করা উচিত এটা আপনার ট্রেডিং স্টাইল এর উপর নির্ভর করে। যারা প্রাইচ একশন ট্রেডীং সিস্টেম এ ট্রেড করেন তারা একাধিক পেয়ার এনালাইসিস করে থাকে। আবার এই পদ্ধতিতে ঘন ঘন মার্কেট না দেখলেও চলে।
Printable View
কয়টি পেয়ার এ ট্রেড করা উচিত এটা আপনার ট্রেডিং স্টাইল এর উপর নির্ভর করে। যারা প্রাইচ একশন ট্রেডীং সিস্টেম এ ট্রেড করেন তারা একাধিক পেয়ার এনালাইসিস করে থাকে। আবার এই পদ্ধতিতে ঘন ঘন মার্কেট না দেখলেও চলে।
ফরেক্সে মুলত অসংখ্য পেয়ার রয়েছে । আর এই অসংখ্য পেয়ারের ভিতর আপনি এনালাইসিস করে যে কোন একটিতে ট্রেড করতে পারেন আপনার শুবিধা মত । হ্যাঁ,তবে একাধীক পেয়ারেও ট্রেড করা যায় । তবে একটি ট্রেডে মাত্র ট্রেড করা ভাল । বিশেষ করে নতুন ট্রেডারগন একাধীক পেয়ারে ট্রেড না করাই ভাল ।
ফরেক্সে অনেক পেপার রয়েছে ।আপনি ইচ্ছা করলে যে কোন পেপারে ট্রেড করতে পারেন । কিন্তু আমার মতে সব পেপারে ট্রেড না করে একটি নির্দিষ্ট পেপারে ট্রেড করা ভালো । এতে করে আপনার ফরেক্সে লাভ করতে সহজ হবে । এবং আপনি ফরেক্সে সফল হবেন ।
ফরেক্স এ অনেক ধরনের পেয়ার রয়েছে।আপনি চাইলে অনেক পেয়ারে ট্রেড করতে পারেন।এজন্য আপনাকে যতগুলো পেয়ারে ট্রেড করবেন সবগুলো এনালাইসিস করার প্রয়োজন হবে।তবে সব থেকে ভাল উপায় হল আপনি যদি একটি পেয়ারে ট্রেড করেন।এতে আপনার সুবিধা হবে একটি পেয়ারে এনালাইসিস করে ট্রেড নিতে পারবেন।ফলে আপনার টেনশন কম থাকবে এবং আপনি ট্রেডে সুবিধা করতে পারবেন যার ফলে আপনি সহজেই লাভ করতে পারবেন।
যারা ফরেক্স এ নতুন তার অনেক গুলো পেয়ারে ট্রেড করে থাকে এইটা ভূল । নতুন বা পুরাতন সব ট্রেডারের উচিত ১ট বা ৩ট অথবা সবোচ্চ ৫টি পেয়ারে ট্রেড করা । এবং একাউন্ট ব্যলেন্স যদি ১০০ ডলার হয় তাহলে এক সাথে সবোচ্চ ০.০১ করে তিনটি ট্রেড করা এর বেশী নয় এবং ওই ট্রেড গুলো শেষ না হওয়া পযন্ত নতুন কোন ট্রেড নয় । অবশ্যই মেজর পেয়ারে ট্রেড করা উচিত ।
আপনি চাইলে অনেক গুলো পেয়ারে একসংগে ট্রেড করতে পারেন,কারন অনেক ট্রেডার আছে যারা একসাথে অনেক পেয়ারে ট্রেড করে থাকে,তবে আমার মতে যারা প্রর্থম অবস্থায় ট্রেডিং করবে তখন একটার বেশি পেয়ারে ট্রেড করা উচিত না, কেননা এসময় মার্কেট সম্পর্কে তেনম কোন জ্ঞান থাকে না,মার্কেট এনালাইসিসের অভাজ্ঞতা কম থাকে,মানি ম্যানেজমেন্টের ধারনা থাকে না,তাই একটার বেশি পেয়ারে ট্রেড করলে লস হোয়ার সম্বাবনা বেশি থাকে,তবে যখন ট্রেড করতে, করতে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা বাড়বে, এবং লস রিকাভার করে লাভ করতে পারবেন,তখন আপনি চাইলে দুই,তিনটি পেয়ারে এক সাথে ট্রেড করতে পারবেন।