ছোটখাটো যেকোনো ট্রেডিং এর জন্য মার্কেট এনালাইসিস এর গুরুত্ব অপরিসীম।
ফরেক্স মার্কেট প্লেসে ট্রেডিং ছোট হোক অথবা বড় হোক যে কোনো ধরনের ট্রেডিং এর জন্য অবশ্যই মার্কেট প্লেসের এনালাইসিস করা খুবই জরুরি।কারণ অভিজ্ঞ ট্রেড আর্গণ খুবই সূক্ষ্মভাবে মার্কেট এনালাইসিস এর মাধ্যমে সঠিক সময়ে ট্রেডিংয়ে এন্ট্রি করেন। এবং তাদের প্রফিট অ্যামাউন্ট কত হবে বা কি পরিমান লস হলে ট্রেডিং ক্লোজ হবে সেগুলি মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে নির্ধারণ করে থাকেন। এজন্য ট্রেডিং যে পর্যায়ের হোক না কেন তার জন্য অবশ্যই খুবই অভিজ্ঞতার সাথে এনালাইসিস এর গুরুত্ব আছে।