-
যদি আমি বুঝতে পারি যে এর অর্থ প্রশাসন প্রশাসন কিছু বিষয় বন্ধ করে দেবে তবে একই সাথে এটি বিষয়গুলিকে বিভক্ত করবে যা ছোট ছোট বিষয়গুলিতে অনেকগুলি পোস্ট রয়েছে এবং তাদের প্রত্যেকের পোস্টের নিজস্ব ভাগ হবে আমি মনে করি এটি ভাল হবে। এই আলোচনার বিষয়টি সম্পর্কে আমার মতামত জানাতে কোনও বিষয় খোলার চেষ্টা করার সময় আমি সাধারণত যে ত্রুটিটি 50 এর মুখোমুখি হয়েছি তা এড়ানোর জন্য, একটি সম্পর্কিত পয়েন্টে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকের শ্রেণিবদ্ধকরণ বিকল্পটি প্রস্তাব করতে চাই যা আমি ক্লিক করি তবে তা হবে না। কেবল আমাদের বিষয়গুলিকে মেরে ফেলুন যা এর বিষয়বস্তুগুলিতে আমি কখনই জবাব দিয়েছি না তবে একই সাথে এটি অবশ্যই নতুন বিষয়গুলির দ্বারা topics বিষয়গুলিকে শ্রেণিবদ্ধ করা উচিত তাই এটি কেবল একটি শ্রেণিবদ্ধকরণ বিকল্প নয় তবে এটি কীভাবে আমি সর্বদা দেখতে সক্ষম হব তা দ্বিগুণ হবে সর্বশেষ তৈরি করা বিষয়গুলি যা আমি কখনই উত্তর করি না সেগুলি বিভাগের প্রথম পৃষ্ঠায় সর্বদা শ্রেণিবদ্ধ করা হয়।
-
ফরেক্স মার্কেট এ ইনডিকেটর এর শেষ নেই,এক এক ইনডিকেটর এক এক ভাবে সিগনাল দিয়ে থাকে,তাই আপনি যে ইনডিকেটর ব্যবহার করবেন তার উপর প্রকটিস করে ট্রেড করা উচিত।এখন হোক সেটা পূর্বের কিংবা ভবিষ্যত সম্ভাবনার প্রেক্ষাপটে। তাই ফরেক্সে টিকে থাকা কিংবা সফলতার প্রত্যাশায় নিজেকে সবচেয়ে বড় ইন্ডিকেটর মনে করে কাজ করতে হবে আপনাকে।
-
ইন্ডিকেটর ব্যবহার করা হয় সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজনে৷অনেকেই একাধিক ইন্ডিকেটর ব্যবহার করে এনালাইসিস করেন,অনেকে আবার কোনো প্রকার ইন্ডিকেটর ব্যবহার না করেই শুধুমাত্র ক্যান্ডেলস্টিক গুলো দেখে ট্রেড করে থাকেন৷ তাই আপনি যে ইনডিকেটর ব্যবহার করবেন তার উপর প্রকটিস করে ট্রেড করা উচিত।এক জন ট্রেডার সব ইনডিকেটর ইউজ করে পারবে না।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমি ইন্ডিকেটরকে সমর্থন করি না। আমরা বিভিন্ন সময় দেখি সবাই এই ইন্ডিকেটর সেই ইন্ডিকেটর এসব নিয়ে অসাধারণ লেখালেখি করে। এটা অবশ্যই ভালো কাজ। তবে আমার প্রশ্ন হলো-
✓ ইন্ডিকেটর আপনাকে কি ট্রেড দেখিয়ে দেয়?
✓ Buy দিবেন নাকি Sell দিবেন?
ইন্ডিকেটরের কাজ ইন্ডিকেশন দেয়া বা ধারণা দেয়ার একটা টুলস। এটাকে খুব বড় করে দেখার কিছু নাই।
হতেও পারে নাও হতে পারে। মার্কেট যেদিকে যাবে,
ইন্ডিকেটর সেদিকেই যাবে।
অবশ্যই ইন্ডিকেটরের ব্যবহার জানতে হবে। তাই বলে এটাকে নির্ভর করে ট্রেড করা বোকামি
মার্কেটে ভালো করতে চাইলে ফান্ডামেন্টাল স্টাডির দিকে নজর দিতে হবে। ফরেক্সে কয়েকটা ইন্ডিকেটর আর ট্রেডলাইনের ভিতরে আটকে নাই। মার্কেটের পরিধি অনেক বড় মার্কেট পড়াশোনার অনেক জায়গা। ভালভাবে পড়াশোনা না করে শুধু শুধু শর্টকাটে প্রফিট খুজলে লস হবেই। আপনি যখন ফাকা চার্ট দেখে মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারবেন তখনই কেবল প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন।
-
ফরেক্স মার্কেটের শুরু থেকে নিজস্ব দক্ষতায় ট্রেড করে আসছি। কখন কোন ইন্ডিকেটর সম্পর্কে আমি জানতে পারি নাই এবং জানার চেষ্টাও করিনি। যাঁরা ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে তারা ধীরে ধীরে নিজস্ব ট্রেডিং দক্ষতা হারিয়ে ফেলে। এতে করে ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। তাই ভালো হোক মন্দ হোক ইন্ডিকেটর ব্যবহার না করাই উত্তম
-
ইন্ডিকেটরগুলো আসলে ইন্টারপ্রিটেশনের কাজ। আগের ইন্ডিকেটর গুলো প্রাইজ রিড করে তারপর সেই ডাটা গুলো আমাদেরকে গ্রাফের মাধ্যমে দেখায়। তবে ইন্ডিকেটর মার্কেট এর অস্বাভাবিক মুভমেন্ট কাউন্ট করতে পারে না যেমন : নিউজ এর সময় কিন্তু ইন্ডিকেটর কোন কাজ করে না। তাই শুধু ইন্ডিকেটর নির্ভর ট্রেড করা উচিত নয়। তবে ইন্ডিকেটর ভালভাবে ব্যবহার করতে পারলে কিছু ইন্ডিকেটর আছে যেগুলো দিয়ে অনায়াসে ট্রেড করা যায় যেমন : মুভিং এভারেজ, স্টকাসটিক, এটিআর ইত্যাদি। যদি দক্ষতা নেওয়া যায় তাহলে ইন্ডিকেটর দিয়েও ভাল ট্রেড করা যায়।
-
ফরেক্স এ ট্রেড করার ক্ষেত্রে ইন্ডিকেটরের উপর ভিত্তি করে টেকনিক্যাল এনালাইসিস করার ক্ষেত্রে সহায়তা করে থাকে। ইন্ডিকেটরের সাহায্যে আমরা মার্কেটে গতিবিধি সম্পর্কে আভাস পেয়ে থাকি যা বিভিন্ন গাণিতিক সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন বা প্রোগ্রাম দেওয়া থাকে। আপনি যে ইন্ডিকেটর ব্যবহার করেন না কেন সেই ক্ষেত্রে আপনার ইন্ডিকেটর এর ব্যবহার সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তবে সব ইন্ডিকেটর ভালো ফলাফল বয়ে আনে না কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলো খুবই জনপ্রিয়। ইন্ডিকেটর ব্যবহারের ক্ষেত্রে আপনার যথেষ্ট সচেতনতার সাথে সিলেক্ট করতে হবে।
-
ইন্ডিকেটর মার্কেট এর অস্বাভাবিক মুভমেন্ট কাউন্ট করতে পারে না যেমন : নিউজ এর সময় কিন্তু ইন্ডিকেটর কোন কাজ করে না। তাই শুধু ইন্ডিকেটর নির্ভর ট্রেড করা উচিত নয়। তবে ইন্ডিকেটর ভালভাবে ব্যবহার করতে পারলে কিছু ইন্ডিকেটর আছে যেগুলো দিয়ে অনায়াসে ট্রেড করা যায়। তাই মার্কেটে অসংখ্য ইন্ডিকেটর রয়েছে কিন্তু কোনও ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করে আমি সবচেয়ে বেশী পরিমান প্রফিট পেতে পারবো সেটা আমার ট্রেড স্ট্যাটিজি উপর নির্ভর করবে। তবে আমি যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করি।