-
আমি বলবো-আপনি যে কারেন্সি পেয়ারে ট্রেড করতে চান অবশ্যই সেই কারেন্সি পেয়ারের নির্দিষ্ট সেশন অনুযায়ী ট্রেড করতে হবে৷তাহলে তুলনামূলক ভালো প্রফিটের আশা করা যায়৷কারন সবাই একটা কথা স্মরণ রাখবেন-সারা বিশ্বজুড়ে ৪টি ট্রেডিং সেশন রয়েছে৷এই চার টি ট্রেডিং মার্কেট সেশনে বিশ্বের সকল কারেন্সি পেয়ারগুলো লেনদেন হয়ে থাকে৷তাই আমাদেরকে এই সব নির্দিষ্ট সেশন অনুসারে ট্রেড করা উচিৎ৷যেমন লন্ডন সেশনে-Euro,Gbp,Chf সংযুক্ত পেয়ারগুলোতে লেনদেন হয়ে থাকে,নিউইয়র্ক সেশনে Usd সংযুক্ত পেয়ারগুলোতে লেনদেন হয়ে থাকে, সিডনীসেশনে Aud,Nzd সংযুক্ত পেয়ারগুলোতে লেনদেন হয়ে থাকে,টোকিও সেশনে Jpy সংযুক্ত পেয়ারগুলোতে লেনদেন হয়ে থাকে৷তাই আপনারা অবশ্যই যে সকল পেয়ারগুলোতে ট্রেড করতে আগ্রহী সেই সকল কারেন্সি পেয়ারের নির্দিষ্ট সেশন অনুযায়ী ট্রেড করবেন৷এটা বহুল পরীক্ষিত এবং প্রমাণিত৷
-
ফরেক্স একটা আন্তর্জাতিক ট্রেডিং প্রতিষ্ঠান।এর বিশেষত্ব হলো রাত দিন ২৪ ঘন্টা এ প্রতিষ্ঠান খোলা থাকে।আপনি যে কোন সময় ইচ্ছা এখানে ট্রেড করতে পারেন।যে কোন পেশার লোক তাই এখানে কাজ করে ইনকামের পথ পেতে পারে।
-
নির্ভর করবে আপনার ট্রেডিং সিস্টেম কেমন। অনেকে সকালে জাপানিজ সেশনে ট্রেড করেন আবার অনেকে দুপুরের পর লন্ডন সেশনে ট্রেড করেন আবার অনেকে নিউইয়র্ক সেশনে ভালো প্রফিট করতে পারেন। আপনি কোন কারেন্সীতে ট্রেড করবেন সে অনুসারে আপনার ট্রেড করার সময় পরিবর্তীত হবে।
-
ফরেক্স এ ট্রেড করার জন্য কোন নির্ধারিত সময় নেই। ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খোলা থাকে। সপ্তাহে পাঁচ দিন মার্কেট ওপেন থাকে এই টাইমে আপনি আপনার সময় মত কাজ করতে পারেন। সপ্তাহে শনিবার এবং রবিবার মার্কেট ক্লোজ থাকে। বাদবাকি 5 দিন মার্কেট ওপেন থাকে এই সময়টাতে আপনি আপনার সময় অনুযায়ী ফরেক্স মার্কেটে কাজ করতে পারেন। তবে মার্কেট মুভমেন্ট কমবেশি সব সময় হয়ে থাকে কিন্তু কিছু টাইমে মার্কেট বেশি মুভ করে বলে ধারণা করা হয়। এইটা হল দুপুরের পর পর এবং সন্ধ্যার পর পর এই টাইম দিকে মার্কৈট বেশি মুভ করে। আপনি যদি মার্কেট এনালাইসিস করে এই টাইম এর মধ্যে ট্রেড ওপেন করতে পারেন তবে আশা করি ভাল ফলাফল পাবেন।
-
আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। এখানে চাইলে আপনি সপ্তাহে পাঁচ দিন ট্রেড করতে পারেন। তবে যারা লং ট্রেড করতে চান তারা সকালে ট্রেড ওপেন করতে পারেন। আর যারা সর্ট ট্রেড করতে চান তারা দুপুর দুইটা হতে রাত দশটা পর্যন্ত ট্রেড করতে পারেন। কেননা এই সময় মার্কেট বেশি মুভ করে। তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করলে সফলতা পাওয়া যায়। তাই আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং এ ট্রেড করার আগে অবশ্যই সবাইকে দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করা।
-
ফরেক্স মার্কেট স্থির নয়। তাই মার্কেট কখন ট্রেড করার উপযোগী এটা এনালাইসিস ছাড়া বোঝা মুশকিল। তাই এনালাইসিস অনুযায়ী যখন বুঝি মার্কেট ট্রেড করার উপযোগী ঠিক ওই মুহূর্তেই ট্রেড করি। ফরেক্স মার্কেটে মুদ্রার প্রাইস ওঠা নামা মূলত নির্ভর করে একটি দেশের অর্থনৈতিক অবস্থার ওপর। কোন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে ওই দেশের মুদ্রার প্রাইস বেড়ে যাবে এবং যদি কোন দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয় তাহলে ওই দেশের মুদ্রার প্রাইস কমে যাবে। যদি মার্কেট অনেক নিচেয় নেমে যায় এবং এনালাইসিস অনুযায়ী যদি মনে করেন যে মার্কেট এর বেশি নামবে না তখন তখন ওই মুহূর্তে বাই এ ট্রেড ধরুন। যখন মার্কেট অনেক উপরে উপরে উঠবে তখন এনালাইসিস অনুযায়ী যদি মনে করেন যে মার্কেট এর বেশি উপরে উঠবে না তখন সেল এ ট্রেড ধরুন আশা করি লস হবে না। তবে কিছু কিছু মুহূর্তে মার্কেট তার আপন গতিতে চলে তখন এনালাইসিস অনুযায়ী মার্কেটের মুভমেন্ট বোঝা যায় না। ওই মুহূর্তে ট্রেড থেকে বিরত থাকা উচিত।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের মুদ্রার বাজার যা দিন রাত ২৪ ঘন্টায় খোলা থাকে। ফরেক্সে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। আপনি চাইলে যেকোন সময় ট্রেড ধরতে পারেন।সপ্তাহে ৫ দিন মার্কেট খোলা থাকে।কেননা বিশ্বের একেক দেশের টাইম জোন একেক রকম।আর ফরেক্সে বিশ্বের কম বেশি অনেক ট্রেডাররা ট্রেড করে থাকে।তবে কিছু কিছু সময় মার্কেট খুব মুভমেন্ট করে।বাংলাদেশ টাইম দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মার্কেট বেশি মুভমেন্ট করে।এছাড়াও সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মার্কেট বেশি মুভমেন্ট করে।আপনি যদি মার্কেট মুভমেন্ট সম্পর্কে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রফিট কঠিন কোন বিষয় নয় বলে আমি মনে করি।তাই মার্কেট এনালাইসিস সম্পর্কে খুব দক্ষ হওয়া দরকার।
-
ফরেক্স ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন নিয়ম কানুন নেই।আপনি চাইলে যেকোন সময় ট্রেড করতে পারেন।যারা লং টাইমে ট্রেড করেন তারা সিস্টেমের সিগন্যালের উপর ট্রেড করতে পারেন।আর যারা শর্ট টাইমে ট্রেড করেন তাদের জন্য আমার মনে হয় বেটার টাইম সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা।এই সময় গুলোতে মার্কেটের মুভমেন্ট খুবই ভাল থাকে।আপনি চাইলে এই সময়গুলোতে ট্রেড করতে পারেন।
-
আমি সকাল-দুপুর-রাত সবসময়ই ট্রেড করি ভাত খাওয়ার আগে যেভাবে আমি লবণ নিয়ে সেইভাবে আমি ট্রেড করি আমার ট্রেডের ক্ষেত্রে আমি মনে করি gold ট্রেড করি সেটাই ভালো কারণ করে না অনেক টাকা পাওয়া যায়
-
আমি তখন ঘুমিয়ে থাকে তখন আমি চট করে কখন যে ট্রেড করলে ভাল হবে তা আমি আপনাদের বলতে পারবো না কিন্তু আমি জানি আমি যখনই ট্রেড করি তখনই আমার পেট ভালো হয় কারণ আমি কনফিডেন্স যে আমি ভাল ট্রেড করি