-
বিজিনেস মানেই লাভ এবং লস,লাভ যেমন হবে ঠিক লসও হবে,আপনি একটানা এই বিজিনেস থেকে লাভ করতে পারবেন না তাই লস এর স্বীকার হতে হবে,লস হলে আপনাকে লস রিকোভার করার ট্রাই করতে হবে মাথা ঠান্ডা করে,ট্রেড করার জন্য ব্যস্ত হলে হবে না,যখন আপনি আপনার কনফারমেশন পাবেন তখন ট্রেড করে লস রিকোভার করবেন।
-
এটা খুবই ভুল চিন্তা৷লস হলে ট্রেড ক্লোজ করে দিয়ে মাথা ঠাণ্ডা করে লসগুলোর কারণ খুঁজে বের করতে হবে,সেগুলো সংশোধন করতে হবে এবং আরো স্টাডি করতে হবে৷আপনার লসগুলো রিকভার করার চেষ্টা করতে হবে, সেই সাথে যে জায়গা এবং যে পজিশনগুলোতে আপনার লসগুলো হয়েছে সেগুলো থেকে একটা ভাল শিক্ষা গ্রহণ করতে হবে, যেন পরবর্তিতে সে সমস্ত জায়গায় ভুলগুলো কম হয় এবং আপনার লসগুলো কমে আসে।
-
লস হলে আসলে লস রিকোভার করা অনেক কঠিন হয়ে পড়ে আমরা আসলে লস খেলে দুশ্চিন্তায় পড়ে যাই কিভাবে রিকোভার করবো এবং দ্রুত রিকোভার করার জন্য খুব তারাহুরো করে ফেলি যে কারনে আরো বেশি লসে পড়তে হয়। আসলে আমার মনে হয় আমার মত অনেক ট্রেডারই এই একই সমস্যায় ভুগে থাকে যে কারনে ফরেক্সে আর সফল হওয়া সম্ভব হয় না।
-
ট্রেডিং এ লস হওয়াটা স্বাভাবিক বেপার এমনকি কিছু কিছু ক্ষেত্রে মেনে নিতে হবে লস হওয়াটা। এখন লসের দিক বিবেচনা করে যদি পরবর্তী ট্রেড বড় অংকে দেই তাহলে ট্রেডিং এ টিকে থাকটা খুবই ঝুকির মধ্যে থাকবে। তাই ফরেক্সে আবেগ মুক্ত থাকতে হবে, আবেগের বসে পড়লেই ফরেক্সে লসের সম্মুখীন হতে হয়। যদি লস করে থাকেন তাহলে ভেঙে পড়া যাবে না । ঠান্ডা মাথায় সেই লস তুলার জন্য অল্প অল্প পরিমাণে ধৈয্যর সাথে ট্রেডিং করে যেতে হবে।
-
ফরেক্সের লস হলে লস তুলব কিভাবে পরে যদি কাউকে ট্রেনিং করার পর লস হয় তাহলে তাকে ধৈর্য সাথে কাজ করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে তাকে লস তুলতে হবে ফরেক্স অনলাইন বাজারে মার্কেট যেখানে লাভ লস দুটাই হবে তাই ফরেক্সে যদি কেউ লস করে এবং লস করে জটিলস্ তুলতে চায় তাহলে তাকে ধৈর্য সাথে কাজ করে যেতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে কিভাবে লস থেকে লাভ সে করবে যদি কারো বারবার লস হয় সে ক্ষেত্রে জন্য সে লাভের জন্য পরবর্তীতে আবার টেস্ট করবে সফলতা আসবে তার কথা চিন্তা করতে হবে না তাকে লাভের প্রত্যাশায় আবার ফেক সাইটে লিংক থেকে আয় করতে হবে এবং লাভ করতে হবে লাভ এর উৎস হল সফলতার জন্য কাকে আবার চেষ্টা করতে হবে লস হওয়ার পরেও তাহলে একদিন তার লাভ আসবে এবং লাভ হবে।
-
ভাই ট্রেডিং এ লস হওয়া এটা খুবি সাধারণ একটা ব্যপার। তাই বলে কখন উত্তেজিত কিংবা ইমোশোনাল হওয়া চলবে না। এ সময় আপনাকে অত্যন্ত ধৈর্য্য সহকারে ঠান্ডা মাথায় এবং স্বাভাবিক ভাবে ট্রেড করতে হবে। আমাদের মাঝে অনেকেই অল্প কিছু লস করে ফেললেই অনেক বড় বড় লটে ট্রেড করা শুরু করে দেয় ঐ লসগুলো দ্রূত রিকোভার করার জন্য৷এটা খুবই ভুল চিন্তা৷লস হলে ট্রেড ক্লোজ করে দিয়ে মাথা ঠাণ্ডা করে লসগুলোর কারণ খুঁজে বের করতে হবে,সেগুলো সংশোধন করতে হবে এবং আরো স্টাডি করতে হবে৷
-
লস হবার কারন হচ্ছে আপনার এনালাইসিস দুর্বল। তাই আগে উচিৎ দিন ক্ষমতা অর্জন করা। ভালো করে সঠিক প্রাইজ থেকে এন্ট্রি নিলে ভালো প্রফিট আসবেই। তাই টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে।
-
সব ট্রেড থেকেই যে আপনার প্রফিট লাভ হবে
বিষয়টা ঠিক তেমন নয মাঝে মধ্যে প্রতিকূল
পরিবেশে আপনাকে অনেক ট্রেড রসেও ছেড়ে
দিতে হতে পারে তবে আপনি যদি দক্ষ এবং
অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হযে থাকেন তবে খুব
সহজে আপনি আপনার লসকে পুষিয়ে নিতে পারবেন।
-
ফরেক্সে যাতে লস না হয় সে অনুযায়ী আমরা পর্যাপ্ত এনালাইসিস এবং দক্ষতা অর্জন করার পরও অনেক সময় নষ্ট হয়। আর লাভ বা লস হবে এটাই স্বাভাবিক। কিন্তু লাভ হলো বেশি খুশিতে আত্মহারা হওয়া যাবে না কিংবা লস হলে ভেঙ্গে পড়া যাবে না। আমার ক্ষেত্রে আমি লস হলে উত্তেজিত না হয় পরবর্তীতে সে লস ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করি। অনেকে সময় ট্রেড লস হলে তা রিকভার করার জন্য অতিরিক্ত লটে ট্রেড করে থাকে যার ফলে ব্যালেন্স জিরো হতে হয়। তাই লস হলেও আপনাকে ধৈর্য ধরে তা পরবর্তীতে যত যত এনালাইসিস এর মাধ্যমে মার্কেট নিশ্চিত করতে হবে।
-
আসলে ফরেক্স মার্কেট এ লস হলে সেই লস রিকভার করা টা একটু কঠিন হয়ে যায়। আর যদি আপনি চিন্তা করেন যে লস রিকোভার করতেই হবে সেক্ষেত্রে আপনার একটু রিকস নিতেই হবে আর অধিকাংশ সময়ই আমরা ঝুঁকি নিয়ে রিকভার করতে গিয়ে আরো লস এর মুখে পড়ি। অনেক সময় দেখা যায় আমাদের একাউন্ট জিরো হয়ে যায় আসলে আপনার লস রিকভার করার জন্য মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে এবং মার্কেট ভালোভাবে এনালাইসিস করার মাধ্যমে ট্রেড নিতে হবে যদি আমরা মাথা ঠান্ডা রেখে মার্কেটের মানিমেনেজ মেনট এর মাধ্যমে সুন্দরভাবে একটি ট্রেড নিতে পারি তাহলে হয়তো আমাদের লস রিকভার করা সম্ভব হবে।