Originally Posted by
majeed
ফরেক্স এ ট্রেড দেয়ার আগে আমরা যত পরিকল্পনা/চিন্তা না করি ট্রেড দেয়ার পরে আমরা চিন্তা বেশি করি। ট্রেড দেয়ার আগে আমরা বেশি ভাবি না যে এখান থেকে আসলেই ট্রেড দেয়া ঠিক কি ঠিক না। কিন্তু ট্রেড দিয়ে ফেলার পর মার্কেট একটু নেগেটিভ গেলেই ভাবি যে এখান থেকে ট্রেড দেয়া ঠিক হয়নি। আর পরে সেই ট্রেড বা লাভের ট্রেড অল্প প্রফিট এই ক্লোজ করে দেই। মার্কেট তো আপ, ডাউন হবেই। এটাই মার্কেট এর নীতি। এই নয় যে আপনি যেখান থেকে ট্রেড দিলেন সেখান থেকে সেই সময় ই মার্কেট আপনার পজিটিভ এ যাওয়া শুরু করবে? আপনার ইমোশন কে নিয়ে মার্কেট একটু খেলা করবে না? তা কি হয়? মার্কেট দেখবে না যে আপনি কতটা ধৈর্যশীল? আর ধৈর্য না থাকার কারণে লাভের ট্রেড বেশিক্ষণ ধরে রাখতে পারেন না। সাথে ইমোশন তো পিছে লেগেই আছে।