Originally Posted by
Mamun13
আমি আমার গত 1558731 একাউন্টে 3,600 ডলার প্রফিট করেছিলাম এবং সেখান থেকে মাত্র 111 ডলার withdraw রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এখন থেকে আড়াই মাস আগে৷কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল-উইথড্রো এর কারনে আমার একাউন্টটি ব্লক করে দিল,সবার সাথে যোগাযোগ করেছি,তারা বলেছে এন্টীফ্রড ডিপার্টমেন্টের সাথে আলোচনা করতে৷এন্টীফ্রড ডিপার্টমেন্ট বিভিন্ন অজুহাতে আমাদের এইসব এটাচ করা লাভজনক বোনাস একাউন্ট গুলোকে ব্লক করে দেয়৷কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বোনাস দিয়ে দিয়ে তাদের নিয়মিত ক্লায়েন্ট হিসেবে ধরে রাখা৷ আর আমরাও নিরুপায় হয়ে এসব বোনাস দিয়ে রিয়েল ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করি৷এসব বোনাস একাউন্টে যদি নিয়মিত প্রফিট হতে থাকে এবং আপনি যখন প্রফিট উইথড্র করতে চাইবেন তখন এন্টীফ্রড ডিপার্টমেন্টে কোনোও কারন দর্শানো ছাড়াই একাউন্টগুলো ব্লক করে দিবে৷আপনি যখন তাদেরকে বিষয়গুলো জানাবেন তখন তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনার অ্যাকাউন্টের প্রফিট উইথড্র করতে দিবেনা এবং একাউন্ট টি স্হায়ীভাবে ডিজেবল করে দিবে৷যেহেতু আমার এরকম হয়েছে তাই আমি বিষয়টি আপনাদের সবার জন্য পরিষ্কারভাবে তুলে ধরলাম৷হয়তো আমারই দুর্ভাগ্য !!! কিন্তু আমার মত আপনাদের দুর্ভাগ্য নাও হতে পারে৷আপনারা যদি সৌভাগ্য হন তাহলে অবশ্যই আপনাদের এইসব বোনাস একাউন্ট থেকেই নিয়মিত কম বেশি প্রফিট তুলতে পারবেন৷তাই হতাশ না হয়ে বরং চেষ্টা চালিয়ে যান- সফল হতেও পারেন৷অনেকেই প্রফিট তুলতে পারছেন৷